A.B.establishment LTD RL 618

A.B.establishment LTD RL 618 Manpower &Travel agent

04/09/2022

বায়রার নির্বাচনে ২৭ জন বিজয়ী সদস্যের মোট পাপ্য ভোট
১.মো. আবুল বাশার ৫০৬ পেয়ে প্রথম হয়েছেন।
২.মো. ফখরুল ইসলাম ৪৮৩,
৩.মো. আকবর হোসেন মঞ্জুর ৪৬৪,
৪.নোমান চৌধুরী ৪৬৭,
৫. মিজানুর রহমান ৪৬৭,
৬.আলী হায়দার চৌধুরী ৪৬৬,
৭.রিয়াজ-উল-ইসলাম ৪৬৪,
৮.শামীম আহমেদ চৌধুরী নোমান ৪৬৩,
৯.মো. আবুল বারাকাত ভূঁইয়া ৪৬০,
১০.মো. আবু জাফর ৪৫৭,
১১. মো. কামাল উদ্দিন দিলু ৪৫৫,
১২. শাহাদাত হোসাইন ৪৫৪,
১৩. মো. টিপু সুলতান ৪৫৪,
১৪. মো. ফরিদ আহমেদ ৪৫২,
১৫. মো. আশরাফ উদ্দিন ৪৪৬,
১৬. মোস্তফা আহমেদ ৪৪৩,
১৭. মো. বেলাল হোসেন মজুমদার ৪৪১,
১৮. ইঞ্জিনিয়ার মো. মূসা কালিম ৪৩৬,
১৯.কাজী মো. মোফিজুর রহমান ৪৩৩,
২০.হক জহিরুল (জই) ৪৩৩,
২১. মো. রুহুল আমিন স্বপন ৪২৮,
২২. আলহাজ¦ মো. আবুল বাশার ৪২৮,
২৩. আরিফুর রহমান ৪২৪,
২৪. রেহেনা পারভীন ৪২১,
২৫.মো. অলি উল্লাহ ৪২১,
২৬.এমএ সোবাহান ভূঁইয়া হাসান ৪১৭
২৭.রফিকুল ইসলাম পাটোয়ারী ৪১৭ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ড এবং তিন সদস্যবিশিষ্ট আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল।

04/09/2022

নতুন বায়রা সভাপতি সুস্বাগতম..অভিন্দন এবং শুভকামনা..লাইসেন্স যার ব্যবসা তার..

04/09/2022

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে বায়রার দুবারের সাবেক সভাপতি ও ইউনিক গ্রুপের এমডি মোহা. নূর আলীর নেতৃত্বাধীন আবুল বাশারের ‘বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ’ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে। ২৭টি পদের মধ্যে ২৩টি পদে জয়লাভ করে সম্মিলিত ঐক্য পরিষদ।

গতকাল হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট তিনটি প্যানেল এ নির্বাচনে অংশগ্রহণ করে।

অন্য দুটি প্যানেল সম্মিলিত গণতান্ত্রিক জোটের নেতৃত্বে আছেন বায়রার সাবেক সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ ও সংগঠনের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক ও সাবেক মহাসচিব রিয়াজ উদ্দিন।

04/09/2022

Adipolo
সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানের পর রাত আড়াইটার সময় নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ বছর ভোটার সংখ্যা ১০৪২ জন। এর মধ্যে ভোট দেন ৯৬৯ জন। ১৯টি ভোট বাতিল বলে গণ্য হয়।

নির্বাচনে মো. আবুল বাশার ৫০৬ পেয়ে প্রথম হয়েছেন। মো. ফখরুল ইসলাম ৪৮৩, মো. আকবর হোসেন মঞ্জুর ৪৬৪, নোমান চৌধুরী ৪৬৭, মিজানুর রহমান ৪৬৭, আলী হায়দার চৌধুরী ৪৬৬, রিয়াজ-উল-ইসলাম ৪৬৪, শামীম আহমেদ চৌধুরী নোমান ৪৬৩, মো. আবুল বারাকাত ভূঁইয়া ৪৬০, মো. আবু জাফর ৪৫৭, মো. কামাল উদ্দিন দিলু ৪৫৫, শাহাদাত হোসাইন ৪৫৪, মো. টিপু সুলতান ৪৫৪, মো. ফরিদ আহমেদ ৪৫২, মো. আশরাফ উদ্দিন ৪৪৬, মোস্তফা আহমেদ ৪৪৩, মো. বেলাল হোসেন মজুমদার ৪৪১, ইঞ্জিনিয়ার মো. মূসা কালিম ৪৩৬, কাজী মো. মোফিজুর রহমান ৪৩৩, হক জহিরুল (জই) ৪৩৩, মো. রুহুল আমিন স্বপন ৪২৮, আলহাজ¦ মো. আবুল বাশার ৪২৮, আরিফুর রহমান ৪২৪, রেহেনা পারভীন ৪২১, মো. অলি উল্লাহ ৪২১, এমএ সোবাহান ভূঁইয়া হাসান ৪১৭ এবং রফিকুল ইসলাম পাটোয়ারী ৪১৭ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ড এবং তিন সদস্যবিশিষ্ট আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল।

20/06/2021
16/05/2021

****সৌদি আরবের প্রবাসী যারা আছেন বা যারা নতুন সৌদি আরব যাবেন তাদের এই নতুন নিয়ম গুলো জানুন:-
***** ****
যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য
যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে ৭ দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটলের খরচ নিজেকেই বহন করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকারের এ নিয়ম ২০ মে থেকে কার্যকর হবে।

সৌদি আরবে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে ঢাকা থেকে ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌছানোর পর আরও ২ বার করোনা টেষ্ট করতে হবে।
প্রথমবার করতে হবে সৌদি আরবে পৌছানোর ২৪ ঘন্টার মধ্যে। ৬ষ্ঠ দিনে আবারও করোনা টেষ্ট করা হবে।
করোনা টেষ্ট করার খরচ যাত্রীকেই বহন করতে হবে।
২বার টেষ্টে নেগেটিভ রিপোর্ট আসলে হোটেলে কোয়ারেন্টিন থেকে ৭ম দিনে নিজের বাসায় যাওয়া যাবে।
আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।
এখানেই শেষ নয়, সৌদি আরবে যাওয়ার আগে আপনার মেডিকেল ইন্সুরেন্স করতে হবে। সেই ইন্সুরেন্সের আওতায় থাকতে হবে আপনি করোনা আক্রান্ত হলে চিতিৎসা ব্যয় বহন করার।
বাংলা এভিয়েশনকে এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ১০ মে সৌদি আরবের জেলারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এ নির্দেশনা জারি করেছে।
সেখানে বলা হয়েছে, যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং এয়ারলাইন্সের মাধ্যমে করতে হবে।
ফলে বাংলা এভিয়েশনের পক্ষ থেকে পরামর্শ, আপনার ফ্লাইট যদি ১৯ মে’র পরে হয়, তাহলে দ্রুত আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন।
হোটেল বুকিং ও ইন্সুরেন্স করা ছাড়া আপনি সৌদি আরবে যেতে পারবেন না।
আপনি যদি মিথ্যা তথ্য দেন কিংবা নিয়ম না মানেন, তাহলে শাস্তির দিয়ে দেশে পাঠিয়ে দিবে সৌদি সরকার।
এছাড়া সকলকেই সৌদি আরবে করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যাবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে।
সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে।
যদি সেই ব্যাক্তি প্রবাসী হয়, তবে তাকে শাস্তি দেওয়া পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এবং সে আর কোন দিন সৌদি আরবে আসতে পারবে না।*******

A.B Establishment Ltd RL-618
40,Noya Paltan 3,Enginears Court
Fakirapul
Dhaka

04/05/2021

Chairman

09/04/2021

Go to paypal.me/MdBelalHossain2020 and type in the amount. Since it’s PayPal, it's easy and secure. Don’t have a PayPal account? No worries.

02/03/2021

সৌদি আরবের সুনামধন্য কোম্পনী নাস কোম্পানীতে সরাসরি কোম্পনীর ভিসা আছে অলরেডি ভিসা স্টাম্পিং চলতেছে আগ্রহী লোক দের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ডুকুমেন্টস ও পার্সপোর্ট নিয়ে নিয়ে সরাসরি নিম্নের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের অফিসের মালিকের সরাসরি তওাবধানে ভিসার ব্যবস্হা করে দেয়া হয়,
*(ভালো বাসার কাজে মহিলা ভিসা*আমেলে মনজিল,হাউস ড্রাইভার,ও আমেল ভিসা প্রসেসিং দ্রুত সময়ের মধ্যে করা হয়.*
*শুধুমাত্র প্রসেসিংয়ের জন্য যা দরকার:*
👉ভিসার কপি ,
👉কপিলের আইডি কপি
👉মোবাইল নাম্বার
👉মেডিকেল
👉পুলিশ ক্লিয়ারেন্স
👉পাসপোর্ট এবং ছবি
👉 ড্রাইভিং ভিসার জন্য ড্রাইভিং লাইসেন্স।
*জেয়ারা(ফ্যামিলি) ভিসা প্রসেসিং করুন*
*শুধুমাত্র প্রসেসিংয়ের জন্য যা দরকার:*
👉 একামা কপি
👉 পাসপোর্ট
👉 ভোটার আইডি / জন্ম সনদ
👉 নিকাহনামা
👉 ২ কপি ছবি।
👉 ভিসা নাম্বার

**এয়ার টিকেট/ সেবা নিন সুলভ মূল্যে*
**আরব বাংলা ওভারসীজ* **এ বি ইস্টাবলিস্টমেন্টলিঃ(আরএল-৬১৮)*
যোগাযোগঃ
+8801711017785(WhatsUp,Bip,Imo)
*এ বি ইস্টাবলিস্টমেন্ট লিং লাইসেন্স নং-৬১৮
⛳ *অফিসের ঠিকানাঃ*
*৪০/নয়া পল্টন ৩,ইন্জিনিয়ার্স কোর্ট *
*(পল্টন মডেল থানার অপজিট গলি)*
নয়াপল্টন-ঢাকা,১০০০।
*মোবাইল-০১৭১১০১৭৭৮৫*
মোবাইল-০১৯৭৭১৮৭২৪৪

16/12/2020

My travel agency

11/12/2020

আমেল মনজিল ভিসা,এবং হাউজ ড্রাইবার ভিসা

06/06/2020

Md belal hossain
B 01711017785

06/06/2020

B 01711017785

06/06/2020

B

Address

40, NOYA PALTAN 3, ENGINEARS Court
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711017785

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.B.establishment LTD RL 618 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share