The holidays suba

The holidays suba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The holidays suba, Travel Company, 1. Bata signal, Elephant Road 2. Malibag Rail gate, Dhaka.

Please  call for indian hospital  guide at Dhaka  01973488195 .
11/07/2024

Please call for indian hospital guide at Dhaka 01973488195 .

ভিয়েতনাম ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্ট ধারীদের ভিসা প্রি অ্যাপ্রুভাল প্রয়োজন ছিল। যে কারণে চাইলেই সবাই ভিয়েতনামের ভ...
13/04/2024

ভিয়েতনাম ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্ট ধারীদের ভিসা প্রি অ্যাপ্রুভাল প্রয়োজন ছিল। যে কারণে চাইলেই সবাই ভিয়েতনামের ভিসা এরেঞ্জ করতে পারত না। কিন্তু গত ১৫ ই আগস্ট ২০২৩ থেকে Vietnam eVISA Portal চালু হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই পোর্টালটি সব দেশের সকল নাগরিকের জন্য ওপেন রাখা আছে। যে কারণে শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি সংযোজন করে যে কেউ অনায়াসে এই পোর্টাল থেকে ভিসা ইস্যু করে নিতে পারেন।
তাই, এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে Visa Approval Letter নেওয়ার আর কোন প্রয়োজন নেই।

আপনি নিচের লিংক থেকে অনলাইনে eVISA আবেদন করতে পারবেন। লিংকটি ভিয়েতনাম সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং অথেনটিক।

ভিয়েতনাম ই-ভিসা Application Link
https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc

আবেদন ফিঃ
Single Entry 25 USD (3 Months)
Multiple Entry 50 USD (3 Months)

যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে ভিসা এপ্লিকেশন সাবমিট করতে।
Required Documents:
1. Passport (Scan copy)
2. Recent Photo (Scan copy)

পেমেন্ট রিসিভ করার ৩ কর্ম দিবসের মধ্যে আপনার ই-মেইলে eVISA Download link পেয়ে যাবেন। চাইলে আপনি ওয়েব সাইট থেকে ই-ভিসা যে কোন সময় ডাউনলোড করতে পারবেন।

✔️ e-visa ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।
✔️ কেউ যদি Visa Sticker/Visa Level নিতে চান তার জন্য Approval আবশ্যক। সে ক্ষেত্রে ইমিগ্রেশন অন এরাইভাল ভিসা কাউন্টার থেকে এক্সট্রা ২৫ ডলার ফি দিয়ে আপনার পাসপোর্টে ভিসা লেভেল বা স্টিকার লাগাতে পারবেন।
চাইলে আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন।

আরো তথ্যের জন্য যোগাযোগ করুন: (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, USA, UK, Australia, Canada VISA process are available
Message The holidays subaWorld on WhatsApp. https://wa.me/01
------------------------------------------------------------------------------
সহযোগিতায় :

প্রতিদিন: সকাল ১০:০০ টা - রাত ৮:০০ টা পর্যন্ত।
WhatsApp for VISA: 01973488195

01

Vietnam evisa, evisa Vietnam, Vietnam immigration, Vietnam visa, visa Vietnam, Vietnam visa for tourist

কক্সবাজারে ২ রাত ১ দিনের ট্যুর মাত্র ১৪৯৯ টাকায়।প্রতি বৃহস্পতিবারে ধামাকা অফারে সমুদ্র সৈকত কক্সবাজার, মেরিন ড্রাইভ, হিম...
14/02/2024

কক্সবাজারে ২ রাত ১ দিনের ট্যুর মাত্র ১৪৯৯ টাকায়।
প্রতি বৃহস্পতিবারে ধামাকা অফারে সমুদ্র সৈকত কক্সবাজার, মেরিন ড্রাইভ, হিমছড়ি পাহাড় ও প্যারাসেইলিং পয়েন্ট ভ্রমন, সকল খরচ সহ জনপ্রতি মাত্র ১৫০০ টাকায়।
@@ কোথায় কোথায় কি কি দেখা যাবে এই ট্যুরেঃ
# কক্সবাজার।
# কলাতলি বীচ।
# সুগন্ধ্যা বীচ।
# লাবনী বীচ।
# ঝাউবাগান।
# লাল কাকড়া বীচ।
# মেরিন ড্রাইভ।
# হিমছড়ি ঝর্ণা।
# হিমছড়ি পাহাড়।
# প্যারাসেইলিং পয়েন্ট।
@ যাত্রা শুরুঃ প্রতি বৃহস্পতিবার রাত ০৯.০০ টায় ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে।
@ যাত্রা শেষঃ শুক্রবার রাত ৯ টায় কক্সবাজার থেকে রওয়ানা হয়ে শনিবার খুব ভোরে ঢাকায় এসে পৌছাবো ইনশাআল্লাহ।

===================

@@ ট্যুর প্যাকেজ এবং ফিঃ
# প্যাকেজঃ অফার প্যাকেজ, ডে লং ট্যুর।
# সময়কালঃ ২ রাত ১ দিন।
# ট্যুর ফিঃ জনপ্রতি ১৫০০ টাকা মাত্র।
@@ ট্যুর ফি এর ভেতর যা যা থাকছেঃ
# ঢাকা-কক্সবাজার-ঢাকা যাতায়াত বাস ভাড়া (নন এসি ৪৫ সিটের ইকোনমি বাস)।
# সকাল এবং দুপুর, মোট ২ বেলার খাবার।
# ২৪ ঘন্টা শিক্ষিত, মার্জিত এবং অভিজ্ঞ গাইড সার্ভিস।

====================

@@ ট্যুর ফি এর ভেতর যা যা থাকছে নাঃ
# যাত্রা বিরতিতে খাবার খরচ।
# মেরিন ড্রাইভ, হিমছড়ি পাহাড় এবং ঝর্ণায় যাতায়াত খরচ।
# ব্যাগ রাখা ও ফ্রেশ হবার জন্য হোটেল।
# সকল প্রকার এন্ট্রি ফি ও পার্কিং খরচ।
# যে কোন ধরনের ব্যক্তিগত খরচ ও বীমা।
# প্রাকৃতিক দূর্যোগজনিত কারনে বর্ধিত খরচ।
# প্যাকেজে উল্লেখ নেই এ রকম যে কোন খরচ।

=====================

@@ খাবার মেন্যুঃ
# সকালের নাস্তাঃ পরোটা ২টি+সবজি+ডিম / ভুনা খিচুড়ি+ডিম।
# দুপুরের খাবারঃ সাদা ভাত+মাছ/মুরগী+ভর্তা/সবজি+ডাল।
@ আসন সংখ্যাঃ ৪৫ টি। বুকিং সিরিয়াল অনুযায়ী বাসের সিট বন্টন করা হবে। শেষ সময়ে বুকিং কনফার্ম করে সামনের দিকে বা মাঝামাঝি-তে সিট চেয়ে লজ্জা দেবেন না প্লিজ।
@ বুকিং এর লাস্ট ডেটঃ আসন খালি থাকা সাপেক্ষে। নির্ধারিত আসন ফিলাপ হয়ে গেলে বুকিং ক্লোজ করে দেওয়া হবে।

=====================

@@ বুকিং সিস্টেমঃ
# মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।
# আসন বুকিং এর জন্য জনপ্রতি অফেরতযোগ্য ৫০০+১০ (বিকাশ চার্জ) = ৫১০/- বিকাশ একাউন্টে অগ্রীম প্রদান করে আসন বুকিং দিতে হবে। বিকাশ নাম্বার 01
# বাকি টাকা যাত্রা শুরু হওয়ার সময় গাড়িতে বসে দিতে পারবেন।
# শিশু পলিসিঃ ০-৩ বছর বয়সী শিশু/বাচ্চাদের ক্ষেত্রে ট্যুর ফি লাগবেনা (এক্ষেত্রে বাচ্চার জন্য কোন বাসের সিট এবং খাবার প্রদান করা হবে না)। ৩-৫ বছর বা এর বেশী বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে।
# # বুকিংয়ের জন্য কল করুনঃ 01 (WhatsApp).
# # পেমেন্ট_পদ্ধতিঃ বিকাশঃ 017
যে কোন প্রয়োজনেঃ । টাকা পাঠিয়ে অবশ্যই এই নাম্বারে মেসেজ দিয়ে বা কল করে কনফার্ম হয়ে নিবেন।
# # যারা বন্ধু-বান্ধব, পরিচিত ভাই-বোনদের সাথে নিতে চান তারা নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করার মাধ্যমে সবার কাছে ট্যুরের বিষয়ে যাবতীয় তথ্য পৌছে দিতে পারেন

========================

@@ সংক্ষিপ্ত ভ্রমণ বিবরণঃ
# ১ম দিন বৃহস্পতিবারঃ রাত ৯.০০ টায় সায়েদাবাদ, ঢাকা থেকে যাত্রা শুরু।
# ২য় দিন শুক্রবারঃ সকালে কক্সবাজার পৌছে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে আমরা সমুদ্র স্নানে নেমে পরবো। সমুদ্রের শীতল জলে গোসল, দাপাদাপি শেষে ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে নেব। এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে আমরা মেরিন ড্রাইভ, হিমছড়ি পাহাড়, ঝর্ণার উদ্দেশ্যে বেড়িয়ে যাব। বিকাল থেকে সন্ধ্যা নাগাদ ঘুরে বেড়াবো। সূর্যাস্ত দেখে ফিরে এসে সন্ধ্যায় বিচের পাশে জমিয়ে আড্ডা। এরপর কিছু সময় ঘোরাফেরা এবং কেনাকাটা শেষে রাতের বাসে কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা করবো।
# ৩য় দিন শনিবারঃ ভোরে ঢাকায় পৌছে যাব ইনশাআল্লাহ।

=====================

@@ ভ্রমণের সময় যা যা সাথে রাখা উচিৎঃ
# এন আই ডি-র ফটোকপি।
# কাপলদের জন্য বিবাহের প্রমাণ স্বরুপ লিগ্যাল ডকুমেন্টস।
# মোবাইল ফোন চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
# ব্যক্তিগত ঔষধ নিতে ভুলবেন না। প্যারাসিটামল, এসিডিটির ঔষধ, ব্যাথা নাশক ঔষধ, মাইগ্রেন বা মাথা ব্যাথার ঔষধ, ওয়ানটাইম ব্যান্ডেজ ইত্যাদি সাথে রাখা যেতে পারে।
# ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ সহ প্রয়োজনীয় ইকুইপমেন্ট।

======================

এটি "THE HOLIDAYs Suba GROUP" এর একটি লাভজনক ইভেন্ট। আমাদের সাথে ছেলে-মেয়ে সবাই যেতে পারবেন। দয়া করে পুরোপুরিভাবে “ইভেন্ট ডিটেইলস” পড়ে নিবেন। যারা শিওর যাবেন তারা তাদের ওয়ালে শেয়ার দিয়ে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না । আর যারা যাবেন কিনা শিওর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন।

====================

@@ ট্যুর চলাকালীন সময়ে যে নিয়মগুলো মেনে চলা অত্যাবশ্যকঃ
# আমাদের ভ্রমণকে সুন্দর এবং প্রানবন্ত করে তোলার জন্য সময়ের দিকে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই সময় নষ্ট করা যাবে না।
# নিরাপত্তার এবং হস্পিটালিটির সুবিধার কারনে এই ট্যুরে সিঙ্গেল ছেলে/মেয়ে এবং ফ্যামিলি সহ সবাই অংশগ্রহন করতে পারবেন, সেক্ষেত্রে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাদের কাছে আমানত হিসেবে থাকবেন।
# এটি একটি গ্রুপ ট্যুর, তাই আপনার আচরণে অন্য কেউ কষ্ট পাবে এমন আচরণ করা থেকে বিরত থাকতে হবে।
# আমরা আমাদের কোন ট্যুর/ইভেন্টেই বিবাহ বহির্ভূত সর্ম্পকে জড়িত কাপল এলাউ করি না, সুতরাং যারা কাপল হিসেবে আমাদের সাথে ট্যুরে অংশগ্রহণ করবেন, তাদের অবশ্যই বিবাহের লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে।
# যেহেতু উল্লেখিত ট্যুরে সিঙ্গেল ছেলে/মেয়ে এবং ফ্যামিলি সহ সবাই অংশগ্রহন করতে পারবেন, সেহেতু ট্যুরে অংশগ্রহনকারী কোন মেয়ে ট্যুরিষ্টের সাথে অশোভন আচরণ অথবা ইভটিজিং এর মত যঘণ্য কাজে লিপ্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
# আগে বুকিং দিলে আগে সিট ভিত্তিতে সিট বন্টন করা হবে, তবে নিরাপত্তার জন্য মেয়েদের সামনের দিকের আসনে অগ্রাধীকার দেওয়া হবে। এক্ষেত্রে বাসের সিট প্লান নিয়ে দ্বিমত প্রকাশের সুযোগ নেই।
# যে কোনো যান্ত্রিক ত্রুটির জন্য অবশ্যই ধৈর্য ধারন করতে হবে।
# যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে, সর্বপরি প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
# পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
# ট্যুরে অংশগ্রহনকারী সকল ট্যুরিষ্টকেই ট্যুরের রুলস/রেগুলেশন মেনে চলার মত মানুসিকতা থাকবে হবে।
# যাদের স্টুডেন্ট/অফিস/ন্যাশনাল আইডি কার্ড আছে তারা দয়া করে কার্ড সাথে নিয়ে আসবেন এবং ট্যুর চলাকালীন সময়ে আপনার নিরাপত্তার স্বার্থে ট্যুর হোষ্টের গাইড অনুযায়ী চলবেন।
# ট্যুর চলাকালীন সময়ে বাসের সিটে বসে ধূমপান সহ সকল প্রকার নেশাজাত দ্রব্য গ্রহন/বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
# কোন ট্যুরিষ্ট যে কোন ধরনের আইন বিরোধী কর্মকান্ডে জড়িত হলে সে বিষয়ে গ্রুপ পরিচালনা পর্ষদ বিন্দুমাত্র দ্বায়ভার গ্রহন করিবেনা।
# আমরা চাই বাজেট ফ্রেন্ডলি ট্যুরে আরো অনেক বেশি মানুষ জড়িত হোক সেই সাথে নিজের দেশটাকে জানুক,নিজের মাতৃভুমিকে ভালোবাসুক।
# আমরা বাজেট ট্যুর অর্গানাইজ করলেও আপনার হয়তো মনেই হবে না এটা বাজেট ট্যুর,বাজেট ট্যুরের মধ্যেই আশা করি প্রিমিয়াম ফিল পাবেন।

=====================

@@ বিঃদ্রঃ এই ট্যুরের সকল সিদ্ধান্ত, দাপ্তরিক দায়িত্ব, গ্রুপ পরিচালনা পর্ষদের হাতে বিধায় পরিচালনা পর্ষদ গ্রুপ/প্রতিষ্ঠানের যে কোন বিষয়ে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন/পরিবর্তন/পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষন করে।
=================
# # স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট অফিস ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

=================

ভ্রমন সংক্রান্ত তথ্য ও সেবা পেতে এবং আমাদের পরবর্তী সকল ইভেন্টের আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গুরুপে এবং লাইক দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে ।
আমাদের গুরুপ লিংক:

14/02/2024
Bar -B-Q
09/02/2024

Bar -B-Q

অনেকেই জানতে চান আমাদের রিভিউ সম্পর্কে। ক্লায়েন্ট এর মুখ থেকেই শুনে নিন আমাদের ব্যাপার।ক্লাইন্টের সন্তুষ্টিই আমাদের প্রক...
03/11/2023

অনেকেই জানতে চান আমাদের রিভিউ সম্পর্কে।

ক্লায়েন্ট এর মুখ থেকেই শুনে নিন আমাদের ব্যাপার।

ক্লাইন্টের সন্তুষ্টিই আমাদের প্রকৃত সফলতা। আমাদের প্রিয় পিন্টু ভাই স্ব পরিবারে সম্প্রতি আমেরিকার B1/B2 অর্থাৎ ৫ বছর মেয়াদি মাল্টিপল টুরিস্ট ভিসা পেয়েছেন। প্রসেসিং সময় লেগেছে ২ মাস । তার অভিমতে, সে তার ধারনাতিত সময়ের চেয়েও দ্রুত ভিসা পেতে সফল হয়েছেন।

আপনি যদি আমেরিকা যেতে আগ্রহী হোন বা আমেরিকা যদি আপনার স্বপ্নের দেশ হয়ে থাকে তাহলে এই লেখাটি কেবলই আপনার জন্য। আমরা সাধারণত আমেরিকান ভিসার কথা শুনলেই ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আর চেষ্টাই করি না। অথচ বাস্তবতা হলো , অন্যান্য দেশের ভিসার তুলনায় আমেরিকান টুরিস্ট ভিসা পাওয়া টা অনেক সহজ। ভয় পাওয়ার মানসিকতা থেকে বের হয়ে আপনাকে সঠিক উপায়ে চেষ্টা করতে হবে, তাহলেই আপনার ভিসা পাওয়ার সফলতা আসবে ইনশাআল্লাহ।

🔷 সর্বপ্রথম বলে নেই আমেরিকার টুরিস্ট ভিসা আসলে কাদের জন্য? আমেরিকার টুরিস্ট ভিসা পাওয়ার যোগ্যতা কারা রাখে? এই বিষয়টি আমাদের পরিষ্কার হওয়া বেশ জরুরী। আমেরিকার মতো একটি দেশে যাওয়ার জন্য আপনার অবশ্যই পার্শ্ববর্তী এবং ভালো কিছু দেশ ট্রাভেল থাকাটা জরুরী। কোনো দেশ ট্রাভেল না করেই আপনি আমেরিকায় ঘুরতে চলে যাবেন এটির কোনো যৌক্তিকতা হতে পারে না৷ এখন প্রশ্ন হলো, তাহলে কি সাদা পাসপোর্ট অথবা শুধু ইন্ডিয়া ভিজিটে আমেরিকার ভিসা হয় না? আপনি অনেক গুলো দেশ ট্রাভেল করলেই আমেরিকার ভিসা পেয়ে যাবেন ব্যাপারটা এমন নয়, আপনাকে সঠিক পলিসিটা জানতে হবে। ক্ষেত্র বিশেষে সাদা পাসপোর্টেও আমেরিকার ভিসা হয়ে থাকে। আপনার যদি নিজ পরিবারের কেও অর্থাৎ বাবা-মা, ভাই-বোন, ছেলে মেয়ে, স্বামী-স্ত্রীর মধ্যে কেও আমেরিকাতে থাকে তাহলে আপনি সাদা পাসপোর্টেও আমেরিকার ভিসা পাবেন। এছাড়াও যাদের বয়স একটু বেশি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা ভালো তারা যদি আত্মবিশ্বাস এর সাথে ইন্টারভিউ দিতে পারে তাহলে সেসকল ব্যাক্তিরাও সাদা পাসপোর্টে আমেরিকার ভিসা পেতে পারে।

🔷 টুরিস্ট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন এর কোনো প্রয়োজন আছে কি? আমাদের উত্তর হলো না। টুরিস্ট ভিসার জন্যে ইনভাইটেশন প্রয়োজন নেই। কেও যদি আমেরিকাতে কোনো কনফারেন্স বা সেমিনার অথবা কোনো মেলায় যোগদান করতে চান সেক্ষেত্রে ইনভাইটেশন এর প্রয়োজন আছে। এছাড়া শুধুমাত্র ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ইনভাইটেশন এর কোনো প্রয়োজন নেই।

🔷 এবার আসি ডকুমেন্টস এর বিষয়ে। আমেরিকার টুরিস্ট ভিসা সম্পুর্ণ ইন্টারভিউ নির্ভর একটি ভিসা৷ আমেরিকার টুরিস্ট ভিসার জন্য ডকুমেন্টস নিয়ে চিম্তা করার কোনোই প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ যদি কিনা আপনি আমেরিকার মেডিকাল/স্টুডেন্ট/বিজনেস ভিসার জন্য এপ্লাই করে থাকেন। এসকল ভিসার ক্ষের্তে এম্বাসি আপনার কাছে নানা প্রকার ডকুমেন্টস দেখতে চেতে পারে তবে টুরিস্ট ভিসার জন্য কোনো প্রকার ডকুমেন্ট এম্বাসি সচরাচর দেখতে চায় না।

🔷 আবার অনেকেই মনে করেন আমেরিকার ভিসা কন্ট্রাক্ট এ করা যায়। ব্যাপারটা একদমই ভুল। আমেরিকার ভিসা কন্ট্রাকে হয় না, ভুলেও এই কন্ট্রাকে এ যাবেন না, কারণ আমেরিকান এম্বাসির সাথে কারও লিংক বা লবিং থাকার কোন প্রশ্নই আসে না। কেউ যদি বলে থাকে আমেরিকা এম্বাসির সাথে লিংক আছে, তার মানে তিনি আপনাকে মিথ্যা তথ্য দিচ্ছে।

🔷 এবার আপনাদের আমেরিকার টুরিস্ট ভিসা প্রসেস এর ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমেরিকান টুরিস্ট ভিসা সাধারণতো ৫ বছরের মাল্টিপোল ভিসা হয়ে থাকে অর্থাৎ ৫ বছরের মধ্যে আপনি যতবার খুশি আমেরিকায় যাতায়াত করতে পারবেন। এই ভিসাটি মূলতো ২ টা জিনিস এর উপর ভিত্তি করে হয়ে থাকে।

১. DS -160 ফর্ম অর্থাৎ এপ্লিকেশন ফর্ম এর উপর।
২. ছোট একটি ইন্টারভিউ এর উপর।

নির্ভুল ভাবে DS-160 ফর্ম ফিলাপ করে যদি আপনি আত্মবিশ্বাস এর সাথে ইন্টারভিউতে কন্সুলার অফিসারকে এটা বিশ্বাস করাতে পারেন যে আপনার আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ।

ইন্টারভিউ বাংলাদেশে সাধারণতো দুই ভাষায় হয়ে থাকে, বাংলা এবং ইংরেজী। আপনি চাইলে বাংলাতেও ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউ সাধারণতো ২ থেকে ১০ মিনিটের হয়ে থাকে। আপনি আমেরিকা যাওয়ার যোগ্য সেটা এম্বাসিকে কি করে বুঝাবেন? সেটা বুঝাবেন আপনার এপ্লিকেশন ফর্ম এর মাধ্যমে অর্থাৎ Ds-160 এর ফর্ম এর মাধ্যমে। আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে যার নাম DS-160 ফর্ম। এই এপ্লিকেশন ফর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে। তাই অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা ফর্মটি পূরণ করা উচিত। মূলত এই ফর্মটি আপনার ভিসা পাওয়ার পূর্ব শর্ত হিসাবে বিবেচিত হয়। আপনি বলতে পারেন ৭০% চান্স নির্ভর করে এই DS-160 ফর্ম এর উপর, বাকি ৩০% নির্ভর করে আপনার ইন্টারভিউ এর উপর। এই দুইটির সঠিক সফল কম্বিনেশন ই আপনার ভিসা পাওয়া চান্স নিশ্চিত করবে ইনশাআল্লাহ। বেশিরভাগ মানুষ যে ভুলটা বেশি করে থাকে সেটা হলো, DS 160 অদক্ষ কাওকে দ্বারা পূরণ করে ইন্টারভিউতে চলে যায়, এতে করে হয়তো কিছু টাকা বেঁচে যায় তবে ফলাফল হয় ভিসা রিজেকশন। আবার অনেকেই ভিসা পেয়েছেন তাঁদের থেকে ইন্টারভিউ এর গাইডলাইন নিয়ে ইন্টারভিউ ফেইস করতে চলে যায়, অথচ তার প্রোফাইল এবং উনার প্রোফাইল কিন্তু ভিন্ন। না এটা কখনই করবেন না আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী ইন্টারভিউ এর গাইডলাইন নিতে হবে। মনে রাখবেন অল্প বিদ্যাভয়ঙ্কর জিনিস। ওষুধ এর দোকানদার আপনাকে পরামর্শ দিতে পারে, কিন্তু মনে রাখবেন তিনি কিন্তু ডাক্তার না। অনেকেই বলেন ভাই DS 160 কি আসলেই এতো জটিল কিছু? যেহেতু আমেরিকার মতো একটি দেশ সারাপৃথিবী থেকে এই ফর্ম এর উপর ভিত্তি করে ভিসা ইস্যু করে থাকে তাহলে আপনি নিজেই চিন্তা করুন এই ফর্ম কতটা গুরুত্বপূর্ণ। আশাকরি উত্তর পেয়ে গেছেন। অর্থাৎ আপনি যদি ইন্টারকানটেক্টেড তথ্য দিয়ে চমৎকার ভাবে একটা কমপ্লিট DS 160 ফর্ম পুরুন করতে পারেন তাহলেই ইনশাআল্লাহ আপনি ভিসা পাবেন। কারণ ইন্টারভিউ এর আগে এই ফর্ম এর উপর স্টাডি করেই সাধারণতো আপনার ভিসা ইস্যু করে থাকে। আর ইন্টারভিউতো হয় মাত্র ২ থেকে ৫ মিনিট, এই সময় এর মধ্যে আপনাকে আর কি বা যাচাই বাঁচাই করার থাকে। তাই অদক্ষ লোক দ্বারা ফর্ম ফিলাপ করলে আপনার ভিসা হওয়ার থেকে না হওয়ার সম্ভানাই বেশি থাকে। আরও একটা জিনিস মনে রাখবেন DS-160 ফর্ম এর তথ্য এবং আপনার ইন্টারভিউ এর তথ্য এই দুই এর মধ্যে চমৎকার ও শৈল্পিক একটা মিল থাকতে হবে।

নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরী করুন, সঠিক গাইড লাইন ফলো করুন, সঠিক তথ্য দিয়ে DS-160 ফর্ম ফিলাপ করুন, ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিন ইনশাআল্লাহ আপনার ভিসা কেউ আটকাতে পারবে না।

🔷 কিছু প্রশ্ন যা ক্লাইন্ট আমাদের সচরাচর করে থাকেন, সেগুলোর উত্তর দেয়ার চেষ্টা করছি।

১. আমেরিকার ভিসার জন্য কতো টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে?

উত্তরঃ যেতেতু আমেরিকার এম্বাসি ডকুমেন্টস দেখে না তাই ব্যাংক ব্যালেন্স তেমন একটা গুরুত্বপূর্ণ নয় তবে আপনি যতটুকু টাকা আমেরিকা ঘুরে আসার জন্য প্রয়োজন ততটুকু টাকা ব্যাংকে রেখে দিতে পারেন।

২. হোটেল বুকিং, প্লেনের টিকেট বুকিং এর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা?

উত্তরঃ ভিসা পাওয়ার আগে পর্যন্ত এসব হোটেল বুকিং, প্লেনের টিকেট বুকিং এর কোনো প্রয়োজন নেই। এগুলা ভিসা পাওয়ার পর প্রয়োজন হয়।

৩. NOC/GO লাগবে কিনা?

উত্তরঃ ইন্টারভিউ এর সময় কন্সুলার অফিসার কখনই NOC/GO দেখতে চায় না তবে ইমিগ্রেশন পার হবার সময় ইমিগ্রেশন অফিসার NOC/GO দেখতে চাইতেও পারে।

৪. পিটিশন/ইমিগ্রেন্ট ফাইল এপ্লাই করা থাকলে টুরিস্ট ভিসায় এপ্লাই করা যায় কিনা?

উত্তরঃ অবশ্যই এপ্লাই করা যায়। একটি ইমিগ্রেন্ট ফাইল প্রসেস হতে ১০-১৫ বছর এর মতো সময় লাগে, এর মধ্যে আপনি চাইলে টুরিস্ট ভিসা নিয়ে ঘুরে আসতে পারেন।

৫. এপ্লাই করলে ইন্টারভিউ ডেট কবে পাওয়া যাবে?

উত্তরঃ বর্তমানে আমেরিকার টুরিস্ট ভিসার ইন্টারভিউ ডেট প্রায় ১ বছর পর পাওয়া যাচ্ছে। আমরা রিশিডিউল করে ইন্টারভিউ ডেট ৪ মাসের মধ্যে করে দিয়ে থাকি।

আরও অনেক প্রশ্ন থাকে যার সব উত্তর দেয়া পোস্টে সম্ভব নয়।

আমেরিকার টুরিস্ট ভিসার এম্বাসি ফী ১৮৫$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে আসে ২০,৭২০ টাকা। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দিতে হয়। এম্বাসি ফী জমা দিয়ে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডেট নিতে হবে।

🔷 এম্বাসি ফী জমা দেয়ার জন্য যা যা প্রয়োজন।
১. পাসপোর্টের স্কেন কপি
২. ১টি ফোন নাম্বার
৩. ১টি ইমেইল আইডি

🔷 এপ্লিকেশন করার জন্য যা যা প্রয়োজন

১. ছবি ২×২ সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড (ল্যাব কপি)
২. আপনার মা -বাবার তথ্য
৩. আপনার শিক্ষাগত সকল তথ্য
৪. আমেরিকায় যদি আপনার পরিচিত কেও থেকে থাকে তার তথ্য।
৫. স্বামী বা স্ত্রীর তথ্য
৬. ব্যবসা/চাকরি জনিত সকল তথ্য
৭. পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি
৮. কোনো সংস্থায় জড়িত থাকলে সেই সংস্থার নাম

🔷 আমরা আপনাকে যে সকল সেবা দিয়ে থাকবোঃ

১. আপনার DS-160 ফর্ম সঠিক ও চমৎকার ভাবে পূরণ করে দিবো।
২. আপনার ইন্টারভিউ ডেট রিশিডিউল এর মাধ্যমে এগিয়ে নিয়ে আসবো।
২. আপনাকে ইন্টারভিউ এর সম্পুর্ণ গাইডলাইন দিয়ে দিবো।
৩. ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা আমরা গুছিয়ে দিবো।

🔷 আমরা আমেরিকার যেসব ভিসা প্রসেসিং করে থাকিঃ

১. ভিজিট ভিসা (B1/B2)
২. বিজনেস ভিসা (B1)
৩. ড্রপ বক্সের মাধ্যমে ভিসা রিনিউ।

📞 01886-588195 (whats app)
📞 01973488195 (whats app)

খুব দ্রুত রেসপন্স পেতে সরাসরি ফোন করুন অথবা whatsapp এ knock করুন।

📧 Mail: [email protected]

 # # # স্বল্প খর‌চে ঘু‌রে আসুন প্রা‌চ্যের স্কটল‌্যান্ড হি‌সে‌বে প্রশং‌সিত শিলং সি‌টি মেঘালয়  হ‌তে। আমাদের নিয়মিত ট্যুর প...
16/05/2023

# # # স্বল্প খর‌চে ঘু‌রে আসুন প্রা‌চ্যের স্কটল‌্যান্ড হি‌সে‌বে প্রশং‌সিত শিলং সি‌টি মেঘালয় হ‌তে।
আমাদের নিয়মিত ট্যুর প্রতি বৃহস্পতিবার রাত্রী ১০ (ঢাকা-শিলং)
প্রতি সোমবার সকাল ০৮:০০ (শিলং-ঢাকা)
এছাড়াও যদি বড় ধরনের গ্রুপ হয় তাহলে কাস্টমাইজড সময়ে ট্যুর প্লান করা হয় ।
May, June and July 23 Group Tour List.
২৫-২৯ মে ২৩ ইং
০১-০৫ জুন ২৩ ইং
০৮-১২ জুন২৩ ইং
১৫-১৯ জুন ২৩ ইং
২২-২৬ জুন ২৩ ইং
২৯ জুন -০৩ জুলাই ২৩ ইং
৩০ জুন -০৪ জুলাই ২৩ ইং(ঈদ স্পেশাল)
০৬-১০ জুলাই ২৩ ইং
১৩-১৭ জুলাই ২৩ ইং
২০-২৪ জুলাই ২৩ ইং
২৭-৩১ জুলাই ২৩ ইং
ট্যুর প্লানঃ
০০ দিন রাত্রী ১০:০০ টায় ঢাকা হতে রওনা করে সকালে তামাবিল বর্ডার পৌছাবে ।
১ম দিনঃ
** Sonang Padeng
** ডাওকি/Umngot River
** লিভিং রুট ব্রিজ/Living Root Bridge.
** মওলিনং ভিলেইজ/Mawlynnong Village (Cleanest City in Asia))
** বরহিল ওয়ারটার ফলস/Borhill Water Falls
** উমক্রেম ফলস/Umcrem Falls
২য় দিনঃ
** লাইটলুম ক্যানিয়ন/Litelum canyon
** ওয়াটস লেক/Watts Lake
** উমিয়াম লেক/Umiam Lake (সময় সাপেক্ষে)
** Donbosco Museum, RobindhoSoroni, Modina Mosjid and Golf club
** শিলং সিটি
৩য় দিনঃ
** এলিফ্যান্ট ফলস/Elephant Waterfall.
** সেভেন সিস্টার ওয়াটার ফলস/Seven Sisters Water Falls.
** চেরাপুঞ্জি ইকো পার্ক/Cherrapunjee Eco Park.
** নোয়াকালিকাই ফলস/Noakalikai Falls.
** আরোয়া গুহা অথবা মোসোমাই গুহা-Arwa Cave/Mowsumi Cave.
** শিলং ভিউ পয়েন্ট/Shillong View Point.
** রামকৃষ্ণ মিশন/Ramakrishna Mission.
৪র্থ দিনঃ
Shillong To Dhaka
#বি_দ্রঃ উল্লেখিত ছাড়াও আরো অনেক ঝর্না দেখা মিলবে। মেঘালয় ঝর্নার রাজধানী বলে কথা, একটু তো বেশি হওয়া চাই ই চাই!
প্যাকেজ -০১= ২১,৫০০/- (Premium Package) এক রু‌মে ০২ জন ।
প্যাকেজ-০২= ১৭,৫০০/- ( Deluxe Package) এক রু‌মে ০২ জন ।
প্যাকেজ-০৩= ১৫,০০০/- (Standard Package) এক রু‌মে ০২ জন ।
বুকিং মানিঃ ৮০০০/= টাকা,
*প্যাকেজে যা থাকছে *
১) ঢাকা-তামাবিল-ঢাকা এসি বাস সার্ভিস
২) ০৩ রাত হোটেল (এক রুম এ ০২ জন) ।
৩) Sightseeing (ঘোরাঘুরি) ট্রান্সপোট খরচ
৪) তিন বেলা খাবার (প্রথম দিন সকাল থেকে খাবার শুরু হবে এবং ফেরার দিন দুপুর পর্যন্ত খাবার প্যাকেজে অন্তভূক্ত)
৫) বর্ডার খরচ।
৬) এন্ট্রি ফি
প্যাকেজে এ যা অন্তর্ভুক্ত নয়ঃ
-বাসের মধ্যবিরতিতে খাবার খরচ।
-ব্যক্তিগত খরচ (লন্ড্রী, টেলিফোন বিল, মিনারেল ওয়াটার, যে কোনো ধরেনর হার্ড ডিংকস)
-ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিয়ং, এক্সট্রা জীপ ভাড়া
-প্রাকৃিতক দুর্যোগের কারনে যদি কোনো খরচ বেড়ে যায়।
-পোর্ট এড এর খরচ
-টুরে অন্তর্ভুক্ত নয় এমন কোনো খরচ।
-ট্রাভেল ট্যাক্স
- রাইড ফি
শর্ত প্রযোজ‌্য
Tour Package Booking এর জন্য যোগাযোগ করুন
01886-588195
Call/WhatsApp
Conditions Apply**

16/05/2023

মাত্র ১০,৯৯৯ রুপিতে ঘুরে আসুন ঢাকা থেকে বরফ রাজ্য সিকিমে 🔥

☎️ বিস্তারিত কথা বলতে,
+880 1886-588195
Call/WhatsApp

একজন বাংলাদেশী পরিচালিত গ্যাংটকে একমাত্র হোটেল
Sukhim Guest House,Gangtok,Sikkim -থেকে আপনাদের জন্য এই আয়োজন।

Join Our Sikkim Travelling Group
Travelers of Sikkim

⛔ গাড়ির সামনে-পিছনে বসা নিয়ে সমস্যা।রুম শেয়ারিং সমস্যা। অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে পারেন না।
তাহলে আপনার প্রতি অনুরোধ এই ট্যুর আপনার জন্য নয়।
রোড ব্লক বা পার্মিশন ইস্যু এর জন্য কোন স্পটে ট্যুর করতে না পারলে এ-নিয়ে কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

🔲 অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ট্যুরিস্ট ভিসা থাকতে হবে।
✅ অন্য বর্ডার হলে চ্যাংড়াবান্ধা বর্ডারে এসে জয়েন করতে পারবেন, চ্যাংড়াবান্ধা টীমের সাথে টাইমিং মিলিয়ে।

☃️ মে মাসের ইভেন্ট:
💰 ইভেন্ট ফিঃ
সিঙ্গেলঃ ১১,০০০ রুপি।
কাঁপলঃ ১২,০০০×২=২৪,০০০ রুপি।
(সিঙ্গেল ছেলে/মেয়ে/কাঁপল/পরিবার সবাই জয়েন করতে পারবেন)

🔲 শিশু পলিসিঃ
৫ বছর ফুল পেমেন্ট।
৫ বছর এর নিচে আলোচনা সাপেক্ষে।
=========================
✅ মে মাসের ট্যুর সমূহঃ

ঢাকা থেকে রওয়ানাঃ ২৫/০৫/২৩ইং
গ্যাংটক থেকে রওয়ানাঃ ৩০/০৫/২৩ইং

✅ জুন মাসের ট্যুর সমূহঃ


ঢাকা থেকে রওয়ানাঃ ০১/০৬/২৩ইং
গ্যাংটক থেকে রওয়ানাঃ ০৬/০৬/২৩ইং


ঢাকা থেকে রওয়ানাঃ ০৮/০৬/২৩ইং
গ্যাংটক থেকে রওয়ানাঃ ১৩/০৬/২৩ইং


ঢাকা থেকে রওয়ানাঃ ১৫/০৬/২৩ইং
গ্যাংটক থেকে রওয়ানাঃ ২০/০৬/২৩ইং

🎯 ২/৩/৪/৫/৬++ জন হলে যে-কোন দিনেই ট্যুর করতে পারেন। প্রাইস কতজন হবেন এবং কবে আসবেন তার উপর নির্ধারণ হবে।

🔲 শুধুমাত্র বাংলাদেশী ট্যুরিস্টদের জন্য,

🚍 ইকোনমি এসি বাস এড করলে জনপ্রতি ৮২০টাকা বৃদ্ধি পাবে।

⛄ বুকিং কনফার্ম এর জন্য জনপ্রতি
৫,০৫০টাকা প্রদান করতে হবে।
৫,০৫০টাকা= ৩,৬০০রুপি।
Send Money bKash/Nagad, (খরচ লাগবে না)


✅ বাকি পেমেন্ট ইন্ডিয়া পোঁছে প্রদান
করবেন,
▪️সিঙেল- ৭,৪০০রুপি।
▪️কাপল- ৮,৪০০×২=১৬,৮০০রুপি।

🔲 সম্ভাব্য ট্যুর প্ল্যানঃ
১১,০০০ রুপি থেকে শুরু,এটি একটি বাজেট ট্যুর।
🌙১ম রাতঃ
ঢাকা (টেকনিক্যাল) থেকে নন এসি বাসে চ্যাংড়াবান্ধার উদ্দেশ্যে রওয়ানা।

🌅 ১ম দিনঃ
বর্ডার ফর্মালিটিজ পূরণ করে নির্দিষ্ট গাড়ি (বাস)করে রংপো চেকপোস্ট পৌঁছে, রংপো থেকে পারমিশন নিয়ে রওয়ানা হব গ্যাংটকের উদ্দেশ্যে। যাত্রা পথে কিছু ভিউ পয়েন্ট দেখেতে-দেখতে পৌছাবো গ্যাংটক। গ্যাংটক পৌছে হোটেল চেক-ইন করে এমজি মার্জের আশে-পাশে হেটে ঘুরে বা আড্ডায় সময় কাটাবো, আড্ডা শেষে হোটেলে চলে আসবো খাওয়া-দাওয়া তারপর ঘুম।

🍱খাবারঃ
ইন্ডিয়া সাইডে দুপুর এবং রাতের খাবার।

🌅 ২য় দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ৯টায় চলে যাবো বরফে আচ্ছাদিত ছাঙ্গু লেক।ছাঙ্গু লেক ঘুরে, দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর আসে পাশে ঘুরাঘুরি,আড্ডা ও গল্পে সময় কাটাব।

🚫যদি কোন সমস্যা বা কোন কারনে ছাঙ্গু লেক পারমিশন না মিলে তাহলে গ্যাংটক সিটি ট্যুর করব এবং রাতে গ্যাংটক থাকবো।

🍱খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।

🌅 ৩য় দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের রিজার্ভ করা গাড়ী নিয়ে ১০.৩০টায় রওনা হবো লাচুং এর উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে-দেখতে লাচুং পৌছাবো প্রায় বিকাল/সন্ধায়, যাত্রা পথে লাঞ্চ করে নিব। যাত্রা পথে দেখবোঃ নাগা ফলস, তিস্তা ড্যাম ইত্যাদি দেখে লাচুং চলে যাবো। লাচুং পৌছে হোটেল চেক-ইন করে সবাই আড্ডায়/নিজেদের মত সময় কাটাবো এবং রাতের খাবার খেয়ে ঘুম।

🍱খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।

🌅 ৪র্থ দিনঃ
ভোর সকাল ৬টায়, ঘুম থেকে উঠে ইয়াম্থাং ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দুপুর পর্যন্ত ইয়াম্থাং ভ্যালি এবং ০ পয়েন্টে বরফের সাথে খেলাধুলা করে সময় কাটিয়ে লাঞ্চ করে আবার গ্যাংটক ব্যাক করবো এবং রাতে গ্যাংটক থাকবো।

🚫 ০ পয়েন্ট/কাটাও প্যাকেজে ইনক্লুড থাকবে না,
(এক্সট্রা চার্জ সাপেক্ষে যেতে হবে)।

🍱খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।

🌅 ৫ম দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ৬টায় গ্যাংটক থেকে চ্যাংড়াবান্ধা পৌঁছে বর্ডার পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

🍱খাবারঃ
সকাল এর নাস্তা (প্যাকিং) এবং দুপুরের খাবার।

✅ খাবার বিস্তারিতঃ
🔲 সকালঃ
পুরি+সবজি।
অথবা,ব্রেড+ অমলেট/জ্যাম।
অথবা, প্যাকিং খাবার।

🔲 দুপুর/রাতঃ সেট মেনু,
✅ চিকেন/ফিস/ডিম কারী +ভাত+সবজি+পাপর+ডাল+লংকা+পেয়াজ।
🟢লাচুংয়ে ভেজ এবং ডিম থালি।

🔥 ১টি স্পেশাল ব্যুফে ডিনার ❤️

⛔ সিকিমের খাবারের স্বাদ বাংলাদেশ থেকে অনেকটাই ভিন্ন এবং হালাল চিকেন পাওয়া দুঃষ্কর তবে আমাদের চেষ্টা থাকবে সাধ্যমত ভাল খাবারের আয়োজন রাখা।

HOTEL:
🔲GANGTOK:
Sukhim Guest House
OR SIMILAR.
🔲 LACHUNG:
LACHUNG STANDARD.

📣বাংলাদেশীদের সিকিম পারমিট এর জন্য, মোট ৫ সেটঃ
▪️পাসপোর্ট কপি।
▪️ভিসা কপি।
▪️পাসপোর্ট সাইজ ছবি।

✅ যা যা থাকছেঃ
🔲 ঢাকা-চ্যাংড়াবান্দা-সিকিম-গ্যাংটক-ছাঙ্গু লেক-গ্যাংটক-লাচুং-
ইয়ামথাং-গ্যাংটক-
চ্যাংড়াবান্দা-ঢাকা।
-সকল ট্রান্সপোর্ট(ননএসি বাস/নন-এসি জীপ/( বাস বর্ডার-গ্যাংটক- বর্ডার)।
-১ জীপ ৮ জন/সীট ক্যাপাসিটি অনুযায়ী।
🔲 শেয়ার বেসিস হোটেলে থাকা।
গ্যাংটক ৩রাত এবং লাচুং ১রাত।
🔲 ০ পয়েন্ট ভ্রমণ (পার্মিশন সাপেক্ষে)।
🔲 সাঙ্গুলেক অথবা গ্যাংটক সিটি ট্যুর।
🔲 প্যাকেজে উল্লেখিত খাবার।
🔲 লাচুং এবং সাঙ্গু লেক পারমিশন ফি।
🔲 লোকাল গাইড ফি (লাচুং এবং ছাঙ্গু) (চেকপোস্ট ফর্মালিটিস এর জন্য)।

🚫 যা যা থাকছে না
🔲 কোন পার্কিং/এন্ট্রি ফি।
🔲 ০ পয়েন্ট।
🔲 প্যাকেজে উল্লেখ নেই/অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বৃদ্ধিপ্রাপ্ত এমন কোন খরচ।

Please call 01886-588195
24/04/2023

Please call 01886-588195

Please  call WHATSAPP 01886-588195 Don't worry.
04/04/2023

Please call WHATSAPP 01886-588195

Don't worry.

04/04/2023

? VISA ?

DON'T WORRY

PLEASE CALL

WHATSAPP 01886-588195 .

Visa after payment

01/03/2023

UAE ( Dubia) Multiple 5 years entry visa .

Within 2/3 days

Please contact 01886-588195

100% sure, no visa no fee

5 years Multiple  entry Visa ,UAEPlease  📞 call 01886-588195 within 1 or 2 days.
23/02/2023

5 years Multiple entry Visa ,UAE
Please 📞 call 01886-588195
within 1 or 2 days.

13/12/2022

in USA
Without IELTS/ GRE / GMAT
Admission is open for February 2023 intake
𝐈𝐬 𝐣𝐮𝐬𝐭 𝐚 𝐜𝐚𝐥𝐥 𝐚𝐰𝐚𝐲 +880 1886-588195
(WhatsApp)
Best public and private Universities
Course: Diploma, Bachelor & Masters
Why study in the USA?
# Tuition fee after visa
# Scholarship Available
# Study Gap Accepted
# Public & Private University Available
# 5 Years Multiple Visa
# Easy way to Green Card
# Spouse full-time Job opportunity
# Job opportunity
We provide you:
# Service charge after visa
# Full guidance in SOP and visa application submission
# Application with quick I20 process & submission.
# Travel & Accommodation arrangements.
# Guidance for obtaining Scholarships.
# Complete Visa application guidance.
# Pre-Departure briefing.

Please send your document following email
Email: [email protected]

Our Office Address: Marul Badda, (near U lup) gulshan,

আপনি কি INDIA যেতে চাচ্ছেন ঘুরার জন্য বা চিকিৎসার জন্য ??ভিসা প্রসেসিং,ডাক্তারের এপয়েনমেন্ট,ট্রেনের এবং বিমানের টিকিট পা...
27/11/2022

আপনি কি INDIA যেতে চাচ্ছেন ঘুরার জন্য বা চিকিৎসার জন্য ??

ভিসা প্রসেসিং,ডাক্তারের এপয়েনমেন্ট,ট্রেনের এবং বিমানের টিকিট পাওয়া নিয়ে চিন্তিত ???আপনাকে আমরা দিচ্ছি ONE STOP SERVING

আমাদের কাছ থেকে আপনি পাবেন, ভারতের সকল হাসপাতালের ডাক্তারেরর এপয়েনমেন্ট

=====================================
আমরা আপনাকে দিচ্ছি বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরীন #ট্রেনেরএবংবিমানের_টিকিট (ALL INDIA)। খুব অল্প সময়ে এবং খুব কম খরচে আমাদের কাছ থেকে ইন্ডিয়ান রেলের এবং বিমানের টিকিট করতে পারবেন। কনফার্ম টিকিট পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
==========================================
টিকিট এবং এপয়েনমেন্ট পাওয়ার জন্য আমাদের অফিসে আসার প্রয়োজন নাই। আপনি বাংলাদেশের যে কোন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে টিকিট নিতে পারবেন।
===========================================
যোগাযোগের ঠিকানা🏠 :

THE HOLIDAYS SUBA

🌍
Contact:
📞 +880 1886-588195

-    সাজেক ট্যুর  -  The holidays suba গ্রুপ  থেকে  ১৫ ডিসেম্বর  রাতে   আমরা যাচ্ছি  মেঘের  দেশ সাজেকে , ২ দিন ৩ রাতের ট...
27/11/2022

- সাজেক ট্যুর -

The holidays suba গ্রুপ থেকে ১৫ ডিসেম্বর রাতে আমরা যাচ্ছি মেঘের দেশ সাজেকে , ২ দিন ৩ রাতের ট্যুর -

★ আপনিও যেতে পারেন আমাদের সাথে ★

# শীতের শুরুতে এখনি সাজেকে মেঘ দেখার ভালো সময়

**Tour Start : 15.12.2022 ... 10 Pm
**Tour End : 17.12.2022 ... 5Am

★ এবার আমরা থাকবো রিসোর্টে

*এই রিসোর্টে গুলোতে ৮ টি কটেজ আছে যারা আগে বুক করে তারাই পাবেন - এর পরে আমরা অন্য রুম নিবো -

★ পোস্টের ছবিটি -রিসোর্টের

Contact : +880 1886-588195

★ Join with US ......
Enjoy your tour With The holidays suba

😱🔥 ২ ডিসেম্বর  শুক্রবার ছুটির দিনে মাত্র ৯৯৯ টাকায় সিলেটের ভোলাগঞ্জ-রাতারগুলসহ ৪ টি স্পট ভ্রমণ সামিট ট্যুর বিডির সাথে ট্...
27/11/2022

😱🔥 ২ ডিসেম্বর শুক্রবার ছুটির দিনে মাত্র ৯৯৯ টাকায় সিলেটের ভোলাগঞ্জ-রাতারগুলসহ ৪ টি স্পট ভ্রমণ সামিট ট্যুর বিডির সাথে

ট্যুর সংক্রান্ত যেকোনো বিষয়ের জন্য সরাসরি কল করুন অথবা আমাদের অফিসে সরাসরি ভিজিট করুন।

যোগাযোগ-
+880 1886-588195

আমাদের অফিসঃ Elephant Road,

-----যাত্রা শুরু হবে:
15 ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০.০০ টায় সায়েদাবাদ হুযুরবাড়ি গেইট থেকে।

---ফেরার সময়:
২ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টায় সিলেট শহর থেকে। ৩ ডিসেম্বর শনিবার ভোর ৫ টার মধ্যেই ইনশাআল্লাহ ঢাকায় থাকবো।

ইভেন্ট ফিঃ 1200 টাকা
বুকিং মানি 1000 টাকা (জনপ্রতি)

বুকিং করতে>> বিকাশ/নগদ:
01886588193

⭕বুকিং করার শেষ তারিখ: সিট খালি থাকা সাপেক্ষে।

⭕আমাদের অফিসঃ

⭕মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয়।

⭕বুকিং ফি অফেরৎযোগ্য।

যা যা দেখবোঃ
🌴 ভোলাগঞ্জ সাদা পাথর
🌴 মালিনীছড়া চা বাগান
🌴 রাতারগুল সোয়াম্প ফরেস্ট
🌴 হযরত শাহ জালাল রাঃ মাজার

যা যা থাকছেঃ
😯 ঢাকা - সিলেট- ঢাকা নন এসি চেয়ারকোচ বাসে যাওয়া-আসা।
😯সকালের নাস্তা
😮দুপুরের খাবার
😮অভিজ্ঞ গাইড ফি।

-----খাবার তালিকা:

🌾 সকালের নাস্তা: খিচুড়ী
🌾 দুপুরের খাবার: চিকেন, ভর্তা, সবজি, ডাল, ভাত

যা যা থাকছে নাঃ
❌ লোকাল ট্রান্সপোর্ট, বোট ও স্পটের এন্ট্রি ফি।


🏃‍♂️ কম খরচে দেশের জেলা ভ্রমণে আমরা অঙ্গীকারবদ্ধ।

27/11/2022

Coxbazar Hotel 🏨

Dec 22
■■■□□□■■■
Room Tariif :
□□□□□□□□□
■Premier Double
(Couple)
●Person : 2
☆Non Ac : 1800
☆ Ac : 2500
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
■Premier Twin
● Person :3 -4
☆Non Ac : 2500
☆Ac : 3000
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
■Executive Family Suit
●Person : 6 -9
☆Non Ac : 5000
☆Ac : 6000
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
■ Royal Family
■ Suit
●Person :8 - 11
☆ Non Ac : 6000
☆Ac : 7000
▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎▪︎
■ The HOLIDAY suba
+880 1886-588195

27/11/2022

মাত্র 1800,টাকায় স্বপ্নের পদ্মা সেতু হয়ে কুয়াকাটা ট্যুর।

যাত্রা শুরুঃ ১৫ই ডীসেম্বর, বৃহস্পতিবার, রাত ৯.৩০ টায় সায়েদাবাদ, ঢাকা থেকে।
যাত্রা শেষঃ ১৭ই ডীসেম্বর, শনিবার, সকাল ৬ টা, সায়েদাবাদ, ঢাকায়।

★ একনজরে কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো-
✔ কুয়াকাটা বৌদ্ধ মন্দির ✔ ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকা ✔ কুয়াকাটার কুয়া
✔ কুয়াকাটা জাতীয় উদ্যান ✔ কাউয়ার চর ✔ চর গঙ্গামতী ✔ ঝাউ বন ✔ লাল কাঁকড়ার চর ✔ রূপালী দ্বীপ ✔ বৌদ্ধ বিহার ✔ মিষ্টি পানির কূপ ✔ রাখাইন পল্লী ✔ বার্মিজ মার্কেট
✔ শুঁটকি পল্লী ✔ ঝিনুক বীচ ✔ লেবুর চর ✔ তিন নদীর মোহনা ✔ সুন্দরবনের পূর্বাংশ (ফাতরার বন) ✔ স্বপ্ন রাজ্য ✔ পাখি মারা পানি যাদু ঘর।

বুকিং
বুকিং মানি : ১০০০ টাকা। বিকাশ,

The holidays suba

+880 1886-588195

Address

1. Bata Signal, Elephant Road 2. Malibag Rail Gate
Dhaka

Telephone

+8801886588195

Website

Alerts

Be the first to know and let us send you an email when The holidays suba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The holidays suba:

Share

Category


Other Travel Companies in Dhaka

Show All