Visa Processing Zone

Visa Processing Zone This is a service center. Here all kind of visa are process here.

04/04/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)
ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ
আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন
এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world
--------------------------
বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে
আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।
বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে
এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world

-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট

24/03/2024

আজ তিন মাস হতে চলল আমরা পর্তুগালে আছি। মূলত ডিজিটাল নোম্যাড হিসেবে বসবাস করছি, অস্থায়ীভাবে। স্থায়ী হতে হলে এদেশে নুন্যতম ৬ বছর বৈধভাবে বসবাস করতে হয়।

বহির্বিশ্ব সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকার কারণে কারও সাহায্য সহযোগিতা ছাড়াই প্রায় সব কিছু গুছিয়ে নিতে সক্ষম হয়েছি। ভাড়া বাসাকে সাজিয়েছি ধীরে ধীরে। বউকেও গড়ে তুলেছি একজন স্বাবলম্বী নারী হিসেবে। যেন আমার কোন সাহায্য ছাড়াই সে তার মত করে চলতে পারে।

ক্যানাডা অ্যামেরিকার মত আধুনিকতার ছোঁয়া না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য, আরামদায়ক আবহাওয়া, সাশ্রয়ী খরচ আর উন্নতমানের জীবনযাত্রা বিবেচনায় পর্তুগাল একটি অসাধারণ দেশ। সাশ্রয়ী খরচ বলতে আয়ের সাথে ব্যায়ের সামঞ্জস্য বিবেচনায়।

মাসিক ১৫০০ থেকে ২০০০ ইউরো আয় হলে তিন সদস্যের একটি পরিবার খুব অনায়াসে এখানে জীবনযাপন করতে পারে। যার মধ্যে রয়েছে নিরাপদ আবাসন, নির্ভেজাল মানসম্পন্ন খাদ্য, দুর্নীতিমুক্ত প্রশাসন, আর উন্নত চিকিৎসা সেবা। এর পাশাপাশি আরও রয়েছে বাচ্চাদের জন্য এলাকা এলাকায় প্লেগ্রাউন্ড আর বিনামূল্যের লেখাপড়ার স্কুল।

দেশটি মূলত দুই শ্রেণীর অভিবাসীদের জন্য সুবিধাজনক। একটি হল ব্যবসায়ী বিনিয়োগে যথেষ্ট সামর্থ্য আছে তাদের জন্য, আর অন্যটি যে কোন পেশার দক্ষ জনবল। অবশিষ্টদের জন্য দেশটি মোটেও ফলপ্রদ নয়, বরং ক্ষেত্র বিশেষে অভিশপ্ত। বিশেষ করে যাদের পর্তুগীজ ভাষা জানা নেই। কর্মসংস্থানে ব্যর্থ হয়ে এদেরকে তাই দেশ থেকে টাকা এনে চলতে হয়। জমিজমা সম্পত্তি বিক্রি করে, নতুবা উচ্চ সুদের ঋণ নিয়ে।

প্রধান বা জনপ্রিয় শহরগুলো ব্যাতিত পর্তুগালের অন্যান্য শহরগুলোতে মসজিদ নেই বললেই চলে। মূলত স্বল্প আয়ের বাঙালিদের কারণে। কেননা ভবন ক্রয় মূল্য বা নির্মাণ খরচ বেশ ব্যাবহুল। তা না হলে এদেশের বাঙালি এলাকাগুলোতে একাধিক মসজিদ মাদ্রাসা থাকত। আকাংখার এই মসজিদ মাদ্রাসা নেই বলে এখানকার শতকরা ৯০ ভাগ বাঙালিরাই অসন্তুষ্ট।

সরকার নির্ধারিত একজন সাধারণ শ্রম পেশার মানুষের মাসিক বেতন এখানে ৯৫৬ ইউরো। ট্যাক্স বাদ দিয়ে থাকে ৮৫০ ইউরোর মত। যা থেকে থাকা খাওয়া চলা বাদ দিয়ে, অথবা হিসেব করে চললে একজনের পক্ষে প্রতি মাসে দুই থেকে তিনশ ইউরো পর্যন্ত সঞ্চয় করা সম্ভব। তারপরও অধিকাংশ বাঙালি অভিবাসীদের গতানুগতিক অভিযোগ "এই দেশে ইনকাম ভালো না"।

এমন অভিযোগ করার মুল কারণ হল এরা ধরেই নেয় যে ইউরোপ বা উন্নত বিশ্বের দেশ মানেই বৃষ্টির মত সেখানে ডলার ইউরো ঝরতে থাকে। অথচ বাস্তবতা ঠিক এর উলটো। দেশে থাকাকালীন সময় যা এরা কোনভাবেই মেনে নিতে পারে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে তাই দালাল ধরে এই দেশগুলোতে পারি দেয়ার জন্য এরা মরিয়া হয়ে থাকে।

অন্যন্য ইউরোপিয়ান দেশগুলোর মত পর্তুগালেও আইটি পেশার জনবলের বেশ ঘাটতি রয়েছে। তাই অভিজ্ঞ আইটি প্রফেশনালদের জন্য এই দেশে চাকরির কোন অভাব নেই। মাসিক ২৫০০ থেকে ৭৫০০ ইউরো বেতনের। যাদের মাসিক বেতন ৫০০০ ইউরো বা এর অধিক, তারা এই দেশে হাই ইনকাম এর বাসিন্দা হিসেবে বিবেচিত।

আইটি পেশার চাকরিতে পর্তুগীজ ভাষাজ্ঞান বাধ্যতামূলক না হলেও ইংরেজি জ্ঞান একটি আবশ্যিক বিষয়।

বাংলাদেশ থেকে যারা ইতিমধ্যে রিমোট জব করছে তাদের জন্য পর্তুগালে অভিবাসন প্রক্রিয়া যাদুর মত কাজ করে। ভিসা থেকে শুরু করে রেসিডেন্সি পাওয়া পর্যন্ত। ইউটিউবে বাংলাভাষীদের তৈরি করা পর্তুগাল বিষয়ক নানা তথ্যের ভিডিও থাকলেও এই বিষয়ে কোন ভিডিও কন্টেন্ট পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় তার সবগুলোই সাধারণ শ্রম আর ব্যাবসা বিষয়ক। যার বেশিরভাগই স্বল্প শিক্ষিতদের দ্বারা তৈরি। স্বপ্ন দেখিয়ে বা ভুলভাল এই সেই তথ্য দিয়ে।

23/03/2024

Who likes to travel Saudi Arabia

08/03/2024

Drop shipping মত বড় প্ল্যাটফর্মে কীভাবে আপনিও হবেন সফল উদ্যোক্তা?
ফ্রিল্যান্সিং জগতে আমরা বিভিন্ন অনলাইন আয়ের সেক্টর চিনি। তবে আমরা কয়জন এই ড্রপশিপিং dropshipping সম্পর্কে জানি? জানবোই বা কিভাবে! এটি একটি অনলাইন ব্যবসার নাম। বাংলাদেশে এতোদিন তো এটি তেমন একটা জনপ্রিয় ছিলো না। তবে বর্তমানে বিভিন্ন নতুন সুযোগ সুবিধার বদৌলতে এই ড্রপশিপিং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

প্রথমেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে ড্রপশিপিং কি?
এটি মূলত অনলাইনের মাধ্যমে ব্যবসা করার পদ্ধতি যেখানে আপনি দেশে বিদেশে মানুষের দৈনন্দিন পণ্যগুলোর চাহিদা মেটাবেন কিন্তু আপনাকে কোন প্রকার পণ্য মজুদ করে রাখতে হবে না এবং পণ্যগুলো অর্ডার পাবার পর আপনি অন্য কোন সোর্স থেকে কিনে আনতে পারবেন। ডেলিভারি নিয়েও আপনাকে কোনো চিন্তা করতে হবে না, সোর্সই আপনার পণ্যটি ডেলিভারি করে দিবে।
ড্রপশিপিং ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় যাবতীয় সকল সার্ভিস আপনাকে দিবে Bright Bridge. আমরাই প্রথম বাংলাদেশে এই সার্ভিসটি চালু করেছি। আমাদের সার্ভিস সমূহ হলো-
E- Commerce store খুলে দেয়া, Drop shipping এর জন্য Website তৈরি করে দেয়া, Website এর জন্য প্রয়োজনীয় Setup, Design, Logo Design করে দেয়া,সেল বাড়ানোর জন্য Ads. Run করে দেয়া, Supplyer এনে দেয়া,Registration করে দেয়া, Payment Getway এর Intrigation করে দেয়া।
এক কথায় ড্রপশিপিং ব্যবসা শুরু করতে আপনার যা যা প্রয়োজন সবই করে দিবো আমরা Bright Bridge. গত দেড় দশক ধরে আমাদের অভিজ্ঞ ম্যানেজম্যান্ট কাজ করছে ড্রপশিপিং নিয়ে। তাই ব্যবসা করতে যেয়ে ড্রপশিপিং নিয়ে যেকোনো পরামর্শ আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে।

আজই ড্রপশিপিং বিজনেস শুরু করুন সবচেয়ে সফল ড্রপশিপিং এর সাথে।
বিস্তারিত জানতে এখনি যোগাযোগ করুন এর ফেসবুক

27/02/2024

👌সৌদি আরবে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

আল জেহাত কোম্পানি

ডাইরেক কোম্পানি (অকালা রেডি আছে)

আবাসিক হোটেল ওয়ার্কার ১১০০+২০০
কফি শপ ওয়ার্কার ১৩০০+২০০
রেস্টুরেন্ট ক্লিনার ১৩০০+২০০
ইনডোর ক্লিনার ১৩০০+২০০
ফ্যাক্টরি ওয়ার্কার 1700+300.

✳️প্রয়োজনীয় ডকুমেন্টস

১.যাত্রীর মূল পাসপোর্ট, যাত্রি নিজ ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল ফিট কাট।

✳️শর্তাবলী

১.পাসপোর্ট এর মেয়াদ কম পক্ষে ২ বছর থাকতে হবে
২.বয়স ২১ থেকে সর্বোচ্চ ৫০ বছর।
৩.আবাসিক হোটেল এবং কফি শপ এ যাওয়ার জন্য দেখতে স্মার্ট এবং শিক্ষিত হতে হবে।

✳️সুযোগ সুবিধা

১.চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য
২.থাকা, চিকিৎসা, যাতায়াত, আকামা কোম্পানি বহন করবে,খাবার খরচ নিজ।
৩. বেসিক ডিউটি ৮ ঘন্টা +ওভারটাই
৪. অন্যান্য সুযোগ-সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী

✴️ যাত্রী মেডিকেল ফিট হওয়ার পর অগ্রিম ৫০০০০ টাকা জমা দিতে হবে

আগ্রহিদের অতি দ্রুত যোগাযোগ করার অনুরোধ

26/02/2024

আমেরিকা একটি বিশাল দেশ। নিউ ইয়র্ক' মানেই " USA" না। শুধুমাত্র "নিউইয়র্ক" দিয়ে USA কে বিচার করবেন না, নতুন যারা USA আসছেন, দয়া করে New York এ স্হায়ী বসবাসের চিন্তা করবেন না। জীবনে অনেক পিছিয়ে যাবেন। সেজন্যই বলছি, সবকিছুর আগে Driving শিখুন, learn how to do parallel parking. সম্ভব বলে বাংলাদেশ থেকেই driving শিখে আসুন। driving শুধু ১ জনের শিখলে হবে না। ১৮ বৎসর বা তার উপরের পরিবারের প্রতিটি (each and everyone) সদস্যকেও গাড়ী চালানো শিখতে হবে।আমেরিকাতে যতটি মাথা, তার চেয়ে গাড়ীর সংখ্যা আরও বেশী। কারণ প্রতিটি লোকের অন্তত ১টি করে গাড়ী আছে, কারো কারো প্রতিজনের ৩/৪টি বা তারও বেশী গাড়ী রয়েছে। এখন আন্দাজ করুন গাড়ীর সংখ্যাটি কত হতে পারে। New York ছাড়া অন্য stateগুলোতে স্হায়ী বসবাসের চিন্তা করুন। আমেরিকাকে ভালভাবে চিনতে হলে New York থেকে বের হয়ে আসুন। 🇺🇸🇺🇸🇺🇸

আরেকটি জিনিস মনে রাখবেন ঢাকা যেমন বাংলাদেশের সবচেয়ে বড় শহর এবং ঢাকাকে কেন্দ্র করেই বাংলাদেশের সবকিছু। কিন্তু আমেরিকাতে এরকম নয়। New York আমেরিকার সবচেয়ে বড় শহর, এটা সত্য কিন্তু আমেরিকার সবকিছু New York কেন্দ্রিক নয়। New York এ যেসব সুযোগ সুবিধা, আমেরিকার সব stateএই এগুলো রয়েছে (শুধুমাত্র পরিবহন ব্যবস্হা ছাড়া)। যেমন আমেরিকার ৫০টি stateএই বিশ্বমানের হাসপাতাল থেকে শুরু করে, বিশ্বমানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালযসহ সবকিছুই রয়েছে। তাই আমেরিকার যে কেন stateএ নির্ভয়ে থাকতে পারেন। সব state এর নিরাপত্তা ব্যবস্হা একই রকম। বাংলাদেশে যেমন ভাল চিকিৎসা এবং ভাল পড়াশুনাসহ সবকিছুর জন্য ঢাকা আসতে হয়, আমেরিকাতে এগুলোর জন্য New York আসতে হবে না।সুতরাং feel free to stay anywhere in USA.🏠🏠

সস্তা বাড়ীঘরের জন্যঃ Ohio, Indiana, Texas, Georgia, Buffalo (New York), Minnesota, Wisconsin 🏠🏠

মোটামুটি সস্তা বাড়ীঘরের জন্যঃ Arizona, Oregon, Michigan, North Carolina, South Carolina, Florida, Tennessee.🏠🏠

দামী বাড়ীঘরের জন্যঃ New York City, New Jersey, California, Seattle (Washington), Maryland, Virginia, Massachusetts, Connecticut. Total eastern side of America are expensive.🏠🏠

Lot of Bangladeshi people lives: New York City, Michigan, Texas, Maryland, Virginia, Florida, California, 🏠🏠

Asheville (North Carolina) is a beautiful city but you can rarely find any Bangladeshi there. It’s scenic beauty is wonderful.🏠🏠

The states where only few Bangladeshis but these states are beautiful and living costs could be low:
Utah, Iowa, Montana, Idaho, Kansas, Kentucky, Arkansas, Oklahoma, North Dakota and South Dakota.

গরম আবহাওয়ার জন্যঃ Florida, Arizona, Georgia, Tennessee, Alabama, Texas, Arkansas.⛅🌤️

ঠান্ডা আবহাওয়ার জন্যঃ Buffalo( New York), Michigan, Minnesota, New York City, New Jersey and entire eastern side of America, Chicago, Ohio, Indiana, Pennsylvania, Wisconsin.❄️🌥️

For job: Almost all states have jobs available but I live in Michigan and I know Michigan has a lot of jobs available. But I don’t have any clear idea about the jobs in other states. But no states are bad about jobs.

আমেরিকা খুব একটি সুন্দর দেশ, মানবাধিকারের দেশ, আইনের শাসনের দেশ, সুচিকিৎসার দেশ, ভালোমানের পড়াশুনা পরিষ্কার পরিচ্ছন্নতার দেশ, সত্য কথা বলার দেশ, প্রচুর চাকুরী পাবার দেশএবং কঠোর পরিশ্রমের দেশ।আপনি যদি সৎ থাকেন, পুরো আমেরিকা আপনার জন্য। অসৎ, অলস এবং আরামপ্রিয়দের জন্য আমেরিকাতে না আসাই ভাল। আরামপ্রিয়দের জন্য সর্বোত্তম স্হান হলো বাংলাদেশ। তবে আমেরিকাতেও কিছু দুর্নীতি আছে কিন্তু কোন রকম দুর্নীতির জন্য যদি একবার ধরা পড়েন, তাহলে জীবন শেষ।🗽🗽🗽

courtesy
MASUD PERVEJ
ধন্যবাদ।

24/02/2024

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
কিরকিজস্থানের বিখ্যাত একটি গার্মেন্টস ফ্যাক্টোরী ও বিভিন্ন কোম্পানীতে ভিত্তিতে বেশ কিছু কর্মী জরুরী নিয়োগ দেয়া হবে আগ্রহীরা সরাসরি যোগাযোগ করুন ।

কাজের ধরন ❓
🔴 গার্মেন্টস সুইং অপারেটর।
✅ বেতন : 𝟰𝟱𝟬 𝗨𝗦𝗗 বেসিক ।
✅ থাকা তিনবেলা খানা ও নাস্তা ফ্রি ।
✅ ভিসা এক বছর রেনু হবে ।
✅ প্রতিদিন ২ ঘন্টা ওভার টাইম ।
✅ 30 দিনের মধ্যে ই ফ্লাইট করা হবে ।
✅ 100% ম্যানপাওয়ার করা হবে ।
✅ কিরকিজস্থানের ১ নাম্বার গার্মেন্টস ।

কাজের ধরন ❓
🔵 কারওয়াশ- 𝟰𝟬𝟬 𝗨𝗦𝗗 ।
🔵 কনস্ট্রাকশন - 𝟰𝟬𝟬 টু 𝟳𝟬𝟬 𝗨𝗦𝗗 ।
🔵 ফ্যাক্টোরী কর্মী- 𝟰𝟬𝟬 টু 𝟲𝟬𝟬 𝗨𝗦𝗗 ।

⚫ সুযোগ সুবিধা শর্ত সমূহ ❗
⭕ ভিসা এক বছর রেনু করা হবে ।
⭕ থাকা কোম্পানী দিবে ।
⭕ খাওয়া নিজেই বহন করতে হবে ।
⭕ প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি
⭕ প্রতিদিন ২ ঘন্টা ওভার টাইম করার সুযোগ
⭕ ৭ দিনের মধ্যে ই ভিসা দিবে ইনশায়াল্লাহ
⭕ ৩০ দিনের মধ্যেই ফ্লাইট দিবো ।
⭕ 100% ম্যানপাওয়ার করে পাঠানো হবে ।



এডভান্স ছাড়া ভিসা করা হবেনা

🥉𝗩𝗶𝘀𝗮 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝗰𝗲 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹 & 𝗖𝗼𝗻𝘀𝘂𝗹𝘁𝗮𝗻t

13/02/2024

Visa available

11/02/2024

এটা শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে, মাত্র ৩৫০০ শব্দ শিখলে আপনি নিজে নিজে কুরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

কিন্তু শব্দ তো আর সহজেই মুখস্থ হবার জিনিস না। আমাদের কোর্সে শব্দগুলো এমনভাবে শেখানো হয়, যাতে খুব সহজেই শব্দগুলো মনে রাখা যায়।

বইটির ১ম খণ্ড ১৬০ টাকা এবং ২য় খণ্ড ১৫০ টাকা। ঢাকায় হোম ডেলিভারি ৫০ টাকা। ঢাকার বাহিরে সারাদেশে হোম ডেলিভারি মাত্র ৬০ টাকা।

বইগুলো সংগ্রহ করতে চাইলে নিচের লিঙ্কে গিয়ে আপনার ঠিকানা লিখে দিন। বই হাতে পাবার আগে কোনও টাকা দিতে হবে না। বই হাতে পেয়ে টাকা পরিশোধ করুন।

অর্ডার করুন: https://qarabic.net/checkouts/qarabic-books/

27/01/2024

Europe visa working

Start building the future todayULTIMA is a global community of people who love innovative blockchain technologies.United...
04/09/2023

Start building the future today

ULTIMA is a global community of people who love innovative blockchain technologies.
United by our passion for disruptive technologies, we’re confident we can implement future innovations today.

ULTIMA BUSINESS is a global community of people who love innovative blockchain technologies. United by our passion for disruptive technologies, we’re confident we can implement future innovations today.

06/02/2023

ঘরে বসেই চেক করুন ৬৬ দেশের ভিসা।

নিচের ওয়েব সাইটে ঢুকে চেক করে নিতে পারেন সংশ্লিষ্ট দেশগুলোর ভিসা। এতে আপনি সহজে জেনে নিতে পারবেন আপনার পাসপোর্টে লাগানো ভিসাটি আসল কি-না?

আর ইনফেকশন পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন Abroad Inquiry এই খানে।

ধন্যবাদ।

1. Tanzania www.tanzania.go.tz
2. Qatar http://www.moi.gov.qa/site/english
3. Kuwait www.moi.gov.kw
4. Pakistan http://www.moitt.gov.pk/
5. Saudi Arabia http://www.moi.gov.sa/
6. Dubai www.moi.gov.ae
7. Miser http://www.moiegypt.gov.eg/english/
8. Bangladesh www.moi.gov.bd
9. Sipras http://moi.gov.cy/
10. Nepal http://www.moic.gov.np/
11. Albania http://www.moi.gov.al/
12. Jambia http://www.moi.gov.gm/
13. Jordan http://www.moi.gov.jo/
14. India http://labour.nic.in/
15. Kenya www.labour.go.ke/
16. Italy https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
17. Singapore www.mom.gov.sg/
18. Greece http://www.mddsz.gov.si/en
19. Sri lanka http://www.labourdept.gov.lk/
20. South Africa www.labour.gov.za/
21. Iran http://www.irimlsa.ir/en
22. Ghana http://www.ghana.gov.gh/
23. England www.mfa.go.th
24. Bahrain www.mol.gov.bh
25. Bhutan www.molhr.gov.bt/
26. Colombia www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
27. Canada www.labour.gov.on.ca/english/
28. Barbados www.labour.gov.bb/
29. Koria www.moel.go.kr/english
30. Japan www.mhlw.go.jp/english/
31. Sipras http://www.mfa.gov.cy/
32. Vietnam http://english.molisa.gov.vn/
33. New Zealand www.dol.govt.nz/
34. Namibia www.mol.gov.na/
35. Maldives www.mhrys.gov.mv/
36. Myanmar www.mol.gov.mm/
37. Lebanon http://www.labor.gov.lb/
38. Poland www.mpips.gov.pl/en
39. England www.ukba.homeoffice.gov.uk
40. Bulgaria http://www.mlsp.government.bg/en
41. America www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
42. Spain www.mtin.es/en
43. Ucraine http://www.mlsp.gov.ua/
44. Uganda http://www.mglsd.go.ug/
45. Philistine www.mol.gov.ps/
46. Brunai http://www.labour.gov.bn/
47. Yemen http://www.dol.gov/
48. Netherland http://english.szw.nl/
49. Jambia www.mlss.gov.zm
50. Australia http://www.workplace.gov.au/
51. Zimbabwe http://www.dol.gov/
52. Philippines www.dole.gov.ph/
53. Malaysia www.mohr.gov.my
54. Russia http://www.labour.gov.on.ca/
55. Indian Visa online http://www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
56. Dubai http://www.mol.gov.ae/arabic/newindex.aspx
http://www.mol.gov.ae/english/newindex.aspx
57. Canada http://www.cic.gc.ca/english/index.asp
58. America https://www.vfs.org.in/UKG-PassportTracking/
59. Oman http://www.rop.gov.om/
60. Abudabi http://www.mol.gov/
61. Bahrain http://www.markosweb.com/www/mol.gov.sa/
62. Saudi Arabia http://www.saudiembassy.net/
63. Canada, http://www.huembwas.org/
64. Oman http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
65. U.A.E http://united-arab-emirates.visahq.com/
66. Singapore http://singapore.embassyhomepage.com/

পোস্টি শেয়ার করুন।

Address

665, CDA Avenue
Chittagong
4000

Telephone

+8801767040505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visa Processing Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visa Processing Zone:

Share