ভ্রমণ বিলাস

ভ্রমণ বিলাস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভ্রমণ বিলাস, Tour Agency, Khulna.

24/11/2023
19/08/2023
★★বিসমিল্লাহির রহমানির রহিম★★★★আলহামদুলিল্লাহ১লা সেপ্টেম্বর-২০২৩ থেকে খুলে দেওয়া হচ্ছে ""ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন"" তা...
16/07/2023

★★বিসমিল্লাহির রহমানির রহিম★★

★★আলহামদুলিল্লাহ
১লা সেপ্টেম্বর-২০২৩ থেকে খুলে দেওয়া হচ্ছে ""ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন"" তাই আর দেরি না করে,

🐅চলুন ঘুরে আসি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট বাঘ মামার রাজ্যে সুন্দরবন থেকে🐅

⏰ভ্রমণের তারিখঃ ১-২-৩/১৫-১৬-১৭/২৮-২৯-৩০ সেপ্টেম্বর-২০২৩

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

🚧 খুলনা-সুন্দরবন-খুলনা 🐅
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)

#ভ্রমণ_স্পট :
🛑▪আন্দারমানিক 🐅
🛑▪জামতলা সী-বীচ 🐅
🛑▪কটকা অফিস পাড় 🐅
🛑▪টাইগার পয়েন্ট 🐅
🛑▪কচিখালি//হিরণপয়েন্ট🐅
🛑▪ডিমের চর//দুবলারচর🐅
🛑▪করমজল 🐅

#খাবার:
প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ মোট ৫ বেলা ডবল মেনুর খাবার থাকবে এবং সকাল-বিকাল চা/কফির ব্যাবস্থা থাকবে।

িন:
সকাল ৬ টায় খুলনার ৪ নং BIWTA ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে আন্দারমানিকের উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে আমরা নামবো "আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে। আগে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। ফরেস্ট অফিস পার হয়ে আমরা ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে ফরেস্ট অফিসের সামনে খাঁচায় থাকা হরিণ দেখে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী-বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।এরপর ফিরবো শীপে৷

শীপ যাবে "কচিখালির" উদ্দেশ্যে।

#"কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এই জায়গা কে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। আবারো দেশী নৌকায় করে যাবো ডিমের চরে।
মনরম সুন্দর সী-বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের একজন জন স্বশস্ত্র ফরেস্ট গার্ড। আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

🛑 আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট
✅পাওয়ার ব্যাংক,টেলিটক সিম কার্ড।
✅শ্যাম্পু।
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

🛑 বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন

☎️ 01408-818247

সাপ্তাহিক ছুটির দিনে খুলনা রিভার ক্রুজিং পরবর্তী ইভেন্ট এর বুকিং চলিতেছে,,, 🎇প্যাকেজ মূল্যঃ- ৫৯৯  টাকা,,, 🎆সময়ঃ- প্রতি স...
07/07/2023

সাপ্তাহিক ছুটির দিনে খুলনা রিভার ক্রুজিং
পরবর্তী ইভেন্ট এর বুকিং চলিতেছে,,,

🎇প্যাকেজ মূল্যঃ- ৫৯৯ টাকা,,,
🎆সময়ঃ- প্রতি সপ্তাহের শুক্রবার,শনিবার ও ছুটির দিনে বিকাল-৪.৩০ মিনিট থেকে রাত-৯.০০ টা পর্যন্ত,,,

বি,দ্র:-বড় কোন গ্রুপ হলে সপ্তাহের যেকোনো দিন সুবিধাজনক সময় ইভেন্ট রান করা যাবে,,,
Contract Us.
01408-818247

18/01/2023

সুন্দরবন –হাড়বাড়িয়া

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ বিলাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Tour Agencies in Khulna

Show All