Ctginfo

Ctginfo নতুন কিছু করার প্রত্তয়ে আমরা......

আমরা সম্পূর্ণ বাক্তিগত উদ্যোগে এই সাইট এর পরিচালনা করি......
আপনি আপনার মতামত দিয়ে আমাদের উদ্যোগে সাই দিবেন।
ধন্যবাদান্তে,
Admin
ctginfo

21/06/2024

চট্টগ্রামেও পোঁছে গেছে রাসেল ভাইপার নামের সাপটি।
সবাই সাবধানে থাকবেন।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।

জেনে নিন চট্টগ্রাম মহানগরীতে কত নাম্বার বাস কোন রুটে চলে। 🛑১- রুটঃ নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - সিরাজ উদ দৌলা র...
06/06/2024

জেনে নিন চট্টগ্রাম মহানগরীতে কত নাম্বার বাস কোন রুটে চলে।

🛑১- রুটঃ নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - সিরাজ উদ দৌলা রোড - চকবাজার - কাপাসগোলা - বাদুড়তলা - বহদ্দারহাট
🛑২- রুটঃ নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - জামালখাঁন - চকবাজার - মেডিকেল/প্রবর্তক - ২ নং গেট - মুরাদপুর - বহদ্দারহাট পুলিশ বক্স - বাস টার্মিনাল - পুরান চান্দগাঁও - শরাফত পেট্রোল পাম্প - সি এন্ বি রাস্তার মাথা - কাপ্তাই রাস্তার মাথা
🛑৩- রুটঃ নিউ মার্কেট - ডি.সি. হিল - কাজীর দেউরী - আলমাস - গোলপাহাড় - প্রবর্তক মোড়- মুরাদপুর - বিবিরহাট - অক্সিজেন - নতুনপাড়া - আমানবাজার - বড়দিগির পাড় - ফতেয়াবাদ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
🛑৪- রুটঃ নিউ মার্কেট - টাইগারপাস - লালখাঁন বাজার - ওয়াসা মোড় - গরীবুল্লাহ শাহ মাজার/জিইসি - ঝাউতলা - একে খান - কর্ণেল হাট - ফৌজদারহাট - ভাটিয়ারী
🛑৬- রুটঃ লালদীঘি - নিউ মার্কেট - টাইগার পাস - দেওয়ানহাট - বাদামতলী মোড় (আগ্রাবাদ) - বারেক বিল্ডিং - সল্টগোলা - ইপিজেড - বন্দরটিলা - সিমেন্ট ক্রসিং - কাঠগড় - সী বিচ
🛑৭- রুটঃ কোতোয়ালি - নিউ মার্কেট - বিআরটিসি বাস স্ট্যান্ড - কদমতলী - টাইগারপাস - দেওয়ানহাট মোর - চৌমুহনী মোড় - বাদামতলী মোড় - বেপারী পাড়া - মুহুরী পাড়া - শান্তিবাগ - আগ্রাবাদ - আগ্রাবাদ একসেস রোড - এসি মসজিদ - নয়াবাজার - সরাইপাড়া - সাগরিকা - অলংকারমোড় - একে খান
🛑৮- রুটঃ নিউ মার্কেট - টাইগার পাস - লালখান বাজার - জিইসি - ২ নং গেট - বায়েজিদ বোস্তামী - অক্সিজেন
🛑১০- রুটঃ কালুরঘাট - কাপ্তাই রাস্তার মাথা - বহদ্দারহাট - মুরাদপুর - ২ নং গেট - জিইসি - লালখান বাজার - টাইগার পাস - দেওয়ানহাট - বাদামতলী মোড় (আগ্রাবাদ) - বারেক বিল্ডিং - সল্টগোলা - ইপিজেড - বন্দরটিলা - সিমেন্ট ক্রসিং - কাঠগড়
🛑১১- রুটঃ ভাটিয়ারী - কর্ণেল হাট - একে খান - নয়া বাজার - বড়পোল - সল্টগোলা ক্রসিং - ইপিজেড - বন্দরটিলা - কাঠগড় - সী বিচ.........

আগামী মাস থেকেই চট্টগ্রামের রাস্তায় নামছে৩৮ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস। নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা...
17/05/2024

আগামী মাস থেকেই চট্টগ্রামের রাস্তায় নামছে
৩৮ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস।
নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত প্রতিদিন ২০টি বাস যাতায়াত করবে এই রুট দিয়ে। সর্বনিম্ম ২০ টাকা থেকে ১'শ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ভাড়া। কাউন্টারভিত্তিক এসি বাস সার্ভিস চালু হতে যাওয়ায় খুশি যাত্রীরা।

ঐতিহাসিক লালদিঘীর মাঠেই অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৫তম আসর।আগামী ২৫ই এপ্রিল অনুষ্ঠিত হবে।।।
20/04/2024

ঐতিহাসিক লালদিঘীর মাঠেই অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৫তম আসর।
আগামী ২৫ই এপ্রিল অনুষ্ঠিত হবে।।।

13/04/2024

শুভ বাংলা নববর্ষ

সবার উদ্দেশ্যে ----যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....800 : মোট বিদ্যু...
10/03/2024

সবার উদ্দেশ্যে ----যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....

800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।

801 :বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ।

802: বর্তমান তারিখ দেখা।

803
: বর্তমান সময় দেখা।

804 : মিটারের সিরিয়াল নাম্বার।

806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ

807 : মিটারের অবস্থা দেখা।

808 : বর্তমান সংযুক্ত লোড

809 : ট্যারিপের সূচক দেখা।

810 ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ

811 ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করতে

812 : সংকেত (Alarm) বন্ধ করা.

813 : কত দিনের বিদ্যুতের ব্যবহার

814 : বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমান

815 : সর্বশেষ রিচার্জের তারিখ

816 : সর্বশেষ রিচার্জের সময়

817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ

819 : বিদ্যুত বন্ধের সময়

যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া) ১. পতেঙ্গা সমুদ্র সৈকত২. গোল্ডেন...
09/03/2024

যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া)
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. গোল্ডেন বীচ পতেঙ্গা
৩. কাঠগড় সি-বীচ
৪. ১৫ নং নেভাল এভেন্যু
৫. চট্টগ্রাম বোট ক্লাব (শুধুমাত্র রেস্টুরেন্ট এর জন্য)
৬. বিমান বন্দর
৭. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন (রানী রাসমনি বীচ)
৮. চৌচালা-বীচ (সীভিউ পার্ক)
৯. শুকতারা রিসোর্ট
১০. পোর্টের টোল সড়ক
১১. রেলওয়ে জাদুঘর
১২. ঝাউতলা আবহাওয়া ওফিস ও ব্র্যাক এর পাহাড়
১৩. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ)
১৪. জিলাপী পাহাড়
১৫. সিআরবি পাহাড়
১৬. ডি সি হিল
১৭. কর্ণফুলী নতুন ব্রীজ
১৮. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য)
১৯. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ)
২০. বিপ্লব উদ্যান (২নং গেইট)
২১. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক
২২. ক্যাফে ২৪ ভাটিয়ারী
২৩. ঠান্ডাছড়ি পার্ক ও পিকনিক স্পট
২৪. ওয়ার সিমেট্রি
২৫. অভয় মিত্রঁ ঘাট (প্রকাশ নেভাল ২)


চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট/পারমিশন প্রয়োজন)
১. ফয়েজ লেক
২. চিড়িয়া খানা
৩. মিনি বাংলাদেশ
৪. কাজীর দেওরী শিশু পার্ক
৫. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৬. বাটারফ্লাই পার্ক
৭. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)
৮. জাতিতাত্তিক জাদুঘর আগ্রাবাদ
৯. জিয়া সৃতি জাদুঘর, সার্কিট হাউস।

শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ
১. কাপ্তাই
২. রাঙ্গামাটি
৩. বান্দরবন
৪. সীতাকুণ্ড
৫. মুহুরি প্রজেক্ট ফেনী
৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই
৭. সহস্র ধারা ঝর্না বড় দারোগাহাট, সিতাকুন্ড
৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
৯. বাশখালী বামের ছরা ইকোপার্ক
১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক

[সংগৃহীত]

চট্টগ্রামে আসলেই আগে যারা সী বিচ রোড বা আউটার রিং রোডে ফুল থ্রটল পুস করতেন, তারা এখন সাবধান। 🚫⛔⚠️বে টার্মিনালের পর থেকে ...
27/02/2024

চট্টগ্রামে আসলেই আগে যারা সী বিচ রোড বা আউটার রিং রোডে ফুল থ্রটল পুস করতেন, তারা এখন সাবধান। 🚫⛔⚠️
বে টার্মিনালের পর থেকে একসাথে ৩ টি করে প্রায় ১০/১২ টা গতিরোধক দেওয়া হয়েছে।
যা চোখের নিমীষেই সামনে চলে আসে এবং গতি নিয়ন্ত্রণ করতে খুবই বিপদজনক।
so slow ride, safe life

© from bikebd

20/01/2024
বাংলাদেশ হেরে যাওয়ার পর সমর্থকদের আজকের চিত্র,🐥
25/10/2023

বাংলাদেশ হেরে যাওয়ার পর সমর্থকদের আজকের চিত্র,🐥

বান্দরবানে নির্মিত মডেল মসজিদ। ©
22/10/2023

বান্দরবানে নির্মিত
মডেল মসজিদ।
©

জিইসি মোড়...ছবিটি ২০০৮ সালের। মাত্র প‌নে‌রো বছর অা‌গের। নিখুঁত নির্ঞ্ঝঞ্জাট এক‌টি শহর যেন। অনেকেরই হয়তো অনেক স্মৃতি জ...
10/10/2023

জিইসি মোড়...ছবিটি ২০০৮ সালের। মাত্র প‌নে‌রো বছর অা‌গের। নিখুঁত নির্ঞ্ঝঞ্জাট এক‌টি শহর যেন। অনেকেরই হয়তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জিইসি মোড়কে ঘিরে॥

(কালেক্টেড ইমেজ)

পুরানো দিনের  জিইসি মোড়😍
11/08/2023

পুরানো দিনের জিইসি মোড়😍

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ctginfo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Tourist Information Centers in Chittagong

Show All