Cholo Jaai Travels and Tours

Cholo Jaai Travels and Tours i want to explore our toir package to all membee of groups
(1)

26/11/2022

এখানে ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর–ভেঞ্চারসের মাধ্যমে উদ্যোক্তারা তাঁদের অনন্য আইডিয়া প্রস্তাব করে স্বপ্...

17/06/2021

যুব উদ্যোক্তা স্কুল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুব উদ্যোক্তা পরিবার আয়োজন করেছে শিক্ষিত বেকার যুবদের জন্য ০৩ মাস ব্যাপি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স ০২ আগষ্ট ২০২১, রাত ৯ টায় শুভ উদ্ভোধনের মাধ্যমে শুরু হবে এই কোর্সটি । কোর্সটি বাস্তবায়ন করবে যুব উদ্যোক্তা স্কুল ।

💥💥💥 ৯০% স্কলারশিপঃ ১২,৫০০/= টাকা মূল্য মানের এই কোর্সটি শুধু মাত্র বিগেনারদের জন্য ৯০% স্কলারশিপে মাত্র রেজিষ্ট্রেশন ফ্রিঃ ১২৫০/= (এক হাজার দুইশত পঞ্চাশ টাকা) দিয়ে সম্পন্ন করা যাবে।

💥💥💥 ইন্সটলমেন্ট সুবিধাঃ অতি দরিদ্র প্রশিক্ষণার্থী ভাই বোনদের প্রাথমিক ভাবে ৬৫০/= টাকা দিয়ে ভর্তি হওয়া যাবে। এবং দ্বিতীয় মাসের ১০ তারিখের মধ্যে বাকী ৬০০/= টাকা প্রদান করতে হবে।

💥💥 মানিব্যাক গ্যারান্টিঃ ০৩ মাসে ৩০ টি ক্লাসে উপস্থিত হয়ে এবং ২০ টি এ্যাসাইনমেন্ট সম্পন্ন করে আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে না পারেন তবে আপনার লিখিত আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ন কোর্স ফি ফেরত দেওয়া হবে।

💥সপ্তাহে তিন দিন প্রতিদিন ১.৫ ঘন্টা করে চলবে টানা ০৩ মাস এই প্রশিক্ষন। প্রাথমিক ভাবে যাদের ডেক্সটপ/ ল্যাপটপ কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ আছে সারাদেশ হতে এমন ১৮+ বয়সের ৫০ জন ছেলে এবং ৫০ জন মেয়েকে বাছাই করা হবে। শিক্ষাগত যোগ্যতাঃ SSC

💥প্রতিদিন ক্লাসের পূর্বে অব্যশই এসাইনমেন্ট জমা দিতে হবে। অন্যথায় প্রাইভেট গ্রুপ হতে আউট করে দেওয়া হবে। সনদের উদ্দেশ্য নয় প্রকৃত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে এই প্রশিক্ষণ। সফলভাবে কোর্স সম্পন্ন কারীদের অনলাইন সনদপত্র দেওয়া হবে।

👍 কোর্সে অংশ গ্রহণের জন্য বিকাশ অথবা নগদ এ ১,২৫০/= টাকা সেন্ড মানি করে স্ক্রীন শর্ট মেসেঞ্জার এ দিলে প্রাইভেট গ্রুপ এর লিংক দেয়া হবে। বিকাশ: 01769-918496

👍 আগ্রহীদের গুগল ফরম করে ১৮/০৬/২০২১ রাত ৯.০০ ঘটিকায় ফ্রী সেমিনার এ অংশ করার জন্য নিচে লিংক দেয়া হলঃ https://forms.gle/qV3qyFruPhJhkzwv6

07/05/2021

উচ্চশিক্ষার জন্য তরুণদের অন্যতম পছন্দের দেশ কানাডা। কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিগ্রি যুক্তরাষ্ট্র এবং ক.....

01/02/2021

বইমেলা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করা.....

28/01/2021

বাংলা ভাষাভাষী কানাডার রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্ট (আরসিআইসি) হবার সুবাদে আমার সাথে বাংলাদেশ হতে কানাডায় .....

28/01/2021

স্পন্সর করার যোগ্যতা রাখেন কেবল কানাডার কোনও স্থায়ী অভিবাসী (পিআর) বা নাগরিক (সিটিজেন)। শুধু পিআর বা সিটিজেন হলেই .....

24/01/2021

কানাডায় ইমিগ্রেশন বা অভিবাসনের ইতিহাস অনেক দীর্ঘ। আরো বহুকাল এ ধারা চলতে থাকবে। এ সুযোগের সুবিধা নিতে আপনাকে ইংর...

24/04/2020
 #বিমান_টিকেট🇧🇩🇧🇩অভ্যন্তরীনএখন থেকে বিমানের টিকেট আপনার হাতের মুঠোয়। আমাদের ওয়েব সাইটে লগ-ইন করুন এবং আপনার সাধ, সাধ্য ও...
16/03/2020

#বিমান_টিকেট

🇧🇩🇧🇩অভ্যন্তরীন
এখন থেকে বিমানের টিকেট আপনার হাতের মুঠোয়। আমাদের ওয়েব সাইটে লগ-ইন করুন এবং আপনার সাধ, সাধ্য ও সময়ের সাথে মিলিয়ে নিজেই বুকিং দিয়ে দিন বিমানের টিকেট।
আপনার বিমান ভ্রমন হোক নিশ্চিন্ত, নিরাপদ ও মধুময়।

বিস্তারিত তথ্যের জন্য:
📱01312004155, 01888 350102
📧 [email protected]
🌐 www.cholojaai.com

 #সুন্দরবন_ভ্রমণ_টিপসপ্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ভরপুর বিশ্বের ঐতিহ্য (ওয়ার্ল্ড হেরিটেজ) সুন্দরবন। এখানকার সব কি...
16/03/2020

#সুন্দরবন_ভ্রমণ_টিপস

প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ভরপুর বিশ্বের ঐতিহ্য (ওয়ার্ল্ড হেরিটেজ) সুন্দরবন। এখানকার সব কিছুই বিস্ময়ে ভরা। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এর সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়। আবার হোটেলে না উঠে এর সঙ্গে যোগাযোগ করেও নির্ধারিত সময়ে জাহাজে চড়ে সুন্দরবন ভ্রমণ করা যায়।

প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন ২৪ ঘণ্টায় কমপক্ষে ছয়বার তার রূপ বদলায়। সুন্দরবনের করমজল বন্য ও কুমির প্রজনন কেন্দ্র, হারবাড়িয়া ইকো সেন্টার, কটকা, কচিখালী ও নীলকমল অভয়ারণ্য, শেখেরহাট টেম্পল, কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার, মান্দারবাড়িয়া অভয়ারণ্য নামের স্পটগুলো পর্যটকদের জন্য নির্ধারিত। এসব স্পটে কুমির প্রজনন, অসুস্থ হরিণের পরিচর্যা, হাজার বছরের পুরনো স্থাপনার ধ্বংসাবশেষসহ প্রাকৃতিক সৌন্দর্যর্ উপভোগ করা যায়। ভাগ্য সহায় হলে হাঁটতে হাঁটতে বানর, হরিণ, গুইসাপ, কাঁকড়া অথবা কুমিরের ঘুরে বেড়ানো দৃশ্যও দেখতে পারেন।

অল্প সময়ে কম খরচে সুন্দরবন ভ্রমণের স্বাদ নিতে হলে করমজলই শ্রেষ্ঠ। মংলা বন্দর থেকে নৌপথে মাত্র এক ঘণ্টার মধ্যেই ইঞ্জিনচালিত ছোট ছোট নৌকায় চড়ে এখানে যাওয়া যায়। এখানে কুমির প্রজনন কেন্দ্রে ছোট বড় অসংখ্য কুমির দেখতে পাবেন। সুন্দরবনের আরেকটি অভয়ারণ্য হিরণ পয়েন্ট। এটি পুরো সুন্দরবন এলাকার বনেদি অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। চারদিকে নদীঘেরা। সেখানে হরিণের দল পানি খেতে আসে। ভাগ্য সহায় হলে বাঘের পানি পানের দৃশ্যও দেখা যেতে পারে।

বাংলায় সুন্দরবন-এর আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়। অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা এরকম হতে পারে যে, এর নামকরণ হয়তো হয়েছে “সমুদ্র বন” বা “চন্দ্র-বান্ধে (বাঁধে)” (প্রাচীন আদিবাসী) থেকে। তবে সাধারণভাবে ধরে নেয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে।

সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।

সুন্দরবন ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বন্তুত একই নিরবচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা।

বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়।

জালের মত পরস্পর যুক্ত নৌপথের কারণে সুন্দরবনের প্রায় সব জায়গাতেই সহজে নৌকায় করে যাওয়া যায়। সুন্দরবনের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ২টি বনবিভাগ, ৪টি প্রশাসনিক রেঞ্জ – চাঁদপাই, শরণখোলা, খুলনা ও বুড়িগোয়ালিনি এবং ১৬টি বন স্টেশন। বনটি আবার ৫৫ কম্পার্টমেন্ট এবং ৯টি ব্লকে বিভক্ত।

১৯৯৩ সালে নতুন করে খুলনা বন সার্কেল গঠন করা হয়েছে বন সংরক্ষণের জন্য এবং তাতে একটি সংরক্ষক পদ সৃষ্টি করা হয়েছে। বনবিভাগের প্রশাসনিক প্রধাণের পদটি খুলনাকেন্দ্রিক। প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিভাগীয় বন কর্মকর্তার অধীনে রয়েছে বহুসংখ্যক পেশাদার, অপেশাদার ও সহায়ক জনবল। ব্যবস্থাপনার কেন্দ্রীয় একক হল কম্পার্টমেন্ট। চারটি বন রেঞ্জের অধীনে থাকা ৫৫টি কম্পার্টমেন্ট স্পস্টতই নদী, খাল, খাঁড়ির মত প্রাকৃতিক বৈশিষ্ট অনুযায়ী বিভক্ত।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন:

✿>>>>>>> >>>>>>> ✿

আমাদের অফিসের ঠিকানাঃ
18/B, Mojid Soroni, Sonadanga-9100, Khulna
📱01312004155, 01616624196, 01888350102
📧[email protected]
🌐www.cholojaai.com

 #বিমান_টিকেট🇧🇩🇧🇩অভ্যন্তরীন ও 🌍🌍আন্তর্জাতিকএখন থেকে বিমানের টিকেট আপনার হাতের মুঠোয়। আমাদের ওয়েব সাইটে লগ-ইন করুন এবং আপ...
15/03/2020

#বিমান_টিকেট

🇧🇩🇧🇩অভ্যন্তরীন ও 🌍🌍আন্তর্জাতিক
এখন থেকে বিমানের টিকেট আপনার হাতের মুঠোয়। আমাদের ওয়েব সাইটে লগ-ইন করুন এবং আপনার সাধ, সাধ্য ও সময়ের সাথে মিলিয়ে নিজেই বুকিং দিয়ে দিন বিমানের টিকেট।
আপনার বিমান ভ্রমন হোক নিশ্চিন্ত, নিরাপদ ও মধুময়।

বিস্তারিত তথ্যের জন্য:
📱01312004155, 01888 350102
📧 [email protected]
🌐 www.cholojaai.com

 #ইন্ডিয়ান_বাস_টিকেটআপনি কি  #ইন্ডিয়ান_বাস ভ্রমণের সন্ধান করছেন ??আমরা ভারতীয় অভ্যন্তরিন বাস টিকেট বুকিং দিতে সক্ষম, আপ...
14/03/2020

#ইন্ডিয়ান_বাস_টিকেট

আপনি কি #ইন্ডিয়ান_বাস ভ্রমণের সন্ধান করছেন ??

আমরা ভারতীয় অভ্যন্তরিন বাস টিকেট বুকিং দিতে সক্ষম, আপনি যদি ভারতের কোথাও ভ্রমণ করতে চান বা চিকিত্সার জন্য যেতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার ইন্ডিয়ান বাস টিকেট।

বিস্তারিত তথ্যের জন্য:
📱01312004155, 01888 350102
📧 [email protected]
🌐 www.cholojaai.com

🏨 কক্সবাজার ফাইভ স্টার হোটেলের তালিকা 🏨বাংলাদেশের পর্যটন শিল্পে নেতৃত্ব প্রদানকারী দর্শনীয় স্থানের তালিকার প্রথম নামটি হ...
12/03/2020

🏨 কক্সবাজার ফাইভ স্টার হোটেলের তালিকা 🏨

বাংলাদেশের পর্যটন শিল্পে নেতৃত্ব প্রদানকারী দর্শনীয় স্থানের তালিকার প্রথম নামটি হচ্ছে কক্সবাজার।

সাগরের বিশালতার টানেই হোক কিংবা অবকাশ যাপন, কক্সবাজার সবসময় মুখর থাকে পর্যটদের অভিবাদনের ব্যস্ততায়। কক্সবাজারে আগত বিপুল পর্যটকদের রাত্রিযাপন নিশ্চিত করতে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে তৈরী করা হয়েছে ৫০০ এর অধিক আবাসিক হোটেল, রিসোর্ট এবং কটেজ। সিজনভেদে এই সমস্ত আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতে থাকে বিভিন্ন হারে ডিসকাউন্টের সুবিধা।

চলুন জেনে নেই কক্সবাজারের ৫ টি হোটেলের নাম, ভাড়ার পরিমাণ।

🏪 Royal Tulip Sea Pearl Beach Resort & Spa 🏪
প্রতি রাতের জন্য রুম ভাড়া ১২ হাজার টাকা থেকে ১ লাখ ১৮ হাজার টাকা পর্যন্ত।

🏪 Sayeman Beach Resort 🏪
প্রতি রাতের জন্য রুম ভাড়া ১০৫০০ টাকা থেকে ৪৪,০০০ টাকা পর্যন্ত।

🏪 Ocean Paradise Hotel & Resort 🏪
প্রতি রাতের জন্য রুম ভাড়া ৮০০০ টাকা থেকে ১৭০০০ টাকা পর্যন্ত।

🏪 Seagull Hotel 🏪
প্রতি রাতের জন্য রুম ভাড়া ৫৫০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত।

🏪 Hotel The Cox Today 🏪
প্রতি রাতের জন্য রুম ভাড়া ৭৫০০ টাকা থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

✿>>>>>>> >>>>>>> ✿

আমাদের অফিসের ঠিকানাঃ
18/B, Mojid Soroni, Sonadanga-9100, Khulna
📱01312004155, 01616624196, 01888350102
📧[email protected]
🌐www.cholojaai.com

 #ইন্ডিয়ান_ট্রেন_টিকেটআপনি কি বাসে বা ট্রেনে করে ভারত ভ্রমণের সন্ধান করছেন ??আমরা ভারতীয় অভ্যন্তরিন ট্রেন টিকেট বুকিং দ...
10/03/2020

#ইন্ডিয়ান_ট্রেন_টিকেট

আপনি কি বাসে বা ট্রেনে করে ভারত ভ্রমণের সন্ধান করছেন ??

আমরা ভারতীয় অভ্যন্তরিন ট্রেন টিকেট বুকিং দিতে সক্ষম, আপনি যদি ভারতের কোথাও ভ্রমণ করতে চান বা চিকিত্সার জন্য যেতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার ইন্ডিয়ান ট্রেন টিকেট।

বিস্তারিত তথ্যের জন্য:
📱01312004155, 01888 350102
📧 [email protected]
🌐 www.cholojaai.com

🌄  #ঘুরে_আসতে_পারেন_বান্দরবান_জেলার_কেওক্রাডং_ও_বগালেক 🌄🔶 কেওক্রাডং বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশে...
09/03/2020

🌄 #ঘুরে_আসতে_পারেন_বান্দরবান_জেলার_কেওক্রাডং_ও_বগালেক 🌄

🔶 কেওক্রাডং বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবান জেলায় অবস্থিত। এক সময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হত। তবে আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সাকা হাফং। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর', কাড়া মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়।

🔶 বাংলাদেশের পার্বত্য ৩ জেলার অন্যতম সুন্দর ও রহস্যময় জেলা বান্দরবান। সেই বান্দরবান এর আর এক রহস্যময় ও আকর্ষনীয় পর্যটন স্থান হচ্ছে বগালেক। রহস্যময় বলছি এই কারণে যে, বগালেকের উৎপত্তি নিয়ে আছে নানারকম উপকথা, যা সেখানে গেলেই শুনতে পারবেন আদিবাসিদের মুখে মুখে। বগাকাইন হ্রদ বা বগা হ্রদ( স্থানীয় নাম বগালেক) বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি স্বাদু পানির হ্রদ। বান্দরবন থেকে ৭০ কিমি দূরে রুমা উপজেলায় কেওক্রাডাং এর কোল ঘেষে এর অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২,৪০০ ফুট (কেওক্রাডাং-এর উচ্চতা ৩,১৭২ ফুট)। ফানেল বা চোঙা আকৃতির আরেকটি ছোট পাহাড়ের চুড়ায় বগা লেকের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের মতো।

🔶 সকাল, বিকেল, রাত তিনটি ভিন্ন ভিন্ন সময় বগা লেকের দৃশ্য ভিন্ন ভিন্ন, তবে রাতের বগালেক এক অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি করে। পূর্নিমায় দেখবেন এক রূপ আর অমাবস্যায় দেখবেন আর এক রূপ। অমাবস্যায় হারিয়ে যাবেন তারার রাজ্যে। আকাশ ভরা তারার মেলার নিচে বসে বগালেকের অপূর্ব মনোরম সুন্দর পরিবেশ উপভোগ করার অনুভুতি ভাষায় প্রকাশ করা যায় না।

ভ্রমণ করতে চাইলে যে কোন সময় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে :

বিস্তারিত তথ্যের জন্য:
📱01312004155, 01888 350102
📧 [email protected]
🌐 www.cholojaai.com

 #হোটেল ও  #মোটেলের পার্থক্য জানেন কি?আপনার প্রয়োজনীয় হোটেলের জন্য  ভ্রমণে আপনার আগ্রহ থাকলে হোটেল-মোটেল বিষয়ে অনেক কথাই...
04/03/2020

#হোটেল ও #মোটেলের পার্থক্য জানেন কি?

আপনার প্রয়োজনীয় হোটেলের জন্য
ভ্রমণে আপনার আগ্রহ থাকলে হোটেল-মোটেল বিষয়ে অনেক কথাই হয়তো শুনেছেন। কিন্তু কখনও ভেবেছেন কি, হোটেল ও মোটেলের মধ্যে পার্থক্য কোথায়, কি কারণে দুটোকে আলাদা নামে ডাকা হচ্ছে? ভ্রমণপিপাসু হিসেবে হঠাৎ আপনাকে প্রশ্ন করলে এটা নিয়ে কি উত্তর দেবেন জেনে নিন।
ভ্রমণকারী বা পর্যটকদের জন্য দুই ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে একটি হোটেল এবং অন্যটি মোটেল। দুটোই থাকার জায়গা হলেও কিছু সুযোগ-সুবিধা হোটেল ও মোটেলের মধ্যে পার্থক্য তৈরি করেছে।
হোটেল শব্দটি চালু হয় ১৬০০ সালে। এটা ফ্রেঞ্চ শব্দ থেকে এসেছে। হোটেল হলো এমন একটি জায়গা যেখানে পর্যটক বা ভ্রমণকারীদের থাকার ব্যবস্থার পাশাপাশি খাওয়া-দাওয়া, লাউঞ্জ, জিম, বিনোদন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হয়। গ্রাহক চাইলেই এগুলো নিতে পারবেন।
অন্যদিকে মোটেলের ধারণাটি এসেছে আমেরিকা থেকে। ১৯২০-এর দশকে মোটেল ধারণাটি ব্যাপকভাবে চালু হয়। আমেরিকায় মহাসড়ক ব্যবস্থার উন্নতির সাথে সাথে মোটেলও জনপ্রিয়তা পেতে শুরু করে। মূলত মহাসড়কের পাশে বিশ্রামাগার হিসেবেই কাজ করে এটি।
মোটেলও পর্যটক বা ভ্রমণকারীদের থাকা ও খাওয়ার সুবিধা দেয়। তবে এখানে বাড়তি তেমন সুবিধা থাকেনা। দীর্ঘ যাত্রায় বিশ্রামের জন্য মোটেলে উঠে থাকেন পর্যটকরা। এখানে এসে সরাসরি নিজের বরাদ্দকৃত কক্ষে যেতে হয়।
সব মিলিয়ে হোটেল বিশাল ও মোটেল ছোট একটি ধারণা।

ডোমেস্টিক্স ও আন্তর্জাতিক সব ধরনের হোটেল ও মোটেল বুকিং করে থাকি। আমরা এ বিষয়ে অনেক দিনের অভিজ্ঞ আমাদের সহযোগীতায় আপনার ভ্রমনটি হতে পারে নির্ভেজাল ও আরামদায়ক।

✿>>>>>>> >>>>>>> ✿

আমাদের অফিসের ঠিকানাঃ
18/B, Mojid Soroni, Sonadanga-9100, Khulna
📱01312004155, 01616624196, 01888350102
📧[email protected]
🌐www.cholojaai.com

🏞 ঘুরে আসুন বিছনাকান্দি ও রাতারগুল 🏞লেখাপড়া ও কর্মব্যস্ততা প্রত্যেকের জীবনকেই একঘেয়ে করে তোলে। শরীর ও মন যেন আর চলতে চায়...
27/02/2020

🏞 ঘুরে আসুন বিছনাকান্দি ও রাতারগুল 🏞

লেখাপড়া ও কর্মব্যস্ততা প্রত্যেকের জীবনকেই একঘেয়ে করে তোলে। শরীর ও মন যেন আর চলতে চায় না। তাই দুটোকেই সুস্থ রাখার জন্য চাই বিনোদন। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চায় সবাই। কিন্তু সময় ও সুযোগের অভাবে অনেকেরই সম্ভব হয় না শহরের বাইরে ঘুরতে বা একটু খোলা প্রকৃতিতে বেড়িয়ে আসার। এর সাথে ঘুরে আসুন অনাড়ম্বর কর্মজীবনের ব্যস্ত সময়কে পেছনে ফেলে দুই রাত একদিনের জন্য ঘুরে আসতে পারেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা সিলেটের রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও বিছনাকান্দি থেকে।

বিছানাকান্দি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জলপাথরের বিছানার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ এই বিছানাকান্দি। পাহাড় থেকে নেমে আসা পানির ঢল ছোট-বড় পাথরের সাথে খেতে খেতে বয়ে চলা অগভীর একটি নদী। ইচ্ছে হবে শত শত পাথরের ওপর দাপাদাপি করতে। না পারলেও শীতল পানিতে আপন মনে গা ভিজিয়ে নিতে পারবেন অনায়াসে। পায়ের নিচে হাঁটু সমান পানিতে ডুবন্ত পাথরের ওপর দাঁড়িয়ে মেঘালয় পাহাড়ে সবুজের রাজত্ব আপনার চোখে জড়িয়ে থাকা ভ্রমণক্লান্তি মুহূর্তের মধ্যে গায়েব করে দেবে। ওপারে ভারত অংশে উঁচু-নিচু পাহাড়ের সারি যেন সবুজ পোশাকের পড়ে একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আপনাকে ঘিরে রেখেছে। তাদের মাঝে আপনি দাঁড়িয়ে।

শীত মওসুমে বিছানাকান্দির আসল সৌন্দর্য পাওয়া যায় না। বর্ষা বা বর্ষার শেষ মুহূর্তে এর নৈসর্গিক প্রকৃতি উপভোগ করে আসুন।

রাতারগুল

রাতারগুল সোয়াম্প ফরেস্ট বা জলাবন বা ভাসমান বন। পানিসহিষ্ণু বড় গাছপালায় একটা বনের রূপ নিয়ে জলার জঙ্গল পরিণত হয়েছে। উপকূলীয় এলাকার বাইরে অন্যান্য জায়গার সোয়াম্প ফরেস্টগুলো সব সময় জলে প্লাবিত না থাকলেও বর্ষায় এই বনের গাছগুলো আংশিক জলে ডুবে থাকে। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে ‘জলার বন’ রাতারগুল। এই ফরেস্টকে বাংলাদেশের একমাত্র মিঠা পানির ভাসমান বন হলেও ভুল হবে না। লোনা পানির ভাসমান বন হিসেবে সুন্দরবন উল্লেখযোগ্য। বর্ষাকালে ভারতের পাহাড় বেয়ে ঢল নামার ফলে রাতারগুলের পানির উচ্চতায় কখনো এক অবস্থায় থাকে না। বৃষ্টির পরিমাণের উপরে এর উচ্চতা নির্ভর করে। বৃষ্টিপাত অনুযায়ী রাতারগুলের বনে ১৫ থেকে ২৫ ফুট পর্যন্ত পানি উঠলে অবাক হবেন না।

যা দেখতে পাবেন রাতারগুল সোয়াম্প ফরেস্টে

সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে এই জলাবনের অবস্থান। কাঁচের মতো স্বচ্ছ পানি, সেই পানিতে সাপ-ব্যাঙ ও মাছের আনাগোনা, হঠাৎই মাথার ওপর গাছের ডালে জড়িয়ে থাকা শাপ চোখের সামনে দেখে হয়তো আঁতকে ওঠবেন। ডাল পালার আড়ালে একটু সাবধানে থাকাই ভালো, কারণ শাপ তো আর দাঁত মাজে না!

বানর, পাখি আর মাকড়শাও প্রচুর দেখা যায় সেখানে। হয়তো এটাই আপনার অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত এই সোয়াম্প ফরেস্ট। বিশাল বনের গাছগাছালির বেশির ভাগ ভাগই বছরে চার থেকে সাত মাস থাকে পানির নিচে। তাই ভ্রমণে নৌকার বিকল্প নেই। এই বনের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার আঁকা বাঁকা বা জিগজ্যাগ স্টাইলের হিজল ও করচ গাছ। গাছগুলোর শিকড় দুইভাবে বিভক্ত। শিকড়ের মূল অংশ মাটির নিচে, আরেক অংশ গাছের মাঝামাঝিতে। গাছগুলোর জন্মই বুঝি পানির উপরে ভেবে বর্ষাকালে নতুন কোন ভ্রমন পিয়াসু হয়তো ধোঁকা খেয়ে যাবেন।

বিস্তারিত তথ্যের জন্য:
📱01312004155, 01616624196, 01888350102
📧[email protected]
🌐www.cholojaai.com

 #বিমান_টিকেট 🇧🇩🇧🇩অভ্যন্তরীন ও 🌍🌍আন্তর্জাতিকএখন থেকে বিমানের টিকেট আপনার হাতের মুঠোয়। আমাদের ওয়েব সাইটে লগ-ইন করুন এবং আ...
25/02/2020

#বিমান_টিকেট

🇧🇩🇧🇩অভ্যন্তরীন ও 🌍🌍আন্তর্জাতিক
এখন থেকে বিমানের টিকেট আপনার হাতের মুঠোয়। আমাদের ওয়েব সাইটে লগ-ইন করুন এবং আপনার সাধ, সাধ্য ও সময়ের সাথে মিলিয়ে নিজেই বুকিং দিয়ে দিন বিমানের টিকেট।
আপনার বিমান ভ্রমন হোক নিশ্চিন্ত, নিরাপদ ও মধুময়।

বিস্তারিত তথ্যের জন্য:
📱01312004155, 01888 350102
📧 [email protected]
🌐 www.cholojaai.com

✈️✈️  #বিমান_টিকেট ✈️✈️🇧🇩🇧🇩অভ্যন্তরীন ও 🌍🌍আন্তর্জাতিকএখন থেকে বিমানের টিকেট আপনার হাতের মুঠোয়। আমাদের ওয়েব সাইটে লগ-ইন ক...
20/02/2020

✈️✈️ #বিমান_টিকেট ✈️✈️

🇧🇩🇧🇩অভ্যন্তরীন ও 🌍🌍আন্তর্জাতিক
এখন থেকে বিমানের টিকেট আপনার হাতের মুঠোয়। আমাদের ওয়েব সাইটে লগ-ইন করুন এবং আপনার সাধ, সাধ্য ও সময়ের সাথে মিলিয়ে নিজেই বুকিং দিয়ে দিন বিমানের টিকেট।
আপনার বিমান ভ্রমন হোক নিশ্চিন্ত, নিরাপদ ও মধুময়।

বিস্তারিত তথ্যের জন্য:
📱01312004155, 01888 350102
📧 [email protected]
🌐 www.cholojaai.com

Address

18/B, Mojid Soroni, Sonadanga
Khulna
9100

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801616624196

Alerts

Be the first to know and let us send you an email when Cholo Jaai Travels and Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cholo Jaai Travels and Tours:

Share

Category

CHOLO JAAI TRAVELS AND TOURS

📱01312004155, 01888 350102 📧 [email protected] 🌐 www.cholojaai.com

Nearby travel agencies