Travels with Shah Alam

Travels with Shah Alam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travels with Shah Alam, Travel Company, 8-10 Greoterex Street, London.

05/06/2024

দুঃখ-কষ্টের কথা শুধু আল্লাহর কাছেই বলা উচিত। এতে বেশ কিছু উপকারিতা আছে।
রসুল ﷺ বলেন, “যে ব্যক্তি অভাব-অনটনে পড়ে তা মানুষের নিকট উপস্থাপন করে (অর্থাৎ মানুষের উপরই নির্ভরশীল হয়ে পড়ে), তার অভাব-অনটন (পুরোপুরি) দূর হয় না। আর যে ব্যক্তি অভাব-অনটনে পড়ে তা আল্লাহর নিকট উপস্থাপন করে তবে অবশ্যই আল্লাহ তাকে দ্রুত অথবা বিলম্বে রিযিক দান করেন।” [ইমাম তিরমিযি, আস-সুনান: ২৩২৬; হাদিসটি সহিহ]
অন্য বর্ণনায় এসেছে, “...আল্লাহ তাকে অমুখাপেক্ষী করেন—শীঘ্রই মৃত্যুর মাধ্যমে অথবা শীঘ্রই ধন-সম্পদ দিয়ে।” [ইমাম আবু দাউদ, আস-সুনান: ১৬৪৫; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ২৭৮৭; হাদিসটি সহিহ]
বিখ্যাত আল্লাহওয়ালা বুযুর্গ শাকিক আল-বালখি (রহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি কোনো দুঃখ-দুর্দশার ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অভিযোগ করে, সে ইবাদতের মিষ্টতা অনুভব করতে পারে না।’ [আস সিয়ার: ৯/৩১৫]
কেউ যখন শুধু আল্লাহর কাছেই নিজের সমস্যার কথা পেশ করে, তখন তার ঈমান বৃদ্ধি পায়, তাওয়াক্কুল মজবুত হয়। কারণ সে তখন একমাত্র আল্লাহর কাছেই সমাধান তালাশ করে, আল্লাহকেই আপন মনে করে।
দেখুন, নবি ইয়াকুব (আ.) কত কষ্টেই-না ছিলেন! প্রিয়তম সন্তান ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। তবুও শুধু আল্লাহর কাছেই তাঁর দুঃখ-বেদনার অভিযোগ উপস্থাপন করেছেন। কুরআনে তাঁর অভিব্যক্তি এসেছে এভাবে—
إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ

‘‘আমি কেবল আল্লাহর কাছেই আমার অস্থিরতা ও দুঃখ-কষ্টের ব্যাপারে অনুযোগ করছি।’’
[সুরা ইউসুফ, আয়াত: ৮৬]
আল্লাহ তাঁর ভারাক্রান্ত হৃদয়ের আকুতি শুনেছেন। শীঘ্রই ইউসুফ (আ.)-কে সম্মানিত করে তাঁদের মধ্যে সাক্ষাৎ ঘটিয়েছেন।
বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন। পূর্ববর্তী নেককার ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য ছিলো যে, তাঁরা নিজেদের দুঃখ-বেদনা মানুষের কাছ থেকে ঢেকে রাখতেন আর আল্লাহর কাছে মুনাজাতে পেশ করতেন।
তবে, সমস্যার কথা শেয়ার করলে যদি সমাধানের সম্ভাবনা থাকে, তাহলে শেয়ার করতে সমস্যা নেই। নবিজি ও সাহাবিগণের জীবনে এমন অনেক ঘটনা আছে।
✍️Tasbeeh

Paris, France 🇫🇷
30/05/2024

Paris, France 🇫🇷

08/05/2024

কখনোই কাউকে বুঝতে দিও না যে তুমি দুর্বল,

যদি বুঝতে দাও তাহলে দেখবে সে 'মেসি' আর তুমি 'ফুটবল'।

Vrboska, Hvar Island, Croatia 🇭🇷
30/04/2024

Vrboska, Hvar Island, Croatia 🇭🇷

Menton, France 🇫🇷
18/04/2024

Menton, France 🇫🇷

Chicago, USA!
02/04/2024

Chicago, USA!

02/04/2024

বাসস্থান, রিযিক,বিয়ে কোনটাই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই ♦️ সেজদায় পড়ে কাঁদুন।
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

রব্বি ইন্নি লিমা- আনযালতা ইলাইয়া মিন খয়রিন ফাক্বি-র)

অর্থঃ‘হে আমার পালনকর্তা! তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে আমি তো তারই ভিখারী (মুখাপেক্ষী)।’

আপনার বাসস্থান, বিয়ে, রিজিক কোনোটা নিয়ে দুশ্চিন্তা থাকলে এর চেয়ে উত্তম দোয়া আর নাই...

মূসা আলাইহিস সালাম তখন ফিরাউন থেকে পলায়ন করছিলেন। এই সফরে গাছের পাতা ছাড়া তাঁর কাছে খাবার আর কিছুই ছিলনা, এমনকি তাঁর পায়ে জুতা পর্যন্তও ছিলনা। এমন পরিস্থিতিতে অত্যাধিক ক্ষুধার্ত, ক্লান্ত ও নিঃস্ব অবস্থায় তিনি আল্লাহ্‌ তাআলার সামনে নিজের অবস্থা ও অভাব পেশ করলেন। এবং তখন তিনি আল্লাহর কাছে তার সেই দুআ'টি করলেন যার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সঙ্গে সঙ্গে তার থাকার স্থান, রুজি-রোজগারের উৎস এবং বিয়ের ব্যবস্থা (মেয়ে পক্ষ থেকেই বিয়ের প্রস্তাব) করে দিলেন। আল্লাহু আকবর!

তাই এটি আমাদের জন্যেও অমূল্য এক দো'আ। আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রেখে যে কোন পরিস্থিতিতে মূসা আলাইহিস সালামের মত আপনারাও এই দো'আটি করতে পারেন, আল্লাহ আপনাদের জন্যেও অনুরুপ উত্তম ব্যবস্থা করবেন ইন শা আল্লাহ।

আল্লাহ আজ্জাওয়াজাল আল কুরআনের সুরা কাসাসের ২৪ নং আয়াতে দো'আটি সম্পর্কে আমাদের জানিয়েছেন। দোয়াটি হল -

رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ.

(রব্বি ইন্নি লিমা- আনযালতা ইলাইয়া মিন খয়রিন ফাক্বি-র)

অর্থঃ‘হে আমার পালনকর্তা! তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে আমি তো তারই ভিখারী (মুখাপেক্ষী)।’

লন্ডন-কলকাতা বাস সার্ভিসলন্ডন , ইংল্যান্ড থেকে কলকাতা, ভারত এর বাস রুট ছিলো বিশ্বের দীর্ঘতম বাস রুট। 1957 সাল থেকে 1976 ...
01/04/2024

লন্ডন-কলকাতা বাস সার্ভিস

লন্ডন , ইংল্যান্ড থেকে কলকাতা, ভারত এর বাস রুট ছিলো বিশ্বের দীর্ঘতম বাস রুট। 1957 সাল থেকে 1976 সাল পর্যন্ত চালু ছিলো এই রুট। আলবার্ট ট্রাভেল নামে একটা কোম্পানী এটা পরিচালনা করতো। এই রুটের মোট দুরুত্ব ছিলো প্রায় 32669 কি.মি.।

কোলকাতা থেকে লন্ডন পৌছাতে সময় লাগতো প্রায় 50 দিন। যাত্রার সময় বাসটির রুট ছিলো ইংল্যান্ড থেকে বেলজিয়াম এবং সেখান থেকে পশ্চিম জার্মানি , অস্ট্রিয়া , যুগোস্লাভিয়া , বুলগেরিয়া , তুরস্ক , ইরান , আফগানিস্তান , পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারত হয়ে নয়াদিল্লি , আগ্রা , এলাহাবাদ এবং বেনারস হয়ে কলকাতায় পৌঁছাতো । থাকা খাওয়াসহ বাসের টিকেটের মূল্য ছিলো 145 পাউন্ড। এই বাসে বই পড়ার ব্যবস্থা ছিলো, রেডিও ও গান শোনার ব্যবস্থা ছিলো। ছিলো ঘুমানোর জন্য বাঙ্কার, খাবারের জন্য ছিলো সুসজ্জিত কিচেন। যাত্রাপথে তাজমহলসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিরতি দেওয়া হতো। এছাড়া ও শপিং করার জন্য ভিয়েনা, ইস্তানবুল, কাবুল ও তেহেরানে বিরতী দেওয়া হতো।

Copied
, News18 India

Galleria Vittorio Emanuele II, Milan, Italy 🇮🇹
31/03/2024

Galleria Vittorio Emanuele II, Milan, Italy 🇮🇹

📍Camilo Beach, Lagos, Portugal 🇵🇹
28/03/2024

📍Camilo Beach, Lagos, Portugal 🇵🇹

Sibenik, 🇭🇷 Croatia.
27/03/2024

Sibenik, 🇭🇷 Croatia.

📍Haukland Beach, Lofoten Islands, Norway 🇳🇴📸
25/03/2024

📍Haukland Beach, Lofoten Islands, Norway 🇳🇴

📸

The Sydney Opera House, Australia!
24/03/2024

The Sydney Opera House, Australia!

22/03/2024

যুক্তরাজ্যে স্ট্যান্ডার্ড ভিজিট ভিসা আবেদনের প্রয়োজনীয় নথি এবং তথ্য

যুক্তরাজ্যের স্টানার্ড ভিজিট ভিসার জন্য
অনলাইনে আবেদন করার সময় নিচের তথ্যগুলো দিতে হবে :

১. আপনি কখন যুক্তরাজ্যে ভ্রমণ করতে চলেছেন সেই তারিখগুলি।
২. আপনি আপনার ভ্রমণের সময়ে কোথায় থাকবেন।
৩. আপনি মনে করেন যে আপনার ভ্রমণ কত খরচ হতে পারে।
৪. আপনার বর্তমান বাসস্থান এবং আপনি কতদিন বা বছর ধরে এখানে থাকেন।
৫. আপনার মাতা-পিতার নাম এবং জন্ম তারিখ (যদি জানা যায়)
৬. আপনি এক বছরে কত উপার্জন করেন।
৭. আপনার যেকোনো সময় অপরাধ, নাগরিক বা ইমিগ্রেশন অপরাধের বিস্তারিত।
৮. গত ১০ বছরে আপনার ভ্রমণের ইতিহাসের বিবরণ।
৯. আপনার কর্মস্থানের ঠিকানা, টেলিফোন নাম্বার এবং ইমেইল এড্রেস।
১০. আপনার জীবনসঙ্গীর নাম, জন্ম তারিখ এবং পাসপোর্ট নম্বর।
১১. যদি আপনার ভ্রমণ খরচ অন্য কেউ বহন করে সেক্ষেত্রে যারা আপনার ভ্রমণের খরচ পরিশোধ করবেন তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস।
১২. আপনার নিজস্ব পরিবারের কেউ যুক্তরাজ্যে থেকে থাকলে তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং পাসপোর্ট নম্বর।
১৩. যদি আপনি ৬ মাসের বেশি সময়ের জন্য ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনাকে টিবি টেস্ট করার প্রমাণপত্র।
১৪. আপনার পরিচয় প্রমাণ করা এবং আপনার নথি প্রদান করা

অনলাইনে আপনার ভিসা আবেদনের একটি অংশ হিসাবে, আপনাকে একটি ভিসা আবেদন কেন্দ্রে নিবন্ধনের সময় নিতে হবে। ভিসা আবেদনের কেন্দ্রে আপনার সময় অনুমতি দিতে সময় দেওয়া প্রয়োজন, কেননা ভিসা আবেদনের কেন্দ্র যেহেতু বাংলাদেশে আছে তাই আপনার যাচাইয়ের জন্য সময় লাগতে পারে।

ভিসা আবেদন কেন্দ্রে আপনাকে যা করতে হবে:

১. আপনার পাসপোর্ট বা ভ্রমণ নথি দিয়ে আপনার পরিচয় প্রমাণ করা।
২. আপনার আঙুল দিয়ে আপনার আঙ্গুল ছবি এবং ছবি (যেটি 'বায়োমেট্রিক তথ্য' হিসেবে পরিচিত) নেওয়া
৩. আপনার ভ্রমণের জন্য অনুমোদিত হওয়ার নথি সরবরাহ করা

ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ৩ সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে।

সোনালী অতীত কি ভুলে গেছেন? আসুন ঘুরে আসি স্মৃতিময় অতিতে দেখবেন আপনার ভালো লাগবে!
21/03/2024

সোনালী অতীত কি ভুলে গেছেন?
আসুন ঘুরে আসি স্মৃতিময় অতিতে দেখবেন আপনার ভালো লাগবে!

Ameeen Yaa Rob!!
19/03/2024

Ameeen Yaa Rob!!

Yes!!!
19/03/2024

Yes!!!

Switzerland 🇨🇭❤️😍
19/03/2024

Switzerland 🇨🇭❤️😍

18/03/2024

ে_জীবনে_একবার_হলেও_যাওয়া_উচিত

সিএনবিসির নির্বাচিত সেরা ৫০ জন ভ্রমণ বিশেষজ্ঞ ও পর্যটকের মতে জীবনে সম্পূর্ণ সার্থকতা পেতে পৃথিবীর কিছু শহরে বেঁচে থাকতে একবার হলেও যাওয়া উচিত।

জীবন সুন্দর। আর এই বেঁচে থাকার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণের কোনো বিকল্প নেই। পৃথিবীর প্রতিটি দেশ, সে দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য, মানুষের জীবন—এ সবকিছুই অত্যন্ত বৈচিত্র্যময়। ভ্রমণ করলে আমাদের চেনা পৃথিবীকে নতুন নতুন দৃষ্টিতে দেখার চোখ খুলে যায়। মানুষের মনের সংকীর্ণতা আর আত্মকেন্দ্রিক যাপনের মানসিকতার পরিবর্তন হয় ভ্রমণের মাধ্যমে। তবে প্রশ্ন হচ্ছে, কোথায় যাবেন ভ্রমণ করতে? ঘরের বাইরে দুই পা ফেলিয়া আর সেই সঙ্গে দেশের বাইরেও যে যতটুকু সুযোগ পাচ্ছেন, ঘুরে বেড়ানো তো হচ্ছেই অহরহ।বিশ্বের সেরা পর্যটক আর ভ্রমণ বিশেষজ্ঞদের সুচিন্তিত মতামত নিয়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ সংস্থা সিএনবিসি একটি চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছে। এখানে ৫০ জন বিশিষ্ট পর্যটকের মতামত অনুযায়ী পৃথিবীর যে শহরগুলোতে জীবনে একবার হলেও যাওয়া উচিত, তার এক তালিকা প্রকাশ করা হয়েছে। জেনে নেওয়া যাক তবে এ শহরগুলোর নাম আর কেনই বা এ নামগুলো এসেছে তালিকার শীর্ষে।

১. প্যারিস, ফ্রান্স

সবচেয়ে বেশিবার নাম এসেছে প্যারিসের। সিটি অব লাইটস নামে খ্যাত এই শহর মানেই আইফেল টাওয়ার নয়। এখানকার পরিবেশ, সংস্কৃতি আর সামগ্রিক রোমান্টিক ভাইব একদম আলাদা। শহরজুড়ে ক্রেপেস, ক্রোয়াসো আর কফির সুগন্ধে ভরপুর ক্যাফে তো আছেই। আর ফ্যাশনিস্তাদের স্বপ্নপুরী প্যারিসে আছে এক্সক্লুসিভ সব বুটিক আর ফ্যাশন-স্ট্রিট।

২. রোম, ইতালি

চিরন্তন আবেদনের এই রোম শহরের সুপ্রাচীন ইতিহাস আর কিংবদন্তিসম পুরাকীর্তি ছাড়াও এখানে আছে অনেক কিছু। ভ্যাটিক্যান বা সিস্টিন চ্যাপেল ঘুরে দেখা শেষে মনে হবে ইতালিয়ান ঐতিহ্যবাহী পিৎজারিয়া- গুলো যেন কাছে ডাকছে। পিৎজার মজা নিয়ে আবার চলে যাওয়া যায় মাটির নিচের শহরে। রোমের নিচে রয়েছে তিনটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ।

৩. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

মার্কিন মুলুকের সবচেয়ে ঘটনাবহুল আর ব্যস্ত শহর নিউইয়র্ক। এখানে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ পিৎজা, ব্যাগেল, চিজকেক। কোনো না কোনো অনুষ্ঠান আর হইহুল্লোড় চলতেই থাকে নিউইয়র্কে। স্ট্যাচু অব লিবার্টি তো দেখতেই হবে। ৯/১১ মিউজিয়ামেও ঢুঁ মারা যায়। আর বইতে পড়া এমপায়ার্স স্টেট বিল্ডিং ও টাইমস স্কোয়ারও থাকবে তালিকায়। আর ফ্যাশন সচেতন মানুষ এখানকার মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস মিস করবেন না যেখানে মেট গালা আয়োজিত হয়।

৪. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা

একটু অ্যাডভেঞ্চার আর থ্রিল ভালোবাসেন যাঁরা, তাঁদের জন্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউন সেরা। পাহাড় থেকে পাহাড়ে ঝুলে হ্যাং গ্লাইডিং করা যায়। চ্যাপম্যান শৃঙ্গে গাড়ি চালানো যায় সরু পথ ধরে। আবার পাহাড়ের একেবারে প্রান্তে কোনো ভিলায় থাকা যায়। কেপ গুড হোপ ন্যাশনাল পার্কে গেলে এ শহরের সৌন্দর্য সবচেয়ে ভালো বোঝা যায়। কায়াক নৌকায়ও ঘোরা যায় এখানে।

৫. রিও ডি জেনিরো, ব্রাজিল

প্রাকৃতিক সৌন্দর্য, কসমোপলিটন গ্ল্যামার আর বৈচিত্র্যময় সব সুস্বাদু খাবারের পসরা নিয়ে রিও ডি জেনিরো সেরা শহরের তালিকায় উঠে এসেছে। সমুদ্রসৈকতের হলিডে আমেজ তো আছেই। আর রাতের রিও ডি জেনিরো মানে আরেক জাদু। বিশ্বের সবচেয়ে বড় মারাকানা স্টেডিয়ামটিও দেখার মতো। ভালো কথা হচ্ছে এখানে তুলনামূলকভাবে খরচ কম।

৬. টোকিও, জাপান

কসপ্লে ফ্যাশন, ভবিষ্যৎকামী প্রযুক্তি আর বৌদ্ধ মন্দিরের এক অনন্য সমন্বয় টোকিও। এই বর্ণিল শহরে রয়েছে বহু দেখার মতো জিনিস। ২০৮০ ফিট উঁচু টোকিও স্কাইট্রি দিয়ে শুরু করবেন, নাকি সেনসোজি মন্দির—সে আপনার ইচ্ছা। ঐতিহ্যবাহী সুশি বা চায়ের আয়োজনে অংশ নিতে পারেন এখানে।

৭. ইস্তাম্বুল, তুর্কিয়ে

হাজিয়া সোফিয়ার মতো কিংবদন্তি স্থাপনা, অটোমান খাদ্য সংস্কৃতি আর ৪০০০ দোকানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারের মতো আকর্ষণ রয়েছে এখানে।

তথ্যসূত্র: সিএনবিসি

Venice, Italy 🇮🇹📸:
17/03/2024

Venice, Italy 🇮🇹

📸:

Copenhagen, Denmark 🇩🇰
15/03/2024

Copenhagen, Denmark 🇩🇰

Ameen!!
13/03/2024

Ameen!!

Dubai 🇦🇪
13/03/2024

Dubai 🇦🇪

Venice, Italy 🛶
12/03/2024

Venice, Italy 🛶

Milan Italy 🇮🇹
12/03/2024

Milan Italy 🇮🇹

📍Vienna, Austria 🇦🇹
11/03/2024

📍Vienna, Austria 🇦🇹

Ramadan Mubarak
11/03/2024

Ramadan Mubarak

ডেনমার্ক থেকে নরওয়ে যেতে মাত্র তিন ঘন্টা ১৫ মিনিট লাগে এই জাহাজে। এটি কালারলাইন গ্রুপের একটি জাহাজ বা প্রমোদতরী। তাদের এ...
10/03/2024

ডেনমার্ক থেকে নরওয়ে যেতে মাত্র তিন ঘন্টা ১৫ মিনিট লাগে এই জাহাজে। এটি কালারলাইন গ্রুপের একটি জাহাজ বা প্রমোদতরী। তাদের একাধিক জাহাজ রয়েছে এ ধরনের। সাধারণত ছুটি কাটাতে পর্যটকরা এতে আরোহন করেন। সর্বাধুনিক এবং তীব্র গতি সম্পন্ন এই জাহাজে সকল ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রমোদতরীর পেসেঞ্জার ধারণ ক্ষমতা হচ্ছে ২৮১২ জন।

১০১৬ টি কেবিন, ২৯৭৫ টি বেড, ৫৫০ টি কার পার্কিং সুবিধার ১৫ তলা বিশিষ্ট এই প্রমোদতরীর দৈর্ঘ্য হচ্ছে ২২৪ মিটার। ডেনমার্ক থেকে নরওয়ে যেতে দুইজন মানুষ এবং একটি গাড়ির ভাড়া সর্বনিম্ন ১৩৯ ইউরো।

Best Village for Visit in Switzerland 🇨🇭
08/03/2024

Best Village for Visit in Switzerland 🇨🇭

Address

8-10 Greoterex Street
London
E15NF

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travels with Shah Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travels with Shah Alam:

Share

Category

Nearby travel agencies