Sundarban Tour Package

Sundarban Tour Package নির্ভরতার সাথে সুন্দরবন ভ্রমণের একটি নির্ভরযোগ্য পেইজ
তাই এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ০১৯১৭৪১৬৭৬২
(26)

👷‍♂️👷‍♂️এভার ইওথ ট্যুরিজম সুন্দরবন ট্যুরিজম সেক্টরের একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি মানসম্মত সার্ভিস এর ক্ষেত্রে কোন ধরনের আপোষ করে না। ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সুন্দরবনের সাথে সম্পৃক্ততা থাকলেও ২০১০ সাল থেকে যে কোম্পানিটির ব্যবসায়িকভাবে পথ চলা শুরু। আজ অবধি বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সম্মানিত গেস্টদের সুনামের সাথে মানসম্মত সেবা প্রদান করে আসছে।


ই কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের গর্ব সুন্দরবনকে পৃথিবীর প্রতিটি অঞ্চলে এর প্রাকৃতিক সৌন্দর্যকে সঠিকভাবে তুলে ধরা। আমাদের এই এই যাত্রার সাথে আশা করি সকলের সহযোগিতা পাব এই কামনায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি।


🙋‍♀️ধন্যবাদান্তে
শামিম আশরাফ

পরিচালক এভার ট্যুরিজম
Sundarban Tour Information & EYT

25/05/2024

সহমত এবং এমন অপমানের তীব্র নিন্দা জানাই 😃🤣
সুন্দরবনের বর্তমান হরিণের দ্বারা অনেক বাঘ লাঞ্ছিত হচ্ছে😀

13/05/2024

সুন্দরবনে যদি এমন পরিস্থিতিতে পড়েন, যে বাঘ আপনার সামনে এসে পড়েছে। তাহলে আপনি কি করবেন । কমেন্ট করে জানান 🥺

ভিডিও ©

02/05/2024

এই গরমে একটু প্রশান্তির খোঁজে যারা নিরিবিলি সময় কাটাতে চান তাদের সেবা দিতে আমরা সর্বদা প্রস্তুত।

খুলনা অথবা ঢাকাতে আপনারা যদি নদীর সৌন্দর্য উপভোগের সাথে সাথে শিপে করে কোন অফিসিয়াল অথবা ফ্যামিলি ডে লং টুর করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ও আরেকটা বিষয় এটা ভুলে যাবেন না যে আমাদের সুন্দরবন ট্যুর কিন্তু এখনো চলমান।

যোগাযোগ
01917416762

এই গরমে একটু প্রশান্তির খোঁজে যারা নিরিবিলি সময় কাটাতে চান তাদের সেবা দিতে আমরা সর্বদা প্রস্তুত।খুলনা অথবা ঢাকাতে আপনার...
23/04/2024

এই গরমে একটু প্রশান্তির খোঁজে যারা নিরিবিলি সময় কাটাতে চান তাদের সেবা দিতে আমরা সর্বদা প্রস্তুত।

খুলনা অথবা ঢাকাতে আপনারা যদি নদীর সৌন্দর্য উপভোগের সাথে সাথে শিপে করে কোন অফিসিয়াল অথবা ফ্যামিলি ডে লং টুর করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ও আরেকটা বিষয় এটা ভুলে যাবেন না যে আমাদের সুন্দরবন ট্যুর কিন্তু এখনো চলমান।

যোগাযোগ
01917-416762

এই ঈদের লম্বা ছুটিতে ঘুরে আসুন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅 ...🐅🚧  Ever Youth T...
21/03/2024

এই ঈদের লম্বা ছুটিতে ঘুরে আসুন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।

🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅
...🐅
🚧 Ever Youth Tourism
🐅আমাদের সাফল্যের গল্প 13 বছরের।🐅

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর🐅

#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে "কচিখালির" উদ্দেশ্যে।
"কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#খাবার_ম্যানু:

পরামর্শ করে খাবার মেনু সেট করা হবে।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা নিম্নোক্ত ব্যাংক একাউন্ট অথবা বিকাশ এ বুকিং দিতে পারবেন।

◾ব্যাংক একাউন্টঃ

A/C Name:
Ever Youth Tourism
DBBL AC: 120 110 0032 852.
Khulna Branch.

:
☎️+88 01917- 416762 (WhatsApp)

🚏 অফিস: ২৩০/১, হাজী ইসমাইল রোড , খুলনা।

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
🔵https://www.facebook.com/everyouthtourism

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপঃ 🔵Sundarban Youth Travelers Bangladesh

তিন দিন সরকারি ছুটিতে ঘুরে আসুন সুন্দরবন থেকে, মার্চ ১৫-১৭ -২০২৪🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅 ...🐅🚧  Ever Youth Tourism    🐅...
10/03/2024

তিন দিন সরকারি ছুটিতে ঘুরে আসুন সুন্দরবন থেকে, মার্চ ১৫-১৭ -২০২৪

🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅
...🐅
🚧 Ever Youth Tourism
🐅আমাদের সাফল্যের গল্প 13 বছরের।🐅

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর🐅

#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে "কচিখালির" উদ্দেশ্যে।
"কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#খাবার_ম্যানু:

পরামর্শ করে খাবার মেনু সেট করা হবে।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা নিম্নোক্ত ব্যাংক একাউন্ট অথবা বিকাশ এ বুকিং দিতে পারবেন।

◾ব্যাংক একাউন্টঃ

A/C Name:
Ever Youth Tourism
DBBL AC: 120 110 0032 852.
Khulna Branch.

:
☎️+88 01917- 416762 (WhatsApp)

🚏 অফিস: ২৩০/১, হাজী ইসমাইল রোড , খুলনা।

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
🔵https://www.facebook.com/everyouthtourism

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপঃ 🔵Sundarban Youth Travelers Bangladesh

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্দরবন ভ্রমণের উপর রয়েছে বিশাল ডিসকাউন্ট। #স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ 🐅☎️ 01917416762(Whats...
18/02/2024

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্দরবন ভ্রমণের উপর রয়েছে বিশাল ডিসকাউন্ট।

#স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ 🐅

☎️ 01917416762(WhatsApp)
🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅
...🐅
🚧 Ever Youth Tourism
🐅আমাদের সাফল্যের গল্প 13 বছরের।🐅

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি/হিরণ পয়েন্ট🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর/দুবলার চর🐅

#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।

হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#খাবার_ম্যানু:

⭕ িন:
🔹 সকাল: পরোটা, সবজি, ডিম ভাজি,সুজির হালুয়া,চা।
🔹বেলা ১১ টা- কেক, চা/কফি।
🔹দুপুরে: সাদা ভাত, মিক্স ভেজিটেবল, মাছের কারী, মুরগির কারী, ডাল ,সালাদ।
🔹সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, , চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস।

⭕ িন:
🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
🔹জঙ্গল সাফারিতে আপেল এবং পানি।
🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
🔹বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
🔹দুপুরে: সাদাভাত, চিংড়ি শাক, ফিস ,চিকেন , ডাল, সালাদ।
🔹সন্ধা ৬টা- সিংগারা , চা/কফি।
🔹রাত্রে: পোরাটা, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

⭕ িন:
🔹সকালে: সাদা ভাত, সবজী, ডিম ভাজি, ভর্তা, ডাল, চা/কফি।
🔹বেলা ১১টা- পুরি, চা/কফি।
🔹দুপুরে- পোলাও , গরু /খাসির চুই ঝালের রেজালা, , বেগুন ভাজা, ডাল ভুনা, দই, সালাদ।
🔹বিকেলে- পাকুড়া, চা/কফি।

চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#ভ্রমণ_খরচ:🐅
**খুলনা - সুন্দরবন - খুলনা

(ঢাকা-খুলনা-ঢাকা পরিবহন টিকিটের ব্যাপারে হেল্প করা হবে)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা নিম্নোক্ত ব্যাংক একাউন্ট অথবা বিকাশ এ বুকিং দিতে পারবেন।

◾ব্যাংক একাউন্টঃ

A/C Name:
Ever Youth Tourism
DBBL AC: 120 110 032 852.
Khulna Branch.
Bikash (Personal)- 01917416762

#যোগাযোগ:
Shamim Ashraf
Director,
🚧 Ever Youth Tourism &


#মোবাইল:

:
☎️+88 01917416762(WhatsApp)

🚏 অফিস: ২৩০/১, হাজী ইসমাইল রোড , খুলনা।

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
🔵https://www.facebook.com/everyouthtourism

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপঃ 🔵Sundarban Youth Travelers Bangladesh

আসসালামুয়ালাইকুম,চলুন ঘুরে আসি বিশ্বের সব চেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে । যাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস/অক্সিজে...
31/01/2024

আসসালামুয়ালাইকুম,
চলুন ঘুরে আসি বিশ্বের সব চেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে । যাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস/অক্সিজেন ভান্ডার। বাংলাদেশের যেকোন ট্যুরিষ্ট স্পট থেকে সুন্দরবন ভ্রমনে সব সময়ই থাকে এক ভিন্নতার ছোয়া । এবং সুন্দরবন ভ্রমন একটি এডভেঞ্চার ট্যুর ।

বুকিং করতে
01917416762

🔹🔹সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরবন ভ্রমণ সম্পুর্ন প্রাকৃতিক এখানে কৃত্রিমত্তার কোন স্থান নেই। সুন্দরবন প্রকৃতির অপরুপ লীলাভূমি।

শহর থেকে দূরে নেটওয়ার্কের বাহিরের এক জীবন যা আপনাকে আপনার শহুরে একঘেয়ে জীবনের হতাশা থেকে দিবে মুক্তি দিবে।

আমাদের পরবর্তী প্যাকেজ তারিখ :
🇧🇩 ফেব্রুয়ারি ০২,০৩,০৪
🇧🇩 ফেব্রুয়ারি ০৫,০৬,০৭
🇧🇩 ফেব্রুয়ারি ০৯,১০,১১
🇧🇩 ফেব্রুয়ারি ১৬,১৭,১৮
🇧🇩 ফেব্রুয়ারি ২৬,২৭,২৮

🔳 ট্যুর সময় সূচি: ৩ দিন ২ রাত

#ট্যুর_স্পট:
১। হাড়বাড়িয়া।
২। কটকা।
৩। জামতলা সমুদ্র সৈকত।
৪। টাইগার টিলা।
৫। কচিখালি / হিরন পয়েন্ট।
৬। ডিমের চর / দুবলার চর।
৭। করমজল

🔳 ভ্রমনকালে যা সাথে বহন করবেন: কেডস, ব্রাশ, টুথপেস্ট, সানব্লক লোশন, ছাতা, টর্চ লাইট, প্রয়োজনীয় ঔষধ।

🔷১ম দিন : নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন-বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩/৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।

🔷২য় দিন : ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা সী-বিচ গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে ভ্রমন, ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকার অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা যেতে পারে, সেখান থেকে ঘুরে আমরা লঞ্চে ফিরবো, লাঞ্চ করে আমরা কচিখালীর দিকে রওনা করবো। বিকালে কচিখালীতে ঘুরাঘুরি করে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।

🔷৩য় দিন : সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধায় খুলনা পৌছে আনুমানিক ৫/৬ বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া যাবে।

❐ প্রসঙ্গত:
🔹 বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিবেন অনুগ্রহ করে।
🔹 বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘বুকিং পিএনআর নম্বর’ সংগ্রহ করুন।

🔹 আমাদের আয়োজনে কোন কিছুই হিডেন নেই। কোন খরচ হিডেন রাখলে প্রাথমিকভাবে আপনার কাছে প্যাকেজ প্রাইজ কম মনে হতে পারে। কিন্তু আমরা সেটি করিনা। যা বলার একবারেই বলেছি। প্যাকেজের নির্ধারিত প্রাইসের বাইরে এক টাকাও অতিরিক্ত কোন খরচ বা কোন এন্ট্রি টিকেট আপনাকে কিনতে হবেনা। খুলনা থেকে যাত্রা শুরু করে আবার ৩য় দিন বিকালে খুলানা পৌছাব ইনশাআল্লাহ ।
🔹 দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹 কেউ কেউ অন্য কোন দেশের সাথে এই ট্যুরের খরচ কম্পেয়ার করেন। তাদেরকে অনুরোধ করবো প্রকৃতপক্ষে বিদেশ ভ্রমণের বাস্তবতা ও খরচ যাচাই করতে।

🌲 Package price
পিকচারের ভেতরে দেওয়া আছে

🔺🔺নিরাপত্তাঃ
গেষ্টের নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করি না । আমাদের সর্বচ্চো অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুই জন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

◾ব্যাংক একাউন্টঃ

A/C No-Ever Youth Tourism
DBBL AC:1201100032852
Khulna Brance
DBBL
Bikash (Personal)- 01917416762

#যোগাযোগ:
Ever Youth Tourism
Sundarban Tour Package

#মোবাইল: ☎️+88 01917-416762



🚸২৩৭/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।

▪️আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:https://www.facebook.com/everyouthtourism

  এর পরবর্তী সুন্দরবন প্যাকেজ 02,03,04 and 16,17,18 with MV Vesper@ February 26,27,28 Jolforing  #স্বল্প_খরচে_সুন্দরবন_ভ...
26/01/2024

এর পরবর্তী সুন্দরবন প্যাকেজ

02,03,04 and 16,17,18 with MV Vesper
@ February 26,27,28 Jolforing

#স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ 🐅
☎️ 01917416762(WhatsApp)
🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅
...🐅
🚧 Ever Youth Tourism
🐅আমাদের সাফল্যের গল্প 13 বছরের।🐅

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি/হিরণ পয়েন্ট🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর/দুবলার চর🐅

#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।

হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#খাবার_ম্যানু:

⭕ িন:
🔹 সকাল: পরোটা, সবজি, ডিম ভাজি,সুজির হালুয়া,চা।
🔹বেলা ১১ টা- কেক, চা/কফি।
🔹দুপুরে: সাদা ভাত, মিক্স ভেজিটেবল, মাছের কারী, মুরগির কারী, ডাল ,সালাদ।
🔹সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, , চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস।

⭕ িন:
🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
🔹জঙ্গল সাফারিতে আপেল এবং পানি।
🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
🔹বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
🔹দুপুরে: সাদাভাত, চিংড়ি শাক, ফিস ,চিকেন , ডাল, সালাদ।
🔹সন্ধা ৬টা- সিংগারা , চা/কফি।
🔹রাত্রে: পোরাটা, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

⭕ িন:
🔹সকালে: সাদা ভাত, সবজী, ডিম ভাজি, ভর্তা, ডাল, চা/কফি।
🔹বেলা ১১টা- পুরি, চা/কফি।
🔹দুপুরে- পোলাও , গরু /খাসির চুই ঝালের রেজালা, , বেগুন ভাজা, ডাল ভুনা, দই, সালাদ।
🔹বিকেলে- পাকুড়া, চা/কফি।

চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#ভ্রমণ_খরচ:🐅
**খুলনা - সুন্দরবন - খুলনা

(ঢাকা-খুলনা-ঢাকা পরিবহন টিকিটের ব্যাপারে হেল্প করা হবে)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা নিম্নোক্ত ব্যাংক একাউন্ট অথবা বিকাশ এ বুকিং দিতে পারবেন।

◾ব্যাংক একাউন্টঃ

A/C Name:
Ever Youth Tourism
DBBL AC: 120 110 032 852.
Khulna Branch.
Bikash (Personal)- 01917416762

#যোগাযোগ:
Shamim Ashraf
Director,
🚧 Ever Youth Tourism &


#মোবাইল:

:
☎️+88 01917416762(WhatsApp)

🚏 অফিস: ২৩০/১, হাজী ইসমাইল রোড , খুলনা।

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
🔵https://www.facebook.com/everyouthtourism

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপঃ 🔵Sundarban Youth Travelers Bangladesh

  এর পরবর্তী সুন্দরবন প্যাকেজ 02,03,04 and 16,17,18 with MV Vesper #স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ 🐅☎️ 01917416762(WhatsApp)...
23/01/2024

এর পরবর্তী সুন্দরবন প্যাকেজ
02,03,04 and 16,17,18 with MV Vesper

#স্বল্প_খরচে_সুন্দরবন_ভ্রমণ 🐅
☎️ 01917416762(WhatsApp)
🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅
...🐅
🚧 Ever Youth Tourism
🐅আমাদের সাফল্যের গল্প 13 বছরের।🐅

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

◾খুলনা-সুন্দরবন-খুলনা
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি/হিরণ পয়েন্ট🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর/দুবলার চর🐅

#খাবার: প্রতিদিন ৫ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।

হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#খাবার_ম্যানু:

⭕ িন:
🔹 সকাল: পরোটা, সবজি, ডিম ভাজি,সুজির হালুয়া,চা।
🔹বেলা ১১ টা- কেক, চা/কফি।
🔹দুপুরে: সাদা ভাত, মিক্স ভেজিটেবল, মাছের কারী, মুরগির কারী, ডাল ,সালাদ।
🔹সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, , চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস।

⭕ িন:
🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
🔹জঙ্গল সাফারিতে আপেল এবং পানি।
🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
🔹বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
🔹দুপুরে: সাদাভাত, চিংড়ি শাক, ফিস ,চিকেন , ডাল, সালাদ।
🔹সন্ধা ৬টা- সিংগারা , চা/কফি।
🔹রাত্রে: পোরাটা, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

⭕ িন:
🔹সকালে: সাদা ভাত, সবজী, ডিম ভাজি, ভর্তা, ডাল, চা/কফি।
🔹বেলা ১১টা- পুরি, চা/কফি।
🔹দুপুরে- পোলাও , গরু /খাসির চুই ঝালের রেজালা, , বেগুন ভাজা, ডাল ভুনা, দই, সালাদ।
🔹বিকেলে- পাকুড়া, চা/কফি।

চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#ভ্রমণ_খরচ:🐅
**খুলনা - সুন্দরবন - খুলনা

(ঢাকা-খুলনা-ঢাকা পরিবহন টিকিটের ব্যাপারে হেল্প করা হবে)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা নিম্নোক্ত ব্যাংক একাউন্ট অথবা বিকাশ এ বুকিং দিতে পারবেন।

◾ব্যাংক একাউন্টঃ

A/C Name:
Ever Youth Tourism
DBBL AC: 120 110 032 852.
Khulna Branch.
Bikash (Personal)- 01917416762

#যোগাযোগ:
Shamim Ashraf
Director,
🚧 Ever Youth Tourism &


#মোবাইল:

:
☎️+88 01917416762(WhatsApp)

🚏 অফিস: ২৩০/১, হাজী ইসমাইল রোড , খুলনা।

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
🔵https://www.facebook.com/everyouthtourism

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপঃ 🔵Sundarban Youth Travelers Bangladesh

Address

Siddikia Moholla Boshupara Sonadanga
Khulna
9000

Telephone

+8801917416762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sundarban Tour Package posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundarban Tour Package:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Tour Agencies in Khulna

Show All