03/10/2024
একটা সত্যি কথা বলছি, সৌন্দর্য দিয়ে, শরীর দিয়ে, যৌনতা দিয়ে, টাকা দিয়ে, বিলাসিতা দিয়েও একটা মানুষকে সম্পূর্ণ নিজের কাছে আগলে রাখা যায় না..একটা মানুষের সম্পূর্ণ ভালোবাসা পেতে কপাল লাগে,কপাল...ভালোবাসা আশীর্বাদের মতো, সবাই পায় না...অনেকে পেয়েও হারায়, আবার অনেকে নিজের একটা মানুষ পাওয়ার জন্য হা হুতাশ করে গোটা জীবন...এই পৃথিবীতে মানুষ টাকাপয়সা বাড়ি গাড়ি সুখ সম্পত্তি সব চায়, তার সাথে সম্পূর্ণ নিজের একটা মানুষও চায়...যে মানুষটাকে কারোর সাথে কোনোদিন ভাগ করা যায় না, যে মানুষটার ভেতর সারাদিন ডুবে থাকা যায়, যে মানুষটার দিকে তাকালে চোখের ভেতর সব শোক মরে যায়...যে মানুষটার সাথে সারাদিন কথা বললেও একঘেয়েমি লাগে না, যে মানুষটাকে যখন তখন ঘুরতে নিয়ে যাওয়ার আবদার করা যায়...যে মানুষটা ছুঁয়ে দিলে আমাদের গোটা শরীরে কমলা রঙের রোদ খেলে যায়, যে মানুষটা পাশে বসে থাকলে সব দুঃখ ব্যথা যন্ত্রণার তীব্রতা কমে যায়...যে মানুষটার জন্য মাঝরাতে বৃষ্টিতে ভেজা যায়, যে মানুষটার জন্য ভর দুপুরে রাস্তায় দাঁড়িয়ে দরদর করে ঘামতে ঘামতে হাতে গোলাপ ফুল নিয়ে অপেক্ষা করা যায়..সবারই একটা মানুষ লাগে, যে মানুষটাকে কারোর সাথে ভাগ বাটোয়ারা করা যায় না, যাকে গোটা দুনিয়ার সামনে "শুধু আমার মানুষ" বলে পরিচয় দেওয়া যায়...আর সেই মানুষটা যার জীবনে আসে, এমনি থেকেই আসে, এমনিই গোটাজীবন থেকে যায়। সেই মানুষটাকে রূপ রঙ যৌবন টাকাপয়সা বিলাসিতা কোনোকিছু দিয়ে আগলে রাখতে হয় না...যে থাকার, সে থেকে যায়, শুধু একটু ভালোবাসা ও শ্রদ্ধা পেলেই সেই মানুষটা যেভাবেই হোক থেকে যায়, বিশ্বাস করুন আর কোনোকিছুর প্রয়োজন পড়ে না,কোনোকিছুর নয়..আর যে থাকতে চায় না,সে যেভাবেই হোক এক না একদিন ঠিকই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যায়।তাকে রূপ রঙ যৌবন টাকাপয়সা কোনোকিছু দিয়েই বেঁধে রাখা যায় না...মানুষ মানুষের সাথে বেঁধে থাকে একমাত্র ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, বন্ধুত্ব দিয়ে, বিশ্বাস দিয়ে, যাঁদের ভেতর এই আবেগগুলো নেই, এই বোঝাপড়া গুলো নেই, যাঁদের ভেতর একে অপরের দায়িত্ব নেওয়ার মানসিকতা নেই, তারা শুধু ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে.,,ল