07/02/2023
ইতালি স্পনসর & এগ্রিকালচার ভিসা Contact: Mr Tanjid +39 389 128 1869
বর্তমান বিশ্বে ইউরোপ মানুষের জন্য বিস্তৃত করে দিচ্ছে উন্নত জীবন যাপনের সুযোগ। তাই বর্তমানে তরুন প্রজন্মের প্রথম পছন্দ ইউরোপ কান্ট্রি। শিক্ষা, চাকরী এবং আয়ের দিক থেকে ইউরোপের শেনজেন কান্ট্রি গুলোর তুলনা হয় না কারন এক ভিসায় ২৬টা দেশ ভ্রমনের সুযোগ এই ইউরোপীয় ইউনিয়নের শেনজেনভুক্ত দেশগুলোতেই কেবল পাওয়া যায়। ইউরোপের এই দেশগুলোর মধ্যে অন্যতম হল ইতালি।
যাদের অনেকদিনের স্বপ্ন পরিবার ও প্রিয়জনদের নিয়ে পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্র ইতালিতে পাড়ি জমানোর তাদের জন্য ইতালির গেজেট ও ফ্লুসি আবেদন যেন এই অনিশ্চিত স্বপ্নে অনেকখানি আশার আলো!
সাধারণত ডিক্রিটো ফ্লুসি হলো কোটার ভিত্তিতে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট প্রদানের একটি ব্যবস্থা! ২০২৩ সালে ইতালি প্রায় ৮৬ হাজার কর্মীদের সিজনাল - নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করবে। তাই এবছর সকলের জন্যই এটি একটি সুবর্ণ সুযোগ।
কিন্তু আপনাদের এই স্বপ্নকে পুঁজি করে নানা ধরনের দালাল চক্র ওৎ পেতে বসে আছে। তাই দিনশেষে নিজের ও পরিবারের শেষ সম্বলটুকু প্রতারনার ফাঁদে হারাতে না চাইলে খুব সাবধানে যাচাই বাছাই করে আপনাকে সঠিক প্ল্যাটফর্মটি খুঁজে নিতে হবে। আর এজন্য আমরা হতে পারি আপনার এক বিশ্বস্ত সঙ্গী।
এইবার বলি ইতালির ভিসা আবেদন প্রসঙ্গে আপনাদের কিছু সাধারণ প্রশ্ন ও তার উত্তর
১. ইতালি ভিসার আবেদন করতে কতো টাকা লাগে ?
উত্তর:- ইতালি ভিসার আবেদন করতে ১৬ ইউরো লাগে । যা বাংলাদেশের টাকায় ১৯০০ টাকা প্রায়।
২. তাহলে অনেকে ৫০-৬০ বা ১লাখ টাকা নিচ্ছে কেন?
উত্তর: আবেদন করতে মূলতো ১৬ ইউরো লাগে । কিন্তু আবেদন খরচ ও একজন উকিল ধরে আবেদন করতে তাকে খরচ দিতে হয় । এবং মালিক এর সাথে ৮-১০ হাজার ইউরো কন্টাক্ট করে নিতে হয় তাই সকল প্রসেসিং মিলিয়ে এজেন্সি ভেদে খরচের তারতম্য হয়।
২. আবেদন করলেই কি ভিসা হবে?
উত্তর: না আবেদন করলেই ভিসা হবে না। ঠিকঠাক আবেদন করলে ভিসা হওয়ার চান্স ৫০/৫০
৪. আবেদন করতে কি কি কাগজ লাগে? মূল পাসপোর্ট কি জমা দেওয়া লাগবে?
উত্তর:- আবেদন করতে আপনার পাসপোর্ট এর কপি লাগে যার মেয়াদ ১৮ এর মতো হলে ভালো হয় ।
না মূল পাসপোর্ট এর দরকার নেই । আপনার কাগজ বা নুলুস্তা হয়ে গেলে এমব্যাসি তে নিজে গিয়ে মূল পাসপোর্ট জমা দিতে হয় ।
৫. ইতালি ভিসা জন্য নিজে আবেদন করলে ভিসা পাবো? বা কোনো Agency থেকে করলে পাবো?
উত্তর: নিজে আবেদন করলে ভিসা পাওয়ার চান্স খুবই কম। তবে Agency ধরে করলে হতে পারে যদি ওই Agency আপনার সাথে কন্টাক্ট করে ইতালি কোনো ভালো মালিক এর সাথে কন্টাক্ট করে তা হলে ভিসা হয়ে যাবার চান্স থাকে।
তা ছাড়া বাংলাদেশে থেকে নিজে আবেদন করলে কখনো ভিসা হয় না।
৬. অন্য কোন উপায়?
উত্তর:- যদি আপনাদের কোন আত্মীয় স্বজন ইতালি তে থাকে তার মাধ্যমে ইতালি থেকে ভালো মালিক ধরে আবেদন করান । অথবা কোনো সরকার অনুমোদিত Agency এবং তাদের RL Number যাচাই করে নির্দিষ্ট টাকার কন্টাক্ট করে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আমাদের বেছে নিতে পারেন।
আমরা আমাদের অভিজ্ঞতা ও এক্সপার্টিজ দিয়ে শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে যাবো আপনার ভিসা কনফার্মেশন এর জন্য। আর বাকিটা আপনার ভাগ্য ও সৃষ্টিকর্তার হাতে ।
অনলাইনে Facebook/Youtube এ বিভিন্ন লোকজনের কথা শুনে ভুলপথে যাবেন না। টাকা পয়সা লেনদেনের আগে যাচাই বাছাই করে নিন। সঠিক তথ্য জানুন। সঠিক সিদ্ধান্ত নিন।
Expected Visa Processing Time:
স্পনসর ভিসা: ৮-১৪ মাস
এগ্রিকালচার ভিসা: ১০-১২ মাস
আবেদনের শেষ তারিখ:
27 March 2023 (First come first serve, possibility high early application)
প্রয়োজনীয় ডকুমেন্টস:
1. পাসপোর্টের ফটোকপি
2. Photo
3. NID কার্ডের ফটোকপি
Proof of Application:
Application submission receipt from Italy Ministry.
Contact: Mr Tanjid +39 389 128 1869