04/09/2019
#সুন্দরবন_ভ্রমণঃ #সুন্দরবন_ভ্রমণঃ #সুন্দরবন_ভ্রমণঃ
(খুলনা-সুন্দরবন-খুলনা)
(ঢাকা থেকে খুলনায় বাসে আসার সু-ব্যবস্তা রয়েছে)
সুন্দরবন এডভেঞ্চার ভ্রমনে আপনাদের আমন্ত্রণ। আমরা আপনাদের নিয়ে যাবো বনের নিয়ম কানুন মেনে এবং সর্বউচ্চ নিরাপত্তা দিয়ে। আপনাদের সাথে নিয়ে ৩ দিন ২ রাত সুন্দরবনের গভীরে ঘুরে বেড়াব। নিচে ভ্রমণ বিস্তারিত দেওয়া হলো।
ভ্রমণ স্থান:
#চাঁদপাই বন রেঞ্জ
#হাড়বাড়িয়া
#কটকা(জামতলা-সী-বীচ, কটকা অফিস পাড়, জামতলা ওয়াচ টাওয়ার,)
#টাইগার-টিলা
#কচিখালি
#ডিমেরচর
#করমজল
ভ্রমণ বিস্তারিত:
👉👉👉Sundarban Package Tour👈👈👈
চলুন ঘুরে আসি সুন্দরবন
৩ (তিন) দিনে ঘুরে আসুন
খুলনা - সুন্দরবন - খুলনা ।
ভ্রমন শুরু ১২ সেপ্টেম্বর ২০১৯.
ভ্রমন শেষ ১৪ সেপ্টেম্বর ২০১৯.
পৃথিবীর সব চেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন ঘুরে আসুন আমাদের সাথে।
উপভোগ করুন আর মারুন এক ঢিলে চার পাখি। উপভোগ করুন
👉রিভার ক্রুজ,
👉এডভেঞ্চার ওয়াইল্ড লাইফ
👉সমুদ্র সৈকত (জামতলা সী বিচ),
👉প্রকৃতির সান্নিধ্য এবং ওয়াইল্ড লাইফ।
সাথে আছে দুর্দান্ত সব খাবার দাবার।
সুন্দরবন ভ্রমণ বিষয়ক বিস্তারিত তথ্য জানতে অথবা ট্যুর বুকিং করতে ফোন করুন ০১৯৯১৭৫০৮১৩ নম্বরে।
ট্যুরের বিস্তারিত প্ল্যান নিচে দেয়া হলোঃ-
#কোথায়_ঘুরবেন?
মংলা, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, পাখির খাল/ভেড়ির খাল, ডিমের চর, নাইট সাফারী পার্ক, জামতলা সী-বীচ, টাইগার টিলা, কুমিরের প্রজননকেন্দ্র এবং করমজল। এই প্যাকেজে ৩ বেলা সকালের খাবার, ৩ বেলা দুপুরের খাবার এবং ২ বেলা রাতের খাবার সাথে একটি বার-বি-কিউ নাইট আরও পাবেন প্রতিদিন ২ বার স্ন্যাকস ফুড। শীপে থাকবেন ২ রাত। রয়েছে অভিজ্ঞ গাইড সার্ভিস। ১০০% নিরাপত্তা সুনিশ্চিত।
#কেমন_খরচ?
প্যাকেজ মূল্য ট্রিপের তারিখ এবং জাহাজ ভেদে ভিন্ন হতে পারে।
> দিন ১ঃ
নির্ধারিত দিনে সকাল ৭ টার মধ্যে জেলখানা ঘাটে পৌছাতে হবে। এরপর ট্রলার করে Vessel/Ship এ উঠা। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। তারপর রুপসা নদীতে জাহাজ ছেড়ে দেয়া হবে। মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা নদী থেকে মংলা ব্রীজ ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। মংলা পোর্টের চাদপাই এ বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে হাড়বাড়িয়ায় যখন পৌছানো হবে তখন সেখানে অনেক বড় বড় জাহাজ দেখতে পাওয়া যাবে। এখানে Eco Tourism Center দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় সেখানে পৌছানো। রাতে জাহাজে অবস্থান।
> দিন ২ঃ
ভোরে ট্রলারে করে Cannel Crossing এবং কচিখালীতে যাওয়া হবে। এখানে ট্রলার বন্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন প্রকার প্রানী যেমন মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। এটি ভোর ৬-৮ টার মধ্যে অনুষ্ঠিত হবে এরপর Ship এ পৌঁছে Breakfast করে ট্রলারে করে জামতলা সী বীচে নেমে ঘু্রাঘুরি করব এবং হেঁটে টাইগার টিলাতে যাব। সাধারনত টাইগার টিলাতে প্রচুর হরিণ দেখতে পাওয়া যাবে এবং ভাগ্য সুপ্রসন্ন থাকলে বাঘ ও দেখা যেতে পারে। এরপর কটকা বীচে ঘুরাঘুরি করে বিকাল নাগাদ Ship এ চলে আসব। রাত ৩ টারমধ্যে Ship করমজল এ পৌঁছাবে। Dinner এ Bar-B-Q এর আয়োজন করা। রাতে জাহাজে রাত্রি যাপন।
> দিন ৩ঃ
সকালে ঢাংমারি ক্যানেল ক্রুজিং ও সকালের নাস্তা খেয়ে করমজল স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর দেখতে পাওয়া যাবে। এছাড়া করমজলে যে কুমিরের প্রজননকেন্দ্র হচ্ছে সেখানে কুমির, হরিন, এবং সুন্দরবনের ম্যাপ দেখা যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক রাত ৭/৮ টা নাগাদ খুলনা আসা ও রাতের ডিনার শেষে ভ্রমনের সমাপ্তি। এরপর রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন।
বি:দ্রঃ যেকোনো পরিস্থিতি এড়ানোর জন্য "এভার গ্রীন" যেকোনো প্যাকেজ বা সাইটসিইং পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
#খাবার_মেনুঃ
ট্যুর চলাকালীন প্রতিদিন ৫ বেলা খাবার দেয়া হবে তাতে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ও ২ বার করে স্ন্যাকস দেয়া হবে।
চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।
> নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপস নাই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে দুই জন অস্ত্রসহ নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে বি এস এফ এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
> যা যা সাথে নিতে পারেনঃ
* ছোট সাইজের ট্রাভেল ব্যাগ
* তোয়ালে বা গামছা
* স্যান্ডেল, কেডস
* ক্যামেরা, মেমোরী কার্ড, ব্যাটারী ও চার্জার
* টর্চ লাইট + অতিরিক্ত ব্যাটারী
* সানক্রিম ও লোশন
* সানগ্লাস ও সানক্যাপ বা হ্যাট
* টুথপেষ্ট+ ব্রাশ+ সাবান+শ্যাম্পু
* ব্যক্তিগত ঔষধপত্র
*Teletalk Sim Card.
#প্রয়োজনে যোগাযোগ:
টিম এভার গ্রীন
কদমতলা, খুলনা
ফোন- ০১৯৯১৭৫০৮১৩,
০১৬৭১৮৭৩৭৫৯