Salauddin Sajib

Salauddin Sajib আসসালামু আলাইকুম।

22/09/2024

মেট্রোরেলে পরিবর্তনের আগে ৬ মাসে আয় ছিলো
১৮ কোটি টাকা।
পরিবর্তনের পরে ১৮ দিনে আয় হয়েছে ২০ কোটি টাকা।

22/09/2024
ফ্ল্যাট আর প্লট হারানোর বেদনা।আমরা বুঝি
22/09/2024

ফ্ল্যাট আর প্লট হারানোর বেদনা।আমরা বুঝি

 #জরুরী বিশ-ত্রিশ হাজার টাকা উঠিয়ে গাড়ি ভাড়া করে কয়েকজনের টিম বানিয়ে দৌড়াবেন না। এটা গতানুগতিক ট্যুর নয়। নৈতিকতা,...
24/08/2024

#জরুরী
বিশ-ত্রিশ হাজার টাকা উঠিয়ে গাড়ি ভাড়া করে কয়েকজনের টিম বানিয়ে দৌড়াবেন না। এটা গতানুগতিক ট্যুর নয়। নৈতিকতা, জিম্মাদারী ও আমানতদারির ব্যাপার।
আস সুন্নাহ ফাউন্ডেশন বন্যার্ত এলাকায় দীর্ঘমেয়াদী কাজ করে করবে। শুকনো খাবার, চাল-ডাল এবং সর্বশেষ পুনর্বাসন। তাই আপনার দান আস-সুন্নাহ ফাউন্ডেশনে দিন।

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
11/08/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

07/08/2024

‘আর, আপনার রব কিছুই ভুলেন না’।

— সূরা মারইয়াম-৬৪

07/08/2024

কখনো দিল্লী, কখনো লন্ডন, কখনো ফিনল্যান্ড, কখনো কলকাতা, কখনো বেলারুশ।
উনি এখন নিজেই ভিপিএন🙃

07/08/2024

ড. ইউনুস এর ভারতীয় গনমাধ্যম এনডি টিভিতে দেয়া ইন্টারভিউ এর মধ্যে চোখ জুড়ানো পার্ট ছিলো কোনটা, জানেন?

প্রফেসর ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে। যেইটা আমার জন্মে আর কোন ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই।

সঞ্চালক জিগাইলো, মানুষ ঢাকাতে নৈরাজ্য করছে।

উনি উত্তর দিলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। তারা এঞ্জয় করছে। আমরাও এই স্বাধীনতা এঞ্জয় করতেছি।

সঞ্চালক বললো, তাই বলে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার কারণ কী?

স্যার বললেন, এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করছে। এর ফলে এই ভাঙচুর হচ্ছে।

সঞ্চালক এবার জানতে চাইলো, এই লুটতরাজের কারণ কী? এইটা কীভাবে দেখেন?

ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না।

বললেন, এইটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহুবছর। এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ।

এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোন চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেনসিস্টারও অক্ষত থাকবে না।

খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক, বুঝতেসেন তো?

সারাজীবন যে কোন আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি।

আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি।

বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি।

আমাদের কখনও কেউ ডিফেন্ড করে নাই, ওউন করে নাই, এতো মায়া দিয়ে কথা বলে নাই আমার জন্য।

অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ভিলিফাই করেন নাই। আমাদের রাগটা বুঝেছেন। আমাদের ওউন করেছেন। আমাদের থ্রেটকে মোকাবিলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।

এরপরে ডক্টর ইউনূসকে আমাদের ওউন করতে আর কোন বাঁধা নাই। আজ থেকেই আমি উনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলাম।

বিদেশের সাংবাদিকের কাছে যে মানুষ দেশের জনগণকে এভাবে প্রটেক্ট করে, তার হাতে বাংলাদেশ তুলে দিতে আমাদের আর কোন দ্বিধা নাই।

©

07/08/2024

ফ্যাসিবাদের প্রেতাত্মা চেনার ফিল্টার।

১. বিকল্প দেখান।
২. সব একই।
৩. এক দল খাইছে ১৭ বছর আর এক দল খাবে ১৭ বছর।
৪. আগেইতো ভালো ছিলো।
৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
৬. আহা! গণভবনে কি লুটপাট চলছে।(অথচ ১১ লক্ষ কোটি লোপাটের ব্যপারে নিশ্চুপ)
৭.এইবার আসছে ভাগ বসাইতে।
৮.আমরা কিছু সীমাবদ্ধতার কারণে আন্দোলনে ছিলাম না।

সর্বশেষ: আগে যেটা চেয়েছিলেন সেটার পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা চাচ্ছেন তার পক্ষে নেই 🙄

আরও কিছু থাকলে জানান….

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বল্লেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে ...
26/07/2024

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বল্লেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো। হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু ওনারা বলছে ১ মাসও লাগতে পারে।

হোক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরন কর। বললাম, বাবা আমিতো অরিজিন্যাল কুমিল্লার রসমালাইর মতো খাটি ফার্স্ট ক্লাশ গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গ্যাজেটেড কর্মকর্তা পাব কোথায়?

বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছেরে এই জগতে। তুই পূরণ কর। সত্যায়িত আমি করব। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেব। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জিবন্ত অলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপর ওয়ালাকে দিয়ে আসি।

৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভেরী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেব, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপর ওয়ালার লীলা খেলারে। হোক মাওলা।

ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ১০ জুলাই, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ১৯ জুলাই ২০২৪।
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া। আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা। আপনার পদধুলি দেন।

হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন।

,,সংগৃহিত

07/01/2024

ন্যায়বিচার পেলেই কেবল জনগণ শাসনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে।আর জনগণ যদি সত্যিকার ন্যায়বিচার না পায় তাহলে তারা সরকারের বিরুদ্ধাচারণ করবে।

বঙ্গবন্ধু
৬ জানুয়ারি ১৯৫৬

03/01/2024

আপনি যতক্ষণ বেঁচে আছেন, ততক্ষণ পর্যন্ত প্রতিটি সকালই সুন্দর সকাল। আপনার সৃষ্টিকর্তার উপাসনার মাধ্যমে দিন শুরু করুন!!
Every Morning is a beautiful morning till you are alive💝. Start your day by worshiping your creator!!

22/08/2023

ঠান্ডা লাগবে বলে বৃষ্টিতে ভিজতে ভয় পান না অনেকেই। তবে ভিজে গিয়ে যদি একটু গলা খুসখুস করে তার ওষুধও রয়েছে রান্না ঘরে...

এমন জীবন করিও গঠন।  মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।জীবনে অনেক মুফাসিরে কোরআনের ওয়াজ সামনাসামনি  শুনেছি কিন্তু সাঈদি হুজুর...
14/08/2023

এমন জীবন করিও গঠন। মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
জীবনে অনেক মুফাসিরে কোরআনের ওয়াজ সামনাসামনি শুনেছি কিন্তু সাঈদি হুজুরের মাহফিল কখনো সামনাসামনি দেখার কখনো সৌভাগ্য হয়নাই। ভালোবাসা প্রকাশের কখনও সুযোগ হয়নি। আমৃত্যু ভালোবাসা রইলো প্রিয় হুজুর।

10/08/2023

Assalamualikum

Address

Chattogram
Chittagong
4335

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801840210200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salauddin Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salauddin Sajib:

Videos

Share

Category


Other Travel Agencies in Chittagong

Show All