05/05/2013
Clear Cut offer (wedding photography version ):
কাস্টমারঃ ভাই আপনার পেমেন্ট কত??
আমিঃ ২৫০০০ টাকা।
কাস্টমারঃ কয়জন ফটোগ্রাফার ??
আমিঃ ২ জন ফটোগ্রাফার , একজন ভিডিও।
কাস্টমারঃ যদি আপনি একা আসেন??
আমিঃ ১৫০০০ টাকা।
কাস্টমারঃ কয়টা ছবি প্রিন্ট করে দিবেন??
আমিঃ ১০০ টা
কাস্টমারঃ যদি ৫০ টা প্রিন্ট করে দেন ??
আমি ঃ তাহলে ১৪০০০
কাস্টমার ঃ আর যদি ছবি শুদু এডিট করে দেন ??
আমিঃ ১৩০০০ ।
কাস্টমারঃ কটা ছবি এডিট করে দিবেন??
আমি ঃ ১০০।
কাস্টমার ঃ যদি ছবি এডিট না করে দেন, তাহলে কত পরবে??
আমিঃ ১০০০০
কাস্টমার ঃ ছবি তো সিডি তে দিবেন?? যদি আমি আপনার বাসায় পেন্ড্রাইভ নিয়া আসি ৫০ টাকা কম রাখবেন না ??
আমিঃ আচ্ছা।
কাস্টমারঃ আচ্ছা, কতক্ষন ছবি তুল্বেন??
আমিঃ জি, ৪ ঘন্টা ।
কাস্টমারঃ আচ্ছা, ২ ঘন্টা ছবি তুল্লে ৫০০০ রাখতে পারবেন??
আমিঃ জি পারব >
কাস্টমার ঃ আপনি আসবেন , খাওয়াদাওয়া করবেন, একটু কম রাখেন ।
আমিঃ আচ্ছা ৪০০০ দিয়েন ।
কাস্টমারঃ কি ক্যামেরা দিয়া ছবি তুল্বেন??
আমি ঃ Canon 60D .
কাস্টমারঃ অন্য কন ক্যামেরা দিয়া ছবি তুল্লে কি হয় না?? , i mean আমার budget 2000 টাকা।
আমিঃ ভাই , আপনি আপনার চাইনিজ মবাইল্ডা বিয়ার সময় কারো হাতে দিয়া দিয়েন হে ছবি তুলব , বিয়া শেষে , তারে ১০০০ টাকা দিয়া দিয়েন।