Biman Bangladesh Airlines Ticket Sales Agent

Biman Bangladesh Airlines Ticket Sales Agent Please come to us for domestic and International Air Ticket with reasonable price.

Travel in style this year.Dhaka To Muscatbook your air ticket now.Biman Bangladesh Airlines  Contact us for Air ticket01...
15/09/2021

Travel in style this year.

Dhaka To Muscat

book your air ticket now.
Biman Bangladesh Airlines

Contact us for Air ticket
01886682201
01886682202

Dhaka To Saudi Arabbook your air ticket now.Biman Bangladesh Airlines  Contact us for Air ticket0188668220101886682202
13/09/2021

Dhaka To Saudi Arab
book your air ticket now.

Biman Bangladesh Airlines

Contact us for Air ticket

01886682201
01886682202

24/08/2021

Biman Bangladesh Airlines - Your home in the sky

contact us for air ticket
01886682201
01886682202

Please come to us for domestic and International Air Ticket with reasonable price.

করোনা ভাইরাস  সংক্রমণ রোধে  সরকারের  বিধিনিষেধ এর আওতায় কঠোর  লকডাউনে বিমান বাংলাদেশ  এয়ারলাইনস  ১ জুলাই  হতে ৭ জুলাই পর...
01/07/2021

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ এর আওতায় কঠোর লকডাউনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১ জুলাই হতে ৭ জুলাই পর্যন্ত সকল অভ্যন্তরীণ রুটের ফ্লাইট সমূহ বাতিল ঘোষণা করছে। তবে শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রীদের ঢাকায় আনার জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য স্বল্প সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হবে। শুধুমাত্র বিমানের টিকেটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীগণই ভ্রমণের সুযোগ পাবেন ।

১ থেকে ৭ জুলাই এর মধ্যে বাতিলকৃত ফ্লাইট সমূহের টিকেটধারী সকল যাত্রীগণ এই টিকেট এর মাধ্যমে কোন প্রকার অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।

Biman Bangladesh Dhaka ticket Sales OfficeBooking Number 0188668220101886682202Office Address:H # GA-92 , Gulshan-Badda ...
30/06/2021

Biman Bangladesh Dhaka ticket Sales Office

Booking Number
01886682201
01886682202

Office Address:
H # GA-92 , Gulshan-Badda Link Road , Badda , Gulshan 1 , Dhaka 1212 , Bangladesh .

Experience absolute Safety and privacy on board when you fly withBiman Bangladsesh Boaing777-300ER.নতুন টিকেট ইস্যু , তা...
22/06/2021

Experience absolute Safety and privacy on board when you fly with
Biman Bangladsesh Boaing777-300ER.

নতুন টিকেট ইস্যু , তারিখ পরিবর্তনের জন্য এবং যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন।

যোগাযোগ
01886682201
01886682202

আজ ১৯ জুন থেকে প্রবাসী কর্মীদের অগ্রাধীকারের ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
19/06/2021

আজ ১৯ জুন থেকে প্রবাসী কর্মীদের অগ্রাধীকারের ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) নিবন্ধিত , বিএমইটি কার্ডধারী এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যদের অগ্রাধীকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। যাদের এসব নেই আপতত তাদের অগ্রাধীকারের ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়া হবে না।
চীনের সিনোফার্মের টিকা বিদেশগামী কর্মীদের প্রদান করা হবে। দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল কিংবা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্দিষ্ট কেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে এই টিকা।

01/06/2021

বিদেশে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসী কর্মীদের জন্য সর্তক বার্তা

সরকারি নির্দেশ ও বিভিন্ন দেশের নির্দেশনা অনুসারে বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। শুধু মাত্র নেগেটিভ রিপোর্টধারীরা বিদেশ যেতে পারবেন।

** করোনার পরীক্ষা সরকার নির্ধারিত ক্লিনিক/হাসপাতাল থেকে করতে হবে। করোনা টেস্ট সংক্রান্ত তথ্য পাবেন এখানে https://corona.gov.bd/corona-hospital

** আপনার রিপোর্টে অবশ্যই কিআর কোড ( QR CODE) থাকতে হবে। এই কোড না থাকলে রিপোর্ট গ্রহনযোগ্য নয়। একই সঙ্গে কিউআর কোড মোবাইলে স্ক্যান করলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে আপনার রিপোর্ট দেখা যাবে। যদি দেখা না যায়, এ রিপোর্ট কোনকাজে আসবে না।

** করোনায় আক্রান্ত হয়েও ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ার চেষ্ট করলে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ধরা পড়বেন। আপনার বিদেশ যাওয়া তো হবেই না, আপনাকে জেল/জরিমানা করা হবে। আগে অনেকই ধরা পড়েছেন। https://www.banglatribune.com/650810

31/05/2021
শর্ত সাপেক্ষে  আজ ১ মে  থেকে আন্তর্জাতিক  ফ্লাইট চালুকরোনা ভাইরাসের জন্য অতি ঝুকি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশগুলো ছাড়া  বিশেষ...
01/05/2021

শর্ত সাপেক্ষে আজ ১ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

করোনা ভাইরাসের জন্য অতি ঝুকি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্সিয়াল ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। করোনা সংক্রমণের হার বিবেচনায় ৩৮ টি দেশে গমনাগমনের উপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আন্তর্জাতিক ফ্লাইট সমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গ্রুপ-এ
এই গ্রুপে আছে ১২টি দেশ। আরর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস,জর্জিয়া, ভারত, ইরান, মোঙ্গলিয়া, ওমান, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া। এই ১২টি দেশ থেকে কোন যাত্রী বাংলাদেশে যেতে পারবে না, বাংলাদেশ থেকেও ওই দেশগুলোতে যাওয়া যাবে না। তবে সেখানে ১৫দিনের মধ্যে ভ্রমণ করেছেন কিন্তু বাস করছেন না এমন বাংলাদেশি নাগরিক বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে আসতে পারবেন। দেশে আসলে তাদের বাধ্যতামূলক ভাবে ১৪ দিস সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে।

গ্রুপ-বি
গ্রুপ-বি’তে রয়েছে ২৬টি দেশ। এগুলো হচ্ছে- অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে। এ ২৬টি দেশ থেকে বাংলাদেশ যাত্রী আসতে পারেব। একই সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। এসব দেশ থেকে বাংলাদেশে আসলে বাধ্যতামূলকভাবে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে।

তবে এ তালিকায় থাকা মধ্যপ্রাচ্যের ৩টি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও এই ৩ দেশ থেকে আসা যাত্রীরা ১৪ দিনের বদলে ৩ দিনের বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। তারা এই ৩ দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। সেনা বাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে পারবেন প্রবাসীরা। তবে সেখানে খালি না থাকলে হোটলে নিজ খরচে কোয়ারান্টাইনে যেতে হবে।
দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে। তিনদিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ আসলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গ্রুপ-সি
গ্রুপ-এ’তে থাকা ১২ টি এবং ‘গ্রুপ-বি’তে থাকা ২৬টি অর্থ্যাৎ মোট ৩৮টি দেশ ছাড়া বিশ্বের অন্য সব দেশে এই সি গ্রুপের আওতায় পড়বে। এসব দেশ আসতে যেতে কোন বাঁধা নেই। এসব দেশ থেকে বাংলাদেশে আসলে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকাতে হবে।

World Pilot Day 2021
26/04/2021

World Pilot Day 2021

অভ্যন্তরীণ বিমান চলাচলদেশের অভ্যন্তরে ফ্লাইট চলাচল শুরু করে দিয়েছে সরকারী বিমান সংস্থা   Contact Us For Booking Or Any O...
23/04/2021

অভ্যন্তরীণ বিমান চলাচল
দেশের অভ্যন্তরে ফ্লাইট চলাচল শুরু করে দিয়েছে সরকারী বিমান সংস্থা

Contact Us For Booking Or Any Other Information:
01886682201,01886682202.

22/04/2021

বিদেশ থেকে আসা বিশেষ ফ্লাইটগুলোর যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্

20/04/2021

ঢাকা: কক্সবাজার বাদে বুধবার থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল ....

15/04/2021

বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে আগামী ১৭ এপ্রিল শনিবার থেকে পাঁচটি দেশে প্রা...

15/04/2021

Biman Bangladesh Airlines, is the national flag carrier airline of Bangladesh. The airline provides international passenger and cargo services to Asia and Europe, as well as major domestic routes inside Bangladesh. It has air service agreements with 42 countries and currently flies to 16 different c...

14/04/2021

লকডাউনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় আটকে পড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর.....

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা'সকলকে জানাই বাংলা নববর্ষ -১৪২৮ এর বর্নীল শুভেচ্ছা ।
13/04/2021

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা'
সকলকে জানাই বাংলা নববর্ষ -১৪২৮ এর বর্নীল শুভেচ্ছা ।

12/04/2021

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর-ঢাকা ও ঢাকা-রিয়াদ ফ্লাইটের সময়সূচী পরিবর্তন।

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ কর্তৃক আগামী ১৪ই এপ্রিল হতে ২০শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ হতে সকল যাত্রীবাহী বিমান চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় আগামী ১৩ এপ্রিল ২০২১ তারিখের কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও আগামী ১৪ এপ্রিল ২০২১ তারিখ রাতে ঢাকা-রিয়াদের বিজি৪০৩৯ ফ্লাইট নির্ধারিত সময়ের পূর্বে নিমোক্ত সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে:-

ঢাকা-কুয়ালালামপুর বিজি ০৮৬ /১৩ই এপ্রিল ২০২১ দুপুর ২ টায় ঢাকা হতে ছাড়বে (ঢাকা স্থানীয় সময়)।
কুয়ালালামপুর-ঢাকা বিজি ০৮৭ / ১৩ই এপ্রিল ২০২১ রাত ৯ টায় কুয়ালালামপুর হতে ছাড়বে (কুয়ালালামপুর স্থানীয় সময়)।
ঢাকা- রিয়াদ বিজি ৪০৩৯A/১৩ এপ্রিল ২০২১ রাত ১১ টা ৩০ মিনিটে ছেড়ে যাবে (ঢাকা স্থানীয় সময়)।

উক্ত ফ্লাইটের সম্মানিত যাত্রীগণকে নতুন সময়সূচী অনুযায়ী অন্তত ৬ ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন‍্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিস্তারিত তথ্যের জন‍্য যেকোনো বিমান সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭-এ যোগাযোগ করার জন‍্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

11/04/2021

আগামী ১৪ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত ঢাকায় আসা-যাওয়ার জন্য নির্ধারিত প্রায় পাঁচশ আন্তর্জাতিক ফ্লাই.....

ঢাকা-দোহা রুটের সম্মাণিত যাত্রীদের ফ্লাইট ও হোটেল বুকিং সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিবর্তমানে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে...
07/04/2021

ঢাকা-দোহা রুটের সম্মাণিত যাত্রীদের ফ্লাইট ও হোটেল বুকিং সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারলাইন্স সমূহকে কাতার হতে বাংলাদেশে যাত্রী পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এমতাবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঢাকা-দোহা রুটে ০৫, ০৯, ১৪ ও ১৯ এপ্রিল ২০২১ এর ফ্লাইটসমূহ বাতিল করে ৭, ১২, ১৬, ও ২১ এপ্রিল ২০২১ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।
বাতিলকৃত ফ্লাইট সমূহের সম্মানিত যাত্রীগণকে তৎপরবর্তী ফ্লাইট সমূহে রি-বুকিং করা হয়। বাতিলকৃত ফ্লাইট এর রি-বুকিংকৃত সম্মানিত যাত্রীগণকে তাদের ‘হোটেল বুকিং’ হালনাগাদ করে বিমানে ভ্রমণ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এখানে উল্লেখ্য 'হোটেল বুকিং' হালনাগাদ ব‍্যতিত কেউ বিমানে ভ্রমণ করতে পারবেন না।

আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশআবেদনের জন্য বিস্তারিত দেখুনঃ https://jobs.jobcircular1.com/b...
07/04/2021

আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদনের জন্য বিস্তারিত দেখুনঃ https://jobs.jobcircular1.com/biman-bangladesh-airlines.../
►আবেদন করা যাবে ২৮ এপ্রিল, ২০২১ পর্যন্ত

LondonLondon is a leading global city with all the associated trappings, delights and sights. Built on Roman and Medieva...
04/04/2021

London

London is a leading global city with all the associated trappings, delights and sights. Built on Roman and Medieval foundations, cut by the River Thames, it is now a vast home to more than 8 million where 300 languages are spoken. A thriving capital of culture, trade, finance, politics and fashion, the city comprises 32 boroughs, all of which have a distinctive character.

For Flight Booking:
01886682201
01886682202

ManchesterManchester is a city and metropolitan borough in Greater Manchester, England. Manchester is a major city in th...
04/04/2021

Manchester

Manchester is a city and metropolitan borough in Greater Manchester, England. Manchester is a major city in the northwest of England with a rich industrial heritage. The Castle field conservation area’s 18th-century canal system recalls the city’s days as a textile powerhouse, and visitors can trace this history at the interactive Museum of Science & Industry.

For Flight Booking:
01886682201
01886682202

ফ্লাইটের তারিখ পরিবর্তনের জন্য যোগাযোগ করুন ।যোগাযোগ 0188668220101886682202
04/04/2021

ফ্লাইটের তারিখ পরিবর্তনের জন্য যোগাযোগ করুন ।

যোগাযোগ
01886682201
01886682202

04/04/2021
03/04/2021

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোম...

★বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ তাদের ৩০/০৩/২০২১ তারিখের সারকুলারটি বাতিল করে একটি নতুন সারকুলার জারি করেছে, যা ০...
02/04/2021

★বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ তাদের ৩০/০৩/২০২১ তারিখের সারকুলারটি বাতিল করে একটি নতুন সারকুলার জারি করেছে, যা ০৩/০৪/২০২১ তারিখ হতে কার্যকর হবে। এ সারকুলার মোতাবেক একমাত্র যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সকল দেশ হতে বাংলাদেশে যাত্রী প্রবেশ নিষিদ্ধ থাকবে।

★এছাড়াও তুরস্ক, কাতার, কুয়েত, বাহরাইন, লেবানন, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, পেরু ও চিলি হতে বাংলাদেশে যাত্রী প্রবেশ নিষিদ্ধ থাকবে।

★এ সারকুলারের আওতায় যে যাত্রীরা বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন, তাদের কোভিড ১৯ ভ্যাক্সিন দেয়া থাকুক বা না থাকুক, তাদেরকে আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে বোর্ডিং করতে হবে৷ বাংলাদেশে আসার পরেও সে সনদটি বিমানবন্দরে প্রদর্শন করতে হবে৷

★বাংলাদেশে আসার পর কোন যাত্রীর মধ্যে কোভিড এর লক্ষণ দেখা গেলে তাকে সরকারী ব্যবস্থাপনায় ১৪ দিনের আইসোলেশনে প্রেরণ করা হবে। কোভিডের লক্ষণ না থাকলে যাত্রীদের কঠোরভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

★যুক্তরাজ্য ব্যতীত ইউরোপের সকল দেশ এবং আলাদাভাবে উপরে উল্লিখিত আরও ১২ টি দেশের যাত্রীরা অন্য কোন দেশ ঘুরেও বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবেন না৷

★যেসব দেশের যাত্রীরা বাংলাদেশে প্রবেশের সুযোগ পাচ্ছেন তারা তাদের যাত্রাপথে কোন দেশে ট্রানজিট করলে এবং ট্রানজিট এরিয়া হতে একবার বের হলে, আকাশযাত্রা শুরুর পুর্বে তাদের কৃত কোভিড টেস্টটি আর কার্যকর বলে বিবেচিত হবে না৷ সেক্ষেত্রে ঐ ট্রানজিট দেশ থেকে পুনরায় কোভিড টেস্ট করিয়ে ফ্লাইটে উঠতে হবে এবং বাংলাদেশে পৌছে সরকারি ব্যবস্থাপনায় বা সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচায় চারদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর কোভিড টেস্ট করে নেগেটিভ হলে তারা ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যেতে পারবেন। আবারও উল্লেখ্য যে, যেসব দেশের যাত্রীদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তারা এভাবে আসার সুযোগ পাবেন না৷

Address

H# GA-92 , Gulshan-Badda Link Road , Badda , Gulshan 1 , Dhaka , Bangladesh
Dhaka
1212

Telephone

+8801886682201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biman Bangladesh Airlines Ticket Sales Agent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies