Dhaka Bhutan Flight Tickets Sales Office

Dhaka Bhutan Flight Tickets Sales Office This Is Dhaka Bhutan Flight Ticket Sales Office Dhaka ,Flyway Travels Is very Trust-able & Cheap Ticket Seller Agency , Your can Trust To Them .

Contact Number:
01886682201
01886682202

বাংলাদেশি ভ্রমণপিয়াসীদের জন্য সুখবর....ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট ঘোষণা করেছে দেশটির রাজতন্ত্রের জাতীয় বিমান...
22/05/2022

বাংলাদেশি ভ্রমণপিয়াসীদের জন্য সুখবর....

ঢাকা থেকে সরাসরি ভুটানে পুনরায় ফ্লাইট ঘোষণা করেছে দেশটির রাজতন্ত্রের জাতীয় বিমান সংস্থা ড্রুক এয়ার।

আগামী ১ জুলাই থেকে ঢাকা থেকে ভুটানের দ্বিতীয় বৃহত্তর শহর পারোর উদ্দেশে চলাচল করবে ড্রুকের ফ্লাইট। প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এর আগে করোনার কারণে দীর্ঘ সময় এই রুটে ড্রুকের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

ড্রুক এয়ার জানায়, ১ জুলাই থেকে ঢাকা-পারো রুটে প্রতি রোববার ও বুধবার ফ্লাইট চলবে। এই দুইদিন দুপুর ১টায় ঢাকা থেকে রওনা হয়ে ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভুটানে পৌঁছাবে। পারো থেকে এই দুইদিন সকাল ১১টায় ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে।
তবে এখনও এই রুটের ভাড়া ঘোষণা করেনি ড্রুক এয়ার।ড্রুক বর্তমানে ভুটানের কয়েকটি অভ্যন্তরীণ রুট ছাড়া ও ভারতের দিল্লি ও ব্যাংককে ফ্লাইট পরিচালনা করছে।

ড্রুক এয়ার আরও জানায়, বাংলাদেশি যাত্রীদের জন্য ভুটান অন অ্যারাইভাল ভিসার সুবিধা দেবে। এজন্য তাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। ভিসা পেতে আর কোনো কাগজপত্র লাগবে না।

01/06/2021

বিদেশে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসী কর্মীদের জন্য সর্তক বার্তা

সরকারি নির্দেশ ও বিভিন্ন দেশের নির্দেশনা অনুসারে বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। শুধু মাত্র নেগেটিভ রিপোর্টধারীরা বিদেশ যেতে পারবেন।

** করোনার পরীক্ষা সরকার নির্ধারিত ক্লিনিক/হাসপাতাল থেকে করতে হবে। করোনা টেস্ট সংক্রান্ত তথ্য পাবেন এখানে https://corona.gov.bd/corona-hospital

** আপনার রিপোর্টে অবশ্যই কিআর কোড ( QR CODE) থাকতে হবে। এই কোড না থাকলে রিপোর্ট গ্রহনযোগ্য নয়। একই সঙ্গে কিউআর কোড মোবাইলে স্ক্যান করলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে আপনার রিপোর্ট দেখা যাবে। যদি দেখা না যায়, এ রিপোর্ট কোনকাজে আসবে না।

** করোনায় আক্রান্ত হয়েও ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ার চেষ্ট করলে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ধরা পড়বেন। আপনার বিদেশ যাওয়া তো হবেই না, আপনাকে জেল/জরিমানা করা হবে। আগে অনেকই ধরা পড়েছেন। https://www.banglatribune.com/650810

World Pilot Day 2021
26/04/2021

World Pilot Day 2021

25/04/2021


আমাদের কাছ থেকে অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল যেকোনো রুটের এয়ার টিকেট ক্রয় করলেই পাবেন ৭% ডিসকাউন্ট , আর দেরী না করে এখনি আপনার টিকেট বুকিং করুন ।
এছাড়া ও টিকেটের তারিখ পরিবর্তন করতে যোগাযোগ করুন ।

Contact Us For Booking :
01886682201,
01886682202.

Office Address:
H # GA-92 , Gulshan-Badda Link Road , Badda , Gulshan 1 ,
Dhaka 1212 , Bangladesh.
Hotline:01890450650

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা'সকলকে জানাই বাংলা নববর্ষ -১৪২৮ এর বর্নীল শুভেচ্ছা ।
13/04/2021

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা'
সকলকে জানাই বাংলা নববর্ষ -১৪২৮ এর বর্নীল শুভেচ্ছা ।

পবিত্র মাহে রমজান মোবারক এর শুভেচ্ছা সবাই কে।
13/04/2021

পবিত্র মাহে রমজান মোবারক এর শুভেচ্ছা সবাই কে।

11/04/2021

আগামী ১৪ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত ঢাকায় আসা-যাওয়ার জন্য নির্ধারিত প্রায় পাঁচশ আন্তর্জাতিক ফ্লাই.....

★বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ তাদের ৩০/০৩/২০২১ তারিখের সারকুলারটি বাতিল করে একটি নতুন সারকুলার জারি করেছে, যা ০...
02/04/2021

★বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ তাদের ৩০/০৩/২০২১ তারিখের সারকুলারটি বাতিল করে একটি নতুন সারকুলার জারি করেছে, যা ০৩/০৪/২০২১ তারিখ হতে কার্যকর হবে। এ সারকুলার মোতাবেক একমাত্র যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সকল দেশ হতে বাংলাদেশে যাত্রী প্রবেশ নিষিদ্ধ থাকবে।

★এছাড়াও তুরস্ক, কাতার, কুয়েত, বাহরাইন, লেবানন, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, পেরু ও চিলি হতে বাংলাদেশে যাত্রী প্রবেশ নিষিদ্ধ থাকবে।

★এ সারকুলারের আওতায় যে যাত্রীরা বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন, তাদের কোভিড ১৯ ভ্যাক্সিন দেয়া থাকুক বা না থাকুক, তাদেরকে আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে বোর্ডিং করতে হবে৷ বাংলাদেশে আসার পরেও সে সনদটি বিমানবন্দরে প্রদর্শন করতে হবে৷

★বাংলাদেশে আসার পর কোন যাত্রীর মধ্যে কোভিড এর লক্ষণ দেখা গেলে তাকে সরকারী ব্যবস্থাপনায় ১৪ দিনের আইসোলেশনে প্রেরণ করা হবে। কোভিডের লক্ষণ না থাকলে যাত্রীদের কঠোরভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

★যুক্তরাজ্য ব্যতীত ইউরোপের সকল দেশ এবং আলাদাভাবে উপরে উল্লিখিত আরও ১২ টি দেশের যাত্রীরা অন্য কোন দেশ ঘুরেও বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবেন না৷

★যেসব দেশের যাত্রীরা বাংলাদেশে প্রবেশের সুযোগ পাচ্ছেন তারা তাদের যাত্রাপথে কোন দেশে ট্রানজিট করলে এবং ট্রানজিট এরিয়া হতে একবার বের হলে, আকাশযাত্রা শুরুর পুর্বে তাদের কৃত কোভিড টেস্টটি আর কার্যকর বলে বিবেচিত হবে না৷ সেক্ষেত্রে ঐ ট্রানজিট দেশ থেকে পুনরায় কোভিড টেস্ট করিয়ে ফ্লাইটে উঠতে হবে এবং বাংলাদেশে পৌছে সরকারি ব্যবস্থাপনায় বা সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচায় চারদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর কোভিড টেস্ট করে নেগেটিভ হলে তারা ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যেতে পারবেন। আবারও উল্লেখ্য যে, যেসব দেশের যাত্রীদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তারা এভাবে আসার সুযোগ পাবেন না৷

সম্মানীত যাত্রী সাধারনের দৃষ্টি আকর্ষণ করছি। ইউরোপ ব্যতীত অন্যান্য অরিজিন থেকে বাংলাদেশে আগমনে ইচ্ছুক যাত্রীদের পূর্বের ...
31/03/2021

সম্মানীত যাত্রী সাধারনের দৃষ্টি আকর্ষণ করছি। ইউরোপ ব্যতীত অন্যান্য অরিজিন থেকে বাংলাদেশে আগমনে ইচ্ছুক যাত্রীদের পূর্বের ন্যায় অবশ্যই করোনা সার্টিফিকেট সাথে রাখতে হবে(৭২ ঘন্টা)। যদি নেগেটিভ সার্টিফিকেট সাথে থাকে তাহলে সম্মানীত যাত্রীকে তার নিজস্ব বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইউরোপ থেকে আগত যে কোনো যাত্রীকে করোনা ভ্যাক্সিন বা করোনা নেগেটিভ সার্টিফিকেট সাথে থাকলেও বাধ্যতামূলক ১৪ দিনের সরকারী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে অথবা সরকার নির্দিষ্ট হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষে ইউরোপ ফেরত যাত্রীদের আবারো কোভিড ১৯ পিসিআর টেস্ট করা হবে। যাত্রীর টেস্ট রেজাল্ট নেগেটিভ আসলে তিনি নিজ বাড়িতে/গন্তব্যে চলে যাবেন।
ধন্যবাদ।

Address

H# GA-92 , Gulshan-badda Link Road , Badda , Dhaka 1212 , Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Bhutan Flight Tickets Sales Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies