Green Bridge BD

Green Bridge BD Is a private multi-disciplinary business and support center, Student Consulting, Internship and Work

Permanently closed.

Green Bridge BD is a private, multi-disciplinary business and support centre, providing student consulting and education services, internship and work management (both at home and abroad), product export and import facilitation, information and communication technology development, inbound and outbound travel management, utilizing an highly competent and qualified team of professionals. We are com

mitted to dynamic growth and service excellence built upon our high degree of trust and professionalism. Mission: Our mission is to support individuals and businesses to achieve their aims through superior customer service, quality and commitment. Vision: To be one of the world's most client-focussed companies, where people receive the best service and products tailored to their desires.

08/02/2022

১. বর্তমানের করোনা ভাইরাস আর আগের মত শক্তিশালী নেই। ফলে বহু মানুষের করোনা হলেও হাসপাতালে ভর্তি বা মারা যাবার সম্ভাবনা খুব কম। তাইতো ইউরোপের অনেক দেশ করোনা ভাইরাসের বাধা নিষেধ তুলে নিচ্ছে। ইতিমধ্যেই ডেনমার্ক এবং নরওয়ে তাদের অনেক বাধা নিষেধ তুলে নিয়েছে এই সপ্তাহেই। আর সুইডেন সরকার অফিসিয়ালী ঘোষনা দিয়েছে যে , অনেকগুলি বাধা নিষেধ তুলে নেয়া হবে ৯ ফেব্রুয়ারি থেকে। এর মধ্যে বাসা থেকে কাজ করা , যানবাহনে মাস্ক পরা , ডিসট্যান্স এ পড়ালেখা ইত্যাদির আর তেমন প্রয়োজন হবে না। ফলে আগের মত স্বাভাবিক ভাবেই মানুষ জীবন যাপন করতে পারবে।
এছাড়া ১ এপ্রিল থেকে মোটামুটি সকল বাধা নিষেধ তুলে নেয়া হতে পারে। '
অর্থাৎ যারা সামনের সেমিস্টারে ভর্তি আবেদন করেছেন , প্রায় সব ইউনিভার্সিটি ক্যাম্পাসভিত্তিক পড়ালেখা শুরু করবে। তাই ডিসট্যান্স পড়ালেখা আর ভিসা জটিলতা আর থাকবে না আশাকরি।

২. Jönköping University, KTH Kungliga tekniska högskolan, Linnaeus University, Lund University এবং
Umeå University. এই ৫ টি ইউনিভার্সিটি তে ২ বছরের প্রোগ্রামে ভর্তি হলে একসাথে ২ বছরের ভিসা পাবেন যদি ২ বছরের পরিমান ব্যাংকে টাকা দেখাতে পারেন। এই প্রজেক্টটি বন্ধ হবার কথা থাকলেও সেটি করা হয় নাই। তাই চেষ্টা করতে পারেন।

৩. অটাম সেশনে এক বছরের প্রোগ্রামে ভিসা পেতে পারেন , আগস্ট ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত। এরকম হলে পার্সন নম্বর পাবার কোন সম্ভাবনা নেই , একেবারেই অসম্ভব। তবে কিছু ভিসা অফিসার অনেক সময় ১২ মাসের বেশি ভিসা দিয়ে থাকে, এরকম হলে পার্সন নম্বর পেতে পারেন। যারা ২ বছরের প্রোগ্রামে ভর্তি হবেন তারা নিশ্চিতভাবেই কমপক্ষে ১৩ মাসের ভিসা পাবেন। ফলে পার্সন নম্বর নিয়ে সমস্যা হবে না।

৪. যারা টিউশন ফি দিয়ে পড়বেন তাদের টাইম লাইন নিয়ে আমার পরামর্শ . যেদিন থেকে ক্লাস শুরু তার ঠিক ৭৫ থেকে ৮৫ দিন আগে ভিসা আবেদন করবেন। আর ভিসা আবেদন করার কমপক্ষে ৩ মাস আগে ব্যাংকে টাকা রেখে , ৩ মাসের স্টেটমেন্ট সহ ভিসা আবেদন করবেন। মনে রাখবেন এটি করা বাধ্যতামূলক না। তবে এই হিসাব অনুযায়ী ভিসার আবেদন করলে , ভিসা পাওয়া অনেকটাই নিশ্চিত হবে। (ব্যাংক হিসাব নিয়ে নতুন ফাইল আপলোড হবে খুব তাড়াতাড়ি )

৫. যারা স্কলারশিপ আবেদন করেছেন বা করবেন , উনারা স্কলারশিপ ফলাফলের আগে টিউশন ফি দিবেন না।
Collected: Forhad vai

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Green Bridge BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Bridge BD:

Share